Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 3:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 মোশি ঈশ্বরকে বললেন, কিন্তু আমি এমন কে যে ফারাও-এর কাছে গিয়ে ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে আনব?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 মূসা আল্লাহ্‌কে বললেন, আমি কে যে ফেরাউনের কাছে যাই ও মিসর থেকে বনি-ইসরাইলদেরকে বের করে আনি?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 কিন্তু মোশি ঈশ্বরকে বললেন, “আমি কে যে আমাকে ফরৌণের কাছে যেতে হবে ও মিশর থেকে ইস্রায়েলীদের বের করে আনতে হবে?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 মোশি ঈশ্বরকে কহিলেন, আমি কে, যে ফরৌণের নিকটে যাই, ও মিসর হইতে ইস্রায়েল-সন্তানদিগকে বাহির করি?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 কিন্তু মোশি ঈশ্বরকে বলল, “আমি কোনও মহান ব্যক্তি নই! সুতরাং আমি কি করে ফরৌণের কাছে যাব এবং ইহুদীদের মিশর থেকে উদ্ধার করে আনব?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 কিন্তু মোশি ঈশ্বরকে বললেন, “আমি কে, যে ফরৌণের কাছে যাই ও মিশর থেকে ইস্রায়েলীয়দেরকে বের করি?”

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 3:11
13 ক্রস রেফারেন্স  

দাউদ বললেন, আমি কে? ইসরায়েলের মধ্যে আমার পিতৃবংশই বা এমন কি যাতে আমি রাজার জামাত হতে পারি?


এতে আমাদের নিজেদের কোন কৃতিত্ব নেই, কোন কৃতিত্ব দাবী করার যোগ্যতাও নেই, আমাদের যোগ্যতা ঈশ্বর থেকে উদ্ভূত।


কিন্তু মোশি প্রভু পরমেশ্বরের কাছে নিবেদন করলেন, ইসরায়েলীরাই আমার কথা শুনল না, ফারাও কি অর আমার মত তোৎলা লোকের কথা শুনবেন?


আমি বললাম, হে সর্বাধিপতি প্রভু, কি করে কথা বলতে হয়, আমি যে কিছুই জানি না। বয়সে আমি যে একান্ত তরুণ।


যারা মৃত্যুপথের পথিক তাদের কাছে সৌরভ মৃত্যুর বার্তাবহ কিন্তু যারা অমৃতপথের যাত্রী তাদের কাছে এ সৌরভ জীবনদায়ী। কিন্তু এই দায়িত্ব পালনের যোগ্যতা কার আছে?


তাই তুমি আমাকে এমন একটি হৃদয় দাও যেন ভাল ও মন্দের পার্থক্য বুঝে তোমার প্রজাদের ন্যায্যভাবে শাসন করতে পারি। তা না হলে কেমন করে এই মহান প্রজামণ্ডলীর শাসনকার্য আমি পরিচালনা করব?


হে প্রভু পরমেশ্বর, আমি নিতান্ত নাবালক হওয়া সত্ত্বেও তুমি তোমার এই দাসকে আমার পিতা দাউদের সিংহাসনে বসিয়েছ। অথচ কিভাবে রাজ্যশাসন করতে হয় আমি জানি না।


রাজা দাউদ আবাস-তাম্বুর ভেতরে গিয়ে প্রভু পরমেশ্বরের সামনে নতজানু হলেন। বললেন, হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর! কে আমি? কী এমন আমার বংশ মর্যাদা যে আমায় তুমি এই পর্যায়ে তুলে এনেছ?


গিদিয়োন তাঁকে বললেন, হে প্রভু, আপনিই বলুন, কি করে আমি ইসরায়েলীদের উদ্ধার করব? দেখুন, মনঃশি বংশে আমাদের গোষ্ঠী সবচেয়ে দুর্বল এবং আমাদের কুলে আমিই সবচেয়ে নগণ্য।


প্রকৃতপক্ষে আমি এবং আমার স্বজাতি তোমায় কিছুই দিতে পারি না,কারণ সবই তো তোমারই দান, তুমি আমাদের যা দিয়েছ, শুধুমাত্র তাই-ই তোমায় ফিরিয়ে দিয়েছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন