Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 29:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 হারোণের পুত্রদের মধ্যে যে তার স্থলে পুরোহিত নিযুক্ত হবে, পবিত্র স্থানে পরিচর্যার জন্য যে সম্মিলন শিবিরে প্রবেশ করবে, সে সাতদিন ঐ পোষাকগুলি পরে থাকবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 তার পুত্রদের মধ্যে যে তার পদে ইমাম হয়ে পবিত্র স্থানে পরিচর্যা করতে জমায়েত-তাঁবুতে প্রবেশ করবে, সে সেই পোশাক সাত দিন পরবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 তার যে ছেলে যাজকরূপে তার স্থলাভিষিক্ত হবে এবং পবিত্রস্থানে পরিচর্যা করার জন্য সমাগম তাঁবুতে আসবে, তাকে সাত দিন ধরে সেগুলি পরে থাকতে হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 তাহার পুত্রদের মধ্যে যে তাহার পদে যাজক হইয়া পবিত্র স্থানে পরিচর্য্যা করিতে সমাগম-তাম্বুতে প্রবেশ করিবে, সে সেই বস্ত্র সাত দিন পরিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 হারোণের পর তার ছেলেদের মধ্যে থেকেই একজন মহাযাজকের দায়়ভার সামলাবে। সে যখন সমাগম তাঁবুতে পবিত্র স্থানের সেবায় নিয়োজিত হবে তখন সে সাতদিন ঐ পোশাকগুলোই পরবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 তার ছেলেদের মধ্যে যে তার পদে যাজক হবে, যে পবিত্র জায়গায় সেবা করতে সমাগম তাঁবুতে প্রবেশ করবে, সে সেই বস্ত্র সাত দিন পরবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 29:30
17 ক্রস রেফারেন্স  

সেখানে মোশি হারোণের পোশাক খুলে নিয়ে তাঁর পুত্র ইলিয়াসরকে পরিয়ে দিলেন। হারোণ সেই পাহাড়ের চূড়ায় মারা গেলেন। মোশি ও ইলিয়াসর তারপর পাহাড় থেকে নেমে এলেন।


বস্তুতঃ এই রকম একজন প্রধান পুরোহিতই আমাদের পক্ষে উপযুক্ত। যিনি পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক, পাপীদের চেয়ে ভিন্ন এবং সমস্ত স্বর্গলোকের ঊর্ধ্বে উন্নীত।


সাতদিন ধরে পুরোহিতেরা যজ্ঞবেদীতে শুচি করে ব্যবহারের উপযুক্ত করে তুলবে।


সপ্তম দিনে পুরোহিত তাকে আবার পরীক্ষা করবে। যদি সে দেখে যে ক্ষত একই রকম আছে, গাত্রচর্মে ছড়িয়ে পড়েনি, তাহলে পুরোহিত তাকে আরও সাতদিন পৃথক করে রাখবে।


তখন হারোণ বেদীর কাছে গিয়ে নিজের জন্য নির্দিষ্ট প্রায়শ্চিত্ত বলির গোবৎসটি হনন করলেন।


অভিষেকের সমস্ত কাজ সমাধা হলে পর অষ্টম দিনে মোশি হারোণ ও তাঁর পুত্রদের এবং ইসরায়েলীদের প্রবীণ নেতাদের ডাকলেন।


হারোণ ও তার পুত্রদের সম্পর্কে আমার দেওয়া সমস্ত নির্দেশ তুমি পালন করবে। সাত দিন ধরে তুমি তাদের বরণের অনুষ্ঠান করবে।


সাত দিন তোমরা খামিরবিহীন রুটি খাবে। প্রথম দিনেই বাড়ি থেকে সমস্ত খামির সরিয়ে ফেলবে। প্রথম দিন থেকে সপ্তম দিনের মধ্যে যদি কেউ খামিরযুক্ত রুটি খায় তাহলে সে ইসরায়েলী সমাজ থেকে বিচ্যুত হবে।


তিনি আরও সাতদিন অপেক্ষা করে আবার কপোতটিকে ছেড়ে দিলেন। কিন্তু এবার সেটি আর তাঁর কাছে ফিরে এল না।


সাতদিন অপেক্ষা করে নোহ আবার সেই কপোতটিকে জাহাজ থেকে ছেড়ে দিলেন।


হারোণের মৃত্যুর পর তার পোষাক পরিচ্ছদগুলি তার পুত্রদের হবে। সেইগুলি পরিয়ে তাদের অভিষেক ও পৌরোহিত্যের পদে বরণ করতে হবে।


অভিষেক অনুষ্ঠানে উৎসর্গিত মেষটির মাংস তুমি কোন শুচিশুদ্ধ স্থানে নিয়ে গিয়ে পাক করবে।


যে পুরোহিত তার পিতার স্থলে পৌরোহিত্যের জন্য অভিষিক্ত ও নিযুক্ত হবে সে-ই প্রায়শ্চিত্ত করবে এবং পবিত্র রেশমী বস্ত্র পরিধান করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন