Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 30:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 এইগুলির সংমিশ্রণে তুমি গন্ধদ্রব্য প্রস্তুতকারকদের পদ্ধতি অনুযায়ী পবিত্র অভিষেকের তেল প্রস্তুত করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 এ সমস্ত কিছু দ্বারা তুমি অভিষেকের পবিত্র তেল সুগন্ধি-প্রস্তুতকারীর প্রক্রিয়া মতে প্রস্তুত করবে, তা অভিষেকের জন্য পবিত্র তেল হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 এগুলি দিয়ে সুগন্ধি দ্রব্যাদির প্রস্তুতকারকের হস্তকলার মতো করে পবিত্র এক অভিষেক-তেল, সুগন্ধি এক মিশ্রণ তৈরি কোরো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 এই সকলের দ্বারা তুমি অভিষেকার্থ পবিত্র তৈল গন্ধবণিকের প্রক্রিয়া মতে কৃত তৈল, প্রস্তুত করিবে, তাহা অভিষেকার্থ পবিত্র তৈল হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 “সুগন্ধি অভিষেকের তেল তৈরী করবার জন্য এই জিনিসগুলি বিশেষজ্ঞের মতো মেশাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 এই সবগুলি দিয়ে তুমি অভিষেক করার জন্য পবিত্র তৈল তৈরী করবে, গন্ধবণিকের প্রক্রিয়া মতই এই তৈল তৈরী করবে, আর এটি অভিষেকের জন্য এবং আমার জন্য সংরক্ষিত পবিত্র তেল হবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 30:25
18 ক্রস রেফারেন্স  

তারপর তিনি গন্ধদ্রব্য প্রস্তুতকারকদের পদ্ধতি অনুযায়ী অভিষেকের পবিত্র তেল ও সুগন্ধি ধূপ প্রস্তুত করলেন।


তবে মশলাপাতি সংমিশ্রণের দায়িত্ব ছিল পুরোহিতদের।


তারপর তুমি অভিষেকের তেল নিয়ে শিবির এবং তার ভিতরের যাবতীয় বস্তু অভিষিক্ত করে পবিত্র করবে। এর ফলে শিবিরের সব কিছুই হবে পবিত্র।


এ যেন হারোণের মস্তকে নিষিক্ত মূল্যবান তেলের মত, যে তেল তাঁর শ্মশ্রু বেয়ে ঝরে পড়ে তাঁর বসনের উপর।


আমি মনোনীত করেছি আমার সেবক দাউদকে, পবিত্র তৈলে তাকে আমি করেছি অভিষিক্ত।


তুমি ন্যায় ভালবাস, ঘৃণা কর অন্যায়তাই ঈশ্বর, তোমার ঈশ্বরতোমাকে করেছেন অভিষিক্ত, তোমার সহচরদের চেয়ে তোমাকে দিয়েছেন অধিক আনন্দ।”


জনমণ্ডলী খুনের প্রতিশোধ নেওয়ার অধিকারীর হাত থেকে সেই হত্যাকারীকে উদ্ধার করবে এবং সে যে অভয় পুরীতে পালিয়ে গিয়েছিল, সেখানে তাকে আবার পৌঁছে দেবে। পবিত্র তেল দ্বারা অভিষিক্ত প্রধান পুরোহিতের মৃত্যু না হওয়া পর্যন্ত সে সেই নগরীতেই থাকবে।


তারপর অভিষেকের তেল নিয়ে তার মাথায় ঢেলে তাকে অভিষিক্ত করবে।


বেদীর গায়ে ছিটানো রক্তের কিছুটা এবং অভিষেকের তেল কিছুটা নিয়ে তুমি হারোণ ও তার পুত্রদের গায়ে ও পোষাকের উপর ছিটিয়ে দেবে। এর দ্বারা হারোণ, তার পুত্রেরা ও তাদের পোষাক পরিচ্ছদ সবই পবিত্র হবে।


আড়াইশো শেকেল সুগন্ধি বচ, পাঁচশো শেকেল মিহি দারুচিনি ও এক হিন জলপাইয়ের তেল।


কোন সাধারণ ব্যক্তির দেহে এই তেল ঢালবে না কিম্বা এর প্রকরণ অনুযায়ী এই ধরণের কোন তেল প্রস্তুত করবে না। এই তেল পবিত্র, একে তোমরা পূত ও স্বতন্ত্র বলে গণ্য করবে।


এইগুলি একসঙ্গে মিশিয়ে তুমি গন্ধদ্রব্য প্রস্তুতকারকদের পদ্ধতি অনুযায়ী লবণ সহযোগে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করবে। এ হবে খাঁটি ও পবিত্র বস্তু।


সুগন্ধি ধূপদাহের বেদী ও তা বয়ে নিয়ে যাওয়ার দণ্ড, অভিষেকের তেল, সুগন্ধি ধূপ, সম্মিলন শিবিরের প্রবেশপথের পর্দা।


তুমি হারোণ ও তার পুত্রদের সঙ্গে নাও। সেই সঙ্গে পোশাকগুলি, অভিষেকের তেল, প্রায়শ্চিত্ত বলির গোবৎস, দুটি মেষ ও খামিরবিহীন রুটির ঝুড়ি নাও এবং


তারপর মোশি অভিষেকের তেল দিয়ে শিবির ও তার ভিতরকার সমস্ত বস্তু অভিষিক্ত করে পবিত্র করলেন।


একটি মরা মাছি যেমন আতরের পুরো শিশিটাই ভরিয়ে দিতে পারে দুর্গন্ধে, তেমনি সামান্য একটু নির্বুদ্ধিতা শ্রেষ্ঠতম প্রজ্ঞাকেও লুটিয়ে দেয় ধূলায়।


তোমার ভাই হারোণ ও তার পুত্রদের তুমি এই সব পোষাক পরিয়ে দেবে, তারপর তাদের অভিষেক করে আমার পৌরোহিত্যের পদে বরণ করবে।


সাদোক পরমেশ্বরের আবাস তাম্বু থেকে (জলপাই) তেলের পাত্র (শিং) সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেই তেল দিয়ে তিনি শলোমনকে অভিষেক করলেন। সঙ্গে সঙ্গে তাঁরা তুরীধ্বনি করলেন এবং সেখানে সমবেত সকলে জয়ধ্বনি করে চীৎকার করে উঠল “মহারাজ শলোমন দীর্ঘজীবি হোন’’!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন