Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 29:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 এগুলি তুমি হারোণ ও তার পুত্রদের হাতে দেবে। তারা বিশেষ নৈবেদ্যরূপে এই ভোগ প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 সেসব হারুনের হাতে ও তার পুত্রদের হাতে দিয়ে দোলনীয় উপহার হিসেবে মাবুদের সম্মুখে তা দোলাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 এসব কিছু হারোণ ও তার ছেলেদের হাতে দিয়ো এবং এক দোলনীয়-নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে সেগুলি তাদের দোলাতে দিয়ো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 এবং হারোণের হস্তে ও তাহার পুত্রগণের হস্তে তৎসমুদয় দিয়া দোলনীয় উপহারার্থে সদাপ্রভুর সম্মুখে তাহা দোলাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 এই জিনিসগুলি হারোণ ও তার পুত্রদের দেবে এবং ওদের বলবে এইগুলি হাতে নিতে এবং প্রভুর সামনে সেগুলি দোলাতে। এটা হবে দোলনীয় নৈবেদ্য।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 তুমি হারোণের হাতে ও তার ছেলেদের হাতে সেই গুলি দেবে। তারা সেগুলি আমার সামনে অর্থাৎ সদাপ্রভুর সামনে দোলাবে এবং অবশ্যই আমাকে উপহার দেবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 29:24
9 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করার জন্য হোম নৈবেদ্য সে নিজে বয়ে আনবে। সে বলির পশুর পাঁজর ও মেদ আনবে এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।


তিনি ঐগুলি হারোণ ও তাঁর পুত্রদের হাতে দিলেন, তাঁরা বিশেষ অর্ঘ্যস্বরূপ তা প্রভু পরমেশ্বরের সম্মুখে আরতি করে নিবেদন করলেন।


আর পাঁজর ও উরুর যে অংশ বিশেষ নৈবেদ্যরূপে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আরতি সহকারে নিবেদন করা হয়েছে, তা তুমি ও তোমার পুত্র কন্যারা পরিচ্ছন্ন কোন স্থানে বসে ভোজন করবে। ইসরায়েলীদের দ্বারা উৎসর্গিত স্বস্ত্যয়ন বলির উক্ত অংশে তোমাকে ও তোমার সন্তান সন্ততিদের অধিকার দেওয়া হয়েছে।


হারোণ বলির পাঁজর ও ডান উরু নিয়ে বিশেষ অর্ঘ্যস্বরূপ প্রভু পরমেশ্বরের সম্মুখে আরতি করে নিবেদন করলেন। মোশি তাঁকে এই নির্দেশ দিয়েছিলেন।


প্রভু পরমেশ্বরের সম্মুখে খামিরবিহীন রুটির যে ঝুড়ি থাকবে তা থেকে তুমি একটি রুটি, তেলে-ভাজা একটি পিঠে এবং একটি চাপাটি নেবে।


পরে তুমি তাদের হাত থেকে এই ভোগ নিয়ে বেদীর হোমানলে উৎসর্গিত হোম-বলির উপরে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভিত নৈবেদ্যরূপে আহুতি দেবে।


লেবীয়দের শুচি করে নৈবেদ্যরূপে উৎসর্গ করার পর তারা সম্মিলন শিবিরের কাজের জন্য যোগ্যতা লাভ করবে।


পুরোহিত প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সেই আঁটি আরতি করে নিবেদন করবে, যেন তা তোমাদের অনুকুলে গ্রাহ্য হয়। বিশ্রাম দিবসের পরের দিন পুরোহিত তা আরতি করে নিবেদন করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন