Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 30:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 বিশ বছর এবং তার বেশী বয়সের তালিকাভুক্ত প্রত্যেক লোক প্রভু পরমেশ্বরের উদ্দেশে এই পরিমাণ অর্থ দান করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 বিশ বছর বয়স্ক কিংবা তার বেশি বয়স্ক যে কেউ গণনা-করা লোকদের মধ্যে আসবে, সে মাবুদকে ঐ উপহার দেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 এদিকে আসা যাদের বয়স কুড়ি বছর বা তার বেশি, তারা সদাপ্রভুর উদ্দেশে এক নৈবেদ্য উৎসর্গ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 বিংশতি বৎসর বয়স্ক কিম্বা তাহার অধিক বয়স্ক যে কেহ গণিত লোকদের মধ্যে আসিবে, সে সদাপ্রভুকে ঐ উপহার দিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 কুড়ি বছর হলে তাকে গণনার আওতায় আনা হবে। এবং গণনার আওতায় চলে আসা প্রত্যেকে এই নৈবেদ্য দেবে প্রভুর প্রতি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 গণনার মধ্যে যারা কুড়ি বছর বয়ষ্ক অথবা তার বেশি বয়ষ্ক তারা সবাই সদাপ্রভুকে এই উপহার দেবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 30:14
10 ক্রস রেফারেন্স  

কুড়ি বৎসর ও তদূর্ধ্ব ব্যক্তিরা যারা যুদ্ধে সক্ষম তাদের নাম গোষ্ঠী ও পরিবার অনুসারে তালিকাবদ্ধ করা হল। তালিকাটি যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবণের বংশ থেকে শুরু করা হল। বংশ সংখ্যা রূবেণ 46,500 শিমিয়োন 59,300 গাদ 45,650 যিহূদা 74,600 ইষাখর 54,400 সবুলুন 57,400 ইফ্রয়িম 40,500 মনঃশি 32,200 বিন্যামীন 35,400 দান 62,700 আশের 41,500 নপ্তালি 53,400 সর্বমোট 603,550


মিশর থেকে যারা এসেছে তাদের মধ্যে যাদের বয়স কুড়ি এবং তার চেয়ে বেশী তারা কেউ সেই দেশ দেখতে পাবে না যে দেশ আমি অব্রাহাম, ইসহাক ও যাকোবকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কারণ তারা সর্বান্তঃকরণে আমার অনুগত নয়।


তোমরা ইসরায়েলী জনমণ্ডলীর প্রত্যেক গোষ্ঠীর কুড়ি বছর এবং তার চেয়ে বেশী বয়সের সামরিক যোগ্যতা সম্পন্ন লোকদের সংখ্যা গণনা কর।


তোমাদের শব এই প্রান্তরে পড়ে থাকবে। তোমাদের মধ্যে বিশ বছর এবং তার চেয়ে বেশী বয়সের তালিকাভুক্ত যত লোক আমার বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেছে,


দ্বিতীয় মাসের প্রথম দিনে সমগ্র জনমণ্ডলীকে একত্র করে পরিবার ও পিতৃকুল আনুযায়ী কুড়ি বছর এবং তার চেয়ে বশী বয়সের পুরুষদের নাম এবং সংখ্যা তালিকাভুক্ত করলেন।


ইসরায়েলীদের মধ্যে কুড়ি বছর এবং তার চেয়ে বেশি বয়সের যত পুরুষ যুদ্ধ করতে সক্ষম, তুমি ও হারোণ তাদের নামের একটি তালিকা তৈরি কর। এই কাজে প্রত্যেক বংশের গোষ্ঠীপতিরা তোমাদের সহকারী হবে।


তালিকাভুক্ত প্রত্যেক ব্যক্তি পবিত্র পীঠস্থানের শেকেলের মাপে আধ শেকেল প্রভু পরমেশ্বরের উদ্দেশে দান করবে (বিশ গেরায় এক শেকেল)।


প্রভু পরমেশ্বরকে ব্যক্তিগতভাবে মুক্তিপণ দেবার সময় যারা ধনী তারা এর চেয়ে বেশী দেবে না এবং যারা গরীব তারা কম দেবে না।


দেশের সমস্ত প্রজাকে এই সমস্ত নৈবেদ্য ইসরায়েলের শাসনকর্তার কাছে নিয়ে যেতে হবে।


তোমাদের মাপের হিসাব নীচে দেওয়া হলঃ 20 গেরা=1 শেকেল 60 শেকেল=1 মিনা


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন