Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 28:36 - পবিএ বাইবেল CL Bible (BSI)

36 তুমি নিখাদ সোনার একটি চাকতির উপরে ‘প্রভু পরমেশ্বরের উদ্দেশে পূত’ এই কথাগুলি খোদিত করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 আর তুমি খাঁটি সোনার একটি পাত প্রস্তুত করে সীলমোহর খোদাই করার মত তার উপরে ‘মাবুদের উদ্দেশে পবিত্র’ কথাটি খোদাই করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 “খাঁটি সোনা দিয়ে একটি ফলক তৈরি করে তাতে সিলমোহরের মতো করে খোদাই করে দিয়ো: সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 আর তুমি নির্ম্মল স্বর্ণের এক পাত প্রস্তুত করিয়া মুদ্রার ন্যায় তাহার উপরে ‘সদাপ্রভুর উদ্দেশে পবিত্র’ এই কথা খুদিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 “নির্মল সোনার ফলক বানিয়ে তাতে শীলমোহরের মতো জনগণের উদ্দেশ্যে খোদাই করবে এই কথাগুলি: এটি প্রভুর কাছে উৎসর্গীকৃত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

36 আর তুমি অবশ্যই খাঁটি সোনা দিয়ে একটি পাত তৈরী করবে এবং মুদ্রার মত তার ওপরে “সদাপ্রভুর উদেশ্যে পবিত্র” এই কথা খোদাই করে লিখবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 28:36
22 ক্রস রেফারেন্স  

সেই দিন অশ্বগুলির গলায় ঘণ্টায় লেখা থাকবে ‘ঈশ্বরের জন্য’ এবং প্রভু পরমেশ্বরের মন্দিরের পাত্রগুলি হোমবেদীর পাত্রের মতই পবিত্র হবে।


তারপর তাঁর মাথায় উষ্ণীষ এবং ঈশ্বরের উদ্দেশে নিবেদনের বিশিষ্ট চিহ্নস্বরূপ উষ্ণীষের উপরে স্বর্ণনির্মিত প্রতীক লাগিয়ে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।


তারপর তাঁরা উৎসর্গীকরণের পুণ্য প্রতীক স্বরূপ খাঁটি সোনার একটি পাত তৈরী করে তার উপরে ‘প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত’— এই কথাগুলি খোদাই করলেন


কিন্তু অশুচি কোন বস্তু, কিম্বা ঘৃণ্য ও মিথ্যাচারী কেউ সেই নগরে প্রবেশ করতে পারবে ন।আ মেষশাবকের জীবনপঞ্জীতে যাদের নাম লিখিত আছে, কেবলমাত্র তারাই সেই নগরীতে প্রবেশ করবে।


কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক শ্রেণী, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজা। তিনিই তোমাদের অন্ধকার থেকে তাঁর বিস্ময়কর জ্যোতির মাঝে আহ্বান করে এনেছেন যেন তোমরা তাঁর গুণগান করতে পার।


সকলের সঙ্গে শান্তিতে থাকার চেষ্টা কর এবং পবিত্রতা লাভের চেষ্টা কর অন্যথায় কেউ প্রভুর দর্শন পাবে না।


বস্তুতঃ এই রকম একজন প্রধান পুরোহিতই আমাদের পক্ষে উপযুক্ত। যিনি পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক, পাপীদের চেয়ে ভিন্ন এবং সমস্ত স্বর্গলোকের ঊর্ধ্বে উন্নীত।


পর্বতের চূড়ায় মন্দির ঘিরে সমস্ত এলাকা শুচি এবং পবিত্র–এই হল মন্দিরের বিধান।


শাশ্বত তোমার সকল অনুশাসন হে প্রভু পরমেশ্বর, পবিত্রতা তোমার ভবনের শোভা, যুগে যুগে চিরকাল।


তুমি সমগ্র ইসরায়েলী জনমণ্ডলীকে বল, তোমরা পবিত্র হও, কেননা আমি প্রভু পরমেশ্বর তোমাদের পবিত্র ঈশ্বর।


মোশি তখন বললেন, প্রভু বলেছেন, আমার সান্নিধ্যে যারা আসবে, আমার পবিত্রতা ও প্রতাপকে তাদের অবশ্যই সম্ভ্রম করতে হবে। আমার মহিমা অবশ্যই সর্বসমক্ষে স্বীকৃত হবে। এ কথা শুনে হারোণ স্তব্ধ হয়ে গেলেন।


নিপুণ মণিকার যেভাবে নাম খোদাই করে, সেইভাবে তুমি ঐ মণিদুটির উপরে ইসরায়েল-তনয়দের নাম খোদাই করবে এবং সোনার খাপে সে দুটিকে বসাবে।


দুটি গোমেদ মণি নিয়ে তুমি তার উপরে ইসরায়েলের পুত্রদের নাম খোদাই করবে।


হারোণ যজন করার সময় এটি পরবে। সে যখন পবিত্র স্থানে প্রভু পরমেশ্বরের সম্মুখে যাবে বা সেখান থেকে বেরিয়ে আসবে তখন যেন ঘুন্টির শব্দ শোনা যায়, তা হলে সে মারা পড়বে না।


নীল সুতো দিয়ে এটিকে তুমি পাগড়ির সামনের দিকে বেঁধে দেবে।


তার মাথায় পাগড়ি পরাবে এবং পাগড়ির উপরে প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গের গোলাকার পবিত্র প্রতীকটি আটকে দেবে।


এবং নীল সুতো দিয়ে সেটিকে পাগড়ির উপরে বেঁধে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন।


এইভাবে ব্যবসা-বাণিজ্যের দ্বারা তার অর্জিত অর্থ তার নিজের কাজে লাগাবে না, সেই অর্থ প্রভু পরমেশ্বরের কাজের জন্য নিবেদিত হবে। কোনভাবেই এই অর্থ সঞ্চিত রাখা যাবে না কিন্তু প্রভু পরমেশ্বরের ভক্তদের প্রয়োজনীয় খাদ্য-বস্ত্র কেনার কাজে ব্যয়িত হবে।


তোমরাই হবে আমার যাজক সমাজ, আমার উদ্দেশে সম্পূর্ণ পৃথক পবিত্র এক জাতি। ইসরায়েলীদের কাছে তুমি এই কথাগুলিই বলবে।


এর পরে তাঁরা হারোণ ও তাঁর পুত্রদের জন্য মিহি সুতোয় বোনা জামা তৈরী করলেন।


এঁর জ্যেষ্ঠ পুত্র অম্রম ছিলেন মোশি ও হারোণের পিতা। (হারোণ ও তাঁর বংশধরদের মন্দিরের পবিত্র আসবাবপত্র রক্ষা, পরমেশ্বরের উপাসনায় ধূপ জ্বালানো, প্রভুর পরিচর্যা ও লোকদের প্রভুর নামে আশীর্বাদ করার কাজে চিরতরে নিযুক্ত করা হয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন