Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 28:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 সোনার আরও দুটি আঙটা তৈরী করে এফোদের কাঁধের পটি দুটির নীচে কোমরবন্ধের উপরে জোড়ের সঙ্গে লাগিয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 আরও দু’টি সোনার কড়া গড়ে এফোদের দু’টি স্কন্ধপটির নিচে তার সম্মুখভাগে জোড়ার স্থানে এফোদের বুনানি করা পটুকার উপরে তা রাখবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 সোনার আরও দুটি আংটা তৈরি করে সেগুলি এফোদের সামনের দিকের কাঁধ-পটির তলায়, এফোদের কোমরবন্ধের ঠিক উপরে, দুই প্রান্তের জোড়ের কাছে জোড়া দিয়ে দিয়ো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 আরও দুই স্বর্ণকড়া গড়িয়া এফোদের দুই স্কন্ধপটির নীচে তাহার সম্মুখভাগে যোড়স্থানে এফোদের বুনানি করা পটুকার উপরে তাহা রাখিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 আরও দুটো সোনার আংটা এফোদের সামনের দিকে কাঁধের পট্টির নীচে লাগাবে। এফোদের কোমর বন্ধনীর ওপরে এই আংটা স্থাপন করতে হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 তুমি আরও দুটি সোনার বলা তৈরী করবে এবং এফোদের দুই কাঁধের ফিতের নীচে এফোদের সামনের অংশে সুক্ষ্মভাবে বোনা কোমরবন্ধনীর উপরে তা লাগিয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 28:27
3 ক্রস রেফারেন্স  

এর সঙ্গে যে কোমরবদ্ধ থাকবে সেটিও একই রকম শিল্পমণ্ডিত এবং এফোদের মত একই উপাদানে তৈরী হবে, অর্থাৎ সোনা এবং নীল, বেগুনী, লাল ও সাদা সূক্ষ্ম সুতো দিয়ে এটি তৈরী করতে হবে।


দুটি সোনার আঙটা তৈরী করে থলির নীচের দুই কোণে ভিতরের দিকে এমন ভাবে লাগিয়ে দেবে যেন তা এফোদের উপরে থাকে।


থলি এবং এফোদের আঙটাগুলি নীল ফিতে দিয়ে একসঙ্গে বাঁধতে হবে তাহলে বক্ষসংলগ্ন থলিটি কোমরবন্ধের উপরে আঁটা থাকবে, খুলে পড়বে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন