Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 29:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 বৃষটির মাংস, চামড়া এবং নাড়িভুঁড়ি ইত্যাদি শিবির সন্নিবেশের বাইরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেবে। এটি পাপস্খলনের বলি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 কিন্তু বাছুরটির গোশ্‌ত ও তার চামড়া ও গোবর শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দেবে; তা গুনাহ্‌-কোরবানী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 কিন্তু বাছুরটির মাংস ও সেটির চামড়া ও অন্ত্রগুলি শিবিরের বাইরে পুড়িয়ে দিয়ো। এ হল এক পাপার্থক বলি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 কিন্তু গোবৎসটীর মাংস ও তাহার চর্ম্ম ও গোময় শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিবে; তাহা পাপার্থক বলি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 এবার ঐ বলদের মাংস, চামড়া এবং গোবর তাঁবুর বাইরে নিয়ে যাও এবং তা আগুনে পুড়িয়ে দাও। এই পদ্ধতিতে যাজকদের পাপমোচনের হোমবলি হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 কিন্তু গরুর মাংস ও তার চামড়া ও গোবর তুমি শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দেবে; এটাই হবে পাপের জন্য বলি।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 29:14
22 ক্রস রেফারেন্স  

সে গোবৎসটিকে শিবির এলাকার বাইরে নিয়ে গিয়ে প্রথম গোবৎসটিকে যে ভাবে পোড়ানো হয়েছিল সেইভাবে এটিকেও পোড়াবে। এই বলিদান সমগ্র সমাজের প্রায়শ্চিত্তের জন্য।


নির্বাসন থেকে যে ইসরায়েলীরা ফিরে এসেছিল তারা ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করল। তারা সমগ্র ইসরায়েলের জন্য 12টি বৃষ, 96টি মেষ, 77টি মেষশাবক এবং প্রায়শ্চিত্ত বলির জন্য 12টি ছাগ প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলিরূপে উৎসর্গ করল।


তখন পুরোহিতেরা ছাগগুলিকে বলি দিয়ে সমস্ত প্রজাবর্গের পাপের প্রায়শ্চিত্তের জন্য তাদের রক্ত বেদীর উপরে ছিটিয়ে দিলেন। কারণ রাজা সমগ্র ইসরায়েল জাতির জন্য হোমবলি ও প্রায়শ্চিত্তের বলি উৎসর্গ করার আদেশ দিয়েছিলেন।


বছরে একবার হারোণ বেদীর শৃঙ্গে প্রায়শ্চিত্ত বলির রক্ত লেপন করে বেদীকে শুচি করবে। বার্ষিক প্রায়শ্চিত্ত বলির রক্ত দিয়ে সে বেদী শোধন করবে । প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত এই বেদী মহাপবিত্র।


প্রায়শ্চিত্ত বলির গোবৎস ও ছাগ, যাদের রক্ত প্রায়শ্চিত্তের জন্য পবিত্রস্থানে নিয়ে যাওয়া হবে, লোকে সেগুলিকে ছাউনি এলাকার বাইরে নিয়ে গিয়ে তাদের চামড়া, মাংস ও মল আগুনে পুড়িয়ে দেবে।


হারোণ নিজের প্রায়শ্চিত্ত বলির গোবৎসটি এনে নিজের এবং নিজ বংশের জন্য প্রায়শ্চিত্ত করবে। নিজের পাপস্খালনের জন্য সে ঐ গোবৎসটিকে বলিরূপে উৎসর্গ করবে।


হারোণ প্রায়শ্চিত্তের জন্য একটি গোবৎস এবং হোমের জন্য একটি মেষ সঙ্গে নিয়ে এই ভাবে মহাপবিত্র স্থানে প্রবেশ করবে।


তিনি হারোণকে বললেন, তুমি প্রয়শ্চিত্ত বলির জন্য নিখুঁত একটি বৃষ ও হোমবলির জন্য একটি মেষ প্রভু পরমেশ্বরের উদ্দেশে উপস্থিত কর।


তিনি সেই গোবৎসের চামড়া, মাংস ও গোময় ছাউনির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকম নির্দেশই দিয়েছিলেন।


তুমি হারোণ ও তার পুত্রদের বল যে প্রায়শ্চিত্ত বলি উৎসর্গের বিধি এই: যেখানে হোমবলির পশু হনন করা হয় সেখানে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে প্রায়শ্চিত্ত বলির পশুও হনন করতে হবে, কারণ এই বলি মহাপবিত্র।


এগুলি সে পুরোহিতের কাছে নিয়ে যাবে। পুরোহিত প্রথমে পাপ মোচনের বলি উৎসর্গ করে সেটির ঘাড় মুচড়ে দেবে কিন্তু ছিঁড়ে ফেলবে না।


পাপ কাজের জন্য তাকে নিজের পশুপাল থেকে একটি মেষী বা ছাগী এনে প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলির জন্য আনতে হবে। তার পাপের জন্য পুরোহিত তার পক্ষে এই বলি উৎসর্গ করবে।


যদি কেউ প্রায়শ্চিত্ত বলিস্বরূপ মেষশাবক উৎসর্গ করতে চায়, তাহলে তাকে নিখুঁত একটি মেষী আনতে হবে।


সে ঐ প্রায়শ্চিত্ত বলির মাথায় হাত রেখে হোমবলি উৎসর্গের স্থানে সেটিকে হনন করবে।


পরে পুরোহিত নিজের আঙুলে ঐ প্রায়শ্চিত্ত বলির রক্ত কিছুটা নিয়ে হোমবেদীর শৃঙ্গে লেপন করবে এবং অবশিষ্ট রক্ত হোমবেদীর মূলে ঢেলে দেবে।


যদি কোন অভিষেকপ্রাপ্ত পুরোহিতের এই ধরণের পাপাচরণের ফলে জনসাধারণ দোষের ভাগী হয়, তাহলে সে ঐ পাপের জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিখুঁত একটি গোবৎস পাপের প্রায়শ্চিত্ত বলিরূপে উৎসর্গ করবে।


তারপর সেই গাভীটি তার সম্মুখে পুড়িয়ে ফেলতে হবে। গোবর সমেত সেটির চামড়া, মাংস ও রক্ত সব পুড়িয়ে পেলতে হবে।


প্রায়শ্চিত্তের জন্য বলি দেওয়া বৃষ বৎসটি মন্দিরের এলাকার বাইরে নির্দিষ্ট জায়গাটিতে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে।


দেখ, আমি তোমাদের সন্তানদের শান্তি দেব এবং তোমাদেরই বলির পশুর বিষ্ঠাতুল্য করে আমার সামনে থেকে তোমাদের দূর করে দেব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন