Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 27:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 বেদীর জন্য শিটিম কাঠের দণ্ড তৈরী করে সেগুলি পিতল দিয়ে মুড়বে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আর কোরবানগাহ্‌র জন্য শিটীম কাঠের বহন-দণ্ড করবে ও তা ব্রোঞ্জ দিয়ে মোড়াবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 বেদির জন্য বাবলা কাঠের খুঁটি তৈরি কোরো এবং সেগুলি ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিয়ো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আর বেদির নিমিত্তে শিটীম কাষ্ঠের বহন-দণ্ড করিবে, ও তাহা পিত্তলে মুড়িবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 “বেদীর জন্য পিতলে মোড়া বাবলা কাঠের খুঁটি ব্যবহার করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আর বেদির জন্য শিটীম কাঠের বহন দণ্ড তৈরী করবে ও তা ব্রোঞ্জ দিয়ে মুড়ে দেবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 27:6
7 ক্রস রেফারেন্স  

এটির জন্য তুমি দুই জোড়া সোনার আঙটা তৈরী করে বেড়ের নীচে দুই ধারে জুড়ে দেবে যেন এটিকে বয়ে নিয়ে যাওয়ার ডাণ্ডা দুটি ঐ আঙটার মধ্যে গলানো যায়।


ভেড়ার পাকানো চামড়া, শুশুকের চামড়া, শিটিম কাঠ,


তার ভিতরে ও বাইর এতুমি নিখাদ সোনা দিয়ে মুড়ে দেবে এবং উপরে চারিধারে সোনার বেড় লাগিয়ে দেবে।


বেদীর থাকের নীচে মাঝামাঝি জায়গায় ঝাঁঝরিটি লাগাবে।


বেদীটি বয়ে নিয়ে যাওয়ার সময় ঐ ডাণ্ডাগুলি বেদীর দুই পাশের আঙটায় মধ্যে ঢুকিয়ে দেবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন