Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 28:28 - পবিএ বাইবেল CL Bible (BSI)

28 থলি এবং এফোদের আঙটাগুলি নীল ফিতে দিয়ে একসঙ্গে বাঁধতে হবে তাহলে বক্ষসংলগ্ন থলিটি কোমরবন্ধের উপরে আঁটা থাকবে, খুলে পড়বে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 তাতে বুকপাটা যেন এফোদের বুনানি করা পটুকার উপরে থাকে, এফোদ থেকে খসে না পড়ে, এজন্য তারা কড়াতে নীল রংয়ের সুতা দিয়ে এফোদের কড়ার সঙ্গে বুকপাটা আট্‌কে রাখবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 বুকপাটার আংটাগুলিকে কোমরবন্ধের সাথে যুক্ত করে নীল দড়ি দিয়ে এফোদের আংটাগুলির সাথে এমনভাবে বেঁধে দিতে হবে, যেন বুকপাটাটি দোল খেয়ে এফোদ থেকে সরে না যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 তাহাতে বুকপাটা যেন এফোদের বুনানি করা পটুকার উপরে থাকে, এফোদ হইতে খসিয়া না পড়ে, এই জন্য তাহারা কড়াতে নীলসূত্র দিয়া এফোদের কড়ার সহিত বুকপাটা বদ্ধ করিয়া রাখিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 বক্ষাবরণ থেকে এফোদ যাতে খসে পড়ে না যায় তার জন্য বক্ষাবরণের আংটার সঙ্গে এফোদের আংটা নীল রঙের ফিতে দিয়ে বেঁধে নেবে। এইভাবে বক্ষাবরণ কোমর বন্ধনীর কাছাকাছি থেকে এফোদকেও ধরে রাখতে সক্ষম হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 তাতে বুকপাটা যেন এফোদের সুক্ষ্মভাবে বোনা কোমরবন্ধনীর উপরে থাকে, এফোদ থেকে যেন খসে না পড়ে, এই জন্য তারা সেই বালাতে নীলসুতো দিয়ে এফোদের বালার সঙ্গে বুকপাটা বেঁধে রাখবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 28:28
9 ক্রস রেফারেন্স  

তুমি ইসরায়েলীদের বল, তারা যেন বংশপরম্পরায় তাদের পোষাকের কোণে সুতোর গোছা ঝুলিয়ে রাখে। নীল সুতো দিয়ে তারা যেন এই সুতোর গোছাগুলি বেঁধে দেয়।


নীল সুতো দিয়ে এটিকে তুমি পাগড়ির সামনের দিকে বেঁধে দেবে।


এফোদের উপরে পরার বহির্বাসটি তুমি নীল রঙের একখণ্ড কাপড় দিয়ে তৈরী করবে।


এফোদ ও রক্ষাবরণ খচিত করার জন্য গোমেদ ও অন্যান্য মণি গ্রহণ করবে।


এর সঙ্গে যে কোমরবদ্ধ থাকবে সেটিও একই রকম শিল্পমণ্ডিত এবং এফোদের মত একই উপাদানে তৈরী হবে, অর্থাৎ সোনা এবং নীল, বেগুনী, লাল ও সাদা সূক্ষ্ম সুতো দিয়ে এটি তৈরী করতে হবে।


সোনার আরও দুটি আঙটা তৈরী করে এফোদের কাঁধের পটি দুটির নীচে কোমরবন্ধের উপরে জোড়ের সঙ্গে লাগিয়ে দেবে।


হারোণ যখন পবিত্র স্থানে প্রবেশ করবে তখন সর্বদা সে বুকের উপরে ইসরায়েল-তনয়দের নামাঙ্কিত ও বিচার নিষ্পত্তির জন্য ব্যবহার্য থলিটি বহন করবে যেন প্রভু পরমেশ্বর তাদের নিত্য স্মরণে রাখেন।


পবিত্র স্থানে যজনের জন্য প্রয়োজনীয় শিল্পকর্মশোভিত পোষাক পরিচ্ছদ, পুরোহিত হারোণের পবিত্র পরিচ্ছদ ও যজনকর্মের সময় তাঁর পুত্রদের পরিধেয় পোষাক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন