Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 29:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 পরে তুমি তাদের হাত থেকে এই ভোগ নিয়ে বেদীর হোমানলে উৎসর্গিত হোম-বলির উপরে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভিত নৈবেদ্যরূপে আহুতি দেবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 পরে তুমি তাদের হাত থেকে তা নিয়ে মাবুদের সম্মুখে সৌরভের জন্য কোরবানগাহে পোড়ানো-কোরবানীর উপরে পুড়িয়ে ফেলবে; তা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 পরে তাদের হাত থেকে সেগুলি নিয়ে নিও এবং হোমবলির সাথে সাথে সেগুলিও সদাপ্রভুর উদ্দেশে এক প্রীতিকর সৌরভরূপে, সদাপ্রভুর কাছে নিবেদিত এক ভক্ষ্য-নৈবেদ্যরূপে বেদিতে পুড়িয়ে দিয়ো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 পরে তুমি তাহাদের হস্ত হইতে তাহা লইয়া সদাপ্রভুর সম্মুখে সৌরভার্থে বেদিতে হোমার্থক বলির উপরে দগ্ধ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 এবার এই জিনিসগুলি তাদের কাছ থেকে নিয়ে নাও এবং তাদের বেদীর ওপর রাখো এবং এইগুলি মেষের সঙ্গে পুড়িয়ে দাও। এটি একটি হোমবলি। এর গন্ধ প্রভুকে খুশী করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 পরে তুমি তাদের হাত থেকে সেই খাবার নিয়ে সদাপ্রভুর সামনে হোম বলির জন্য বেদির উপরে দগ্ধ করবে; এটি একটি মিষ্টি সৌরভ আমার জন্য উত্পন্ন করবে। এগুলি হবে সদাপ্রভুর উদ্দেশ্যে আগুন দ্বারা উপহার।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 29:25
25 ক্রস রেফারেন্স  

পরে মোশি তাঁদের হাত থেকে সেগুলি নিয়ে বেদীর উপরে হোমানলে আহুতি দিলেন। এগুলি পৌরোহিত্যের পদে বরণের নৈবেদ্য। এর সৌরভ প্রভু পরমেশ্বরের প্রীতিজনক।


দ্বিতীয় মেষশাবকটি তুমি সন্ধ্যায় উৎসর্গ করবে। এর সঙ্গে সকালের মতই ভোগ ও পানীয় নৈবেদ্য উৎসর্গ করবে। এ হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভোগ ও পানীয় নৈবেদ্যের হোম।


তাঁর পুরোহিতকুলে ছিলেন মোশি ও হারোণ, তাঁর ভক্তবৃন্দের অন্যতম ছিলেন শমুয়েল, তাঁরা প্রভুকে ডাকতেন, তিনি সাড়া দিতেন তাঁদের ডাকে।


ধূপ জ্বালাতে এবং এফোদ পরিধান করে আমার পরামর্শ গ্রহণ করতে আমি ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে তাদেরই বেছে নিয়েছিলাম। আমার উদ্দেশে উৎসর্গিত ইসরায়েলের সমস্ত হোম নৈবেদ্য গ্রহণ করার অধিকার আমি তোমার পিতৃবংশকেই দিয়েছিলাম।


কোন পবিত্র স্থানে বসে তোমরা তা ভোজন করবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া নৈবেদ্যের এই অংশ তোমাদের প্রাপ্য আমি এই রকম নির্দেশই পেয়েছি।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া পশুর মেদ যে ভক্ষণ করবে সেই ব্যক্তি স্বজাতিচ্যুত হবে।


পুরোহিত এগুলি হোমের নৈবেদ্যস্বরূপ বেদীর আগুনে আহুতি দেবে। এটি হবে অপরাধ মোচনের বলি।


পুরোহিত বেদীর আগুনে আহুতি দেবে, তখন সেটি হবে হোমানলে উৎসর্গিত ভক্ষ্য নৈবেদ্য। এর সৌরভ তাঁর প্রীতিজনক। সমস্ত মেদ প্রভু পরমেশ্বরের প্রাপ্য।


তারপর সে ঐ বলির একাংশ নিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেবে, অর্থাৎ তার পাকস্থলীর আবরক মেদ, অন্ত্রের সঙ্গে জড়িত সমস্ত মেদ,


তারপর সেগুলি বেদীর আগুনে আহুতি দেবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে তা হবে হোমানলে উৎসর্গিত ভক্ষ্য নৈবেদ্য।


সেই স্বস্ত্যয়ন বলির একাংশ নিয়ে সে আহুতি দেবে। তারপর তার মেদ, মেরুদণ্ডের গোড়া থেকে মেদ সহ লেজটি, পাকস্থলীর আবরক মেদ, অন্ত্রের সঙ্গে জড়িত সমস্ত মেদ,


পরে হারোণ বংশীয় পুরোহিতেরা বেদীর উপরে প্রজ্বলিত হোমানলে সেগুলি আহুতি দেবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে তা হবে সৌরভজনক হোম নৈবেদ্য।


তারপর সে স্বস্ত্যয়নের জন্য প্রদত্ত বলির একাংশ হোমানলে আহুতি দেবে। সে ঐ বলির পাকস্থলীর আবরক মেদ, অন্ত্রের সঙ্গে জড়িত সমস্ত মেদ,


যাজক সেই নৈবেদ্য থেকে কিছু মাড়াই করা শস্য, কিছুটা তেল এবং সবটুকু গন্ধদ্রব্য নিয়ে স্মারক হিসাবে আহুতি দেবে। এ হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভক্ষ্য নৈবেদ্য।


যাজক সেই নৈবেদ্যের কিছু অংশ স্মারকস্বরূপ বেদীর আগুনে আহুতি দেবে, তখন সেটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভক্ষ্য নৈবেদ্য।


তারপর সে ঐ নৈবেদ্য হারোণ বংশীয় যাজকদের কাছে নিয়ে যাবে। তাদের একজন ঐ নৈবেদ্য থেকে এক মুঠো মিহি ময়দা, তেল এবং সবটুকু সুগন্ধিদ্রব্য নিয়ে নৈবেদ্যের স্মারকস্বরূপ বেদীর আগুনে আহুতি দেবে। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভক্ষ্য নৈবেদ্য।


কিন্তু সেই পশুর অন্ত্র ও পাগুলি সেই যজমান জলে ধুয়ে দেবে, পরে পুরোহিত সেগুলি সবই বেদীর আগুনে আহুতি দেবে। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম বলি। এর সৌরভ তাঁর প্রীতিজনক।


সেই পশুর অন্ত্র ও পাগুলি যজমান জলে ধুয়ে দেবে, পরে যাজক সেগুলি বেদীর উপরে হোমানলে আহুতি দেবে। কিছুই বাদ দেবে না। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলি। এর সৌরভ তাঁর প্রীতিজনক।


খ্রীষ্ট যেমন তোমাদের ভালবেসেছেন তেমনি তোমাদের জীবনও ভালবাসায় ভরে উঠুক। তিনি আমাদের হয়ে ঈশ্বরের উদ্দেশ্য সুরভি নৈবেদ্য ও বলিরূপে নিজেকে উৎসর্গ করেছেন।


শিশুকাল থেকেই মানুষের চিন্তা ভাবনা যত মন্দই হোক না কেন, আমি তাদের অপরাধে ভূমিকে আর অভিশপ্ত করব না, শৈশব থেকেই তো মানুষের অন্তরের ভাবনা-কল্পনা মন্দ। যেভাবে সকল প্রাণীকে আমি সংহার করেছি সেভাবে আর কখনও করব না।


তারপর গোটা মেষটি বেদীর উপরে হোমানলে উৎসর্গ করবে। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভিত পূর্ণাহুতি।


এগুলি তুমি হারোণ ও তার পুত্রদের হাতে দেবে। তারা বিশেষ নৈবেদ্যরূপে এই ভোগ প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা যে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করবে, তা খামির দিয়ে তৈরী করবে না। প্রভু পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্যরূপে খামির কিম্বা মধু কখনও আহুতি দেবে না।


পরে নোহ প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী নির্মাণ করলেন এবং প্রত্যেক জাতের শুচি পশু ও পাখিদের মধ্যে থেকে কতকগুলিকে বেছে নিয়ে সেই বেদীর উপরে হোমাগ্নিতে উৎসর্গ করলেন। প্রভু পরমেশ্বর সেই হোমের সুরভি আঘ্রাণ করে মনে মনে বললেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন