Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 29:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 এগুলি একটি ঝুড়িতে করে নিয়ে আসবে ঐ বৃষ ও মেষ দুটিকেও আনবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 সেগুলো একটি ডালিতে রাখবে এবং ঐ ষাঁড় ও দু’টি ভেড়ার সঙ্গে আমার কাছে উপস্থিত করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 সেগুলি একটি ঝুড়িতে রেখো এবং সেগুলি সেই এঁড়ে বাছুর ও মেষ সমেত উপহার দিয়ো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 এবং সেইগুলি এক ডালিতে রাখিবে, আর সেই ডালিতে করিয়া আনিবে, এবং ঐ গোবৎস ও দুই মেষ আনিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 এই রুটি ও পিঠেগুলি ঝুড়িতে ভরবে। এবার এই ঝুড়িটি এবং ষাঁড় ও মেষ দুটি সমাগম তাঁবুতে নিয়ে এসো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তুমি সেগুলি একটি ডালিতে রাখবে, আর সেইগুলি ডালিতে করে আনবে এবং সেই গরু ও দুটি ভেড়ার সঙ্গে উপহার দেবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 29:3
6 ক্রস রেফারেন্স  

পরে সে খামিরবিহীন রুটির ঝুড়ির সঙ্গে স্বস্ত্যয়ন বলির মেষটি প্রভুর উদ্দেশে উৎসর্গ করবে এবং এর সঙ্গে ভোজ্য ও পানীয় নৈবেদ্যও নিবেদন করবে।


হারোণ ও তাঁর পুত্রদের মোশি বললেন, সম্মিলন শিবিরের দ্বারে তোমরা বলির পশুর মাংস রান্না কর এবং সেখানে বসে পুরোহিত বরণের নৈবেদ্য থেকে রুটি নিয়ে সেই মাংসের সঙ্গে ভোজন কর। হারোণ ও তার পুত্রেরা তা ভোজন করবে। প্রভু পরমেশ্বরের এই নির্দেশ অনুযায়ী তোমরা এই কাজ করবে।


পরে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত খামিরবিহীন রুটির ঝুড়ি থেকে একটি খামিরবিহীন পিঠে, একটি তেলে ভাজা পিঠে এবং একটি সরু চাকলি নিয়ে মেদ ও ডান উরুটির উপরে রাখলেন।


তুমি হারোণ ও তার পুত্রদের সঙ্গে নাও। সেই সঙ্গে পোশাকগুলি, অভিষেকের তেল, প্রায়শ্চিত্ত বলির গোবৎস, দুটি মেষ ও খামিরবিহীন রুটির ঝুড়ি নাও এবং


রুটি ও তেলের ময়ান দেওয়া পিঠে এবং তেলে ভিজানো চাপাটি তৈরী করবে। এগুলি সবই খামির বিহীন মিহি ময়দায় তৈরী হওয়া চাই।


হারোণ ও তার পুত্রদের সম্মিলন শিবিরের দ্বারে নিয়ে আসবে এবং সেখানে তাদের স্নান করাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন