Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 27:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 বেদী থেকে ভস্মাবশেষ সরিয়ে নেওয়ার জন্য পাত্র তৈরী করবে। হাতা,গামলা,শলাকা এবং আগুন রাখার পাত্র তৈরী করবে। বেদীর সমস্ত পাত্রই পিতল দিয়ে তৈরী করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আর তার ভস্ম নেবার জন্য হাঁড়ি প্রস্তুত করবে এবং তার হাতা, বাটি, ত্রিশূল ও আগুন রাখার পাত্র তৈরি করবে; তার সমস্ত পাত্র ব্রোঞ্জ দিয়ে তৈরি করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 এটির সব বাসনপত্র—ছাই ফেলার হাঁড়ি, ও বেলচা, ছিটানোর গামলা, মাংস তোলার কাঁটাচামচ এবং আগুনে সেঁকার চাটু, সবই ব্রোঞ্জ দিয়ে তৈরি কোরো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আর তাহার ভস্ম লইবার নিমিত্তে হাঁড়ী প্রস্তুত করিবে, এবং তাহার হাতা, বাটি, ত্রিশূল ও অঙ্গারধানী গড়িবে; তাহার সমস্ত পাত্র পিত্তল দিয়া গড়িবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 “বেদীর সমস্ত যন্ত্রপাতি এবং বাসন-কোসন পিতল দিয়ে তৈরী কর। বেদী থেকে ছাই তুলে নেওয়ার জন্য পাত্র, তার বেলচাসমূহ, সিঞ্চনকারী পাত্রসমূহ, আঁকশি এবং উনুন তৈরী কর। ব্যবহারের পর বেদীর হোমবলির ছাই দিয়ে এগুলো পরিষ্কার করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আর তার ছাই নেবার জন্য হাঁড়ী তৈরী করবে এবং তার হাতা, বাটি, ত্রিশূল ও আগুন রাখার পাত্র তৈরী করবে; তার সব পাত্র ব্রোঞ্জ দিয়ে তৈরী করবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 27:3
17 ক্রস রেফারেন্স  

হীরাম আরও অনেক পাত্র, বেলচা, গামলা তৈরী করলেন। রাজা শলোমনের নির্দেশে ঈশ্বরের মন্দিরের জন্য তিনি যে সমস্ত কাজ শেষ করলেন এখানে তার তালিকা দেওয়া হলঃ দুটি স্তম্ভ। স্তম্ভের উপরে গোলাকার দুটি চূড়া। প্রত্যেক চূড়ার উপরে নকশা করা জাল ও শিকল। চূড়ার অলঙ্করণের জন্য চারিধারে দুই সারিতে ডালিম। প্রত্যেক সারিতে একশো করে মোট চারশো ডালিম। দশটি গাড়ি দশটি গামলা জলাধার জলাধার রাখার জন্য বারোটি ব্রোঞ্জের ষাঁড়। পাত্র, হাতা ও গামলা। রাজা শলোমনের নির্দেশে প্রভু পরমেশ্বরের মন্দিরের জন্য উল্লিখিত আসবাবপত্রগুলি সবই পালিশ করা ব্রোঞ্জে তৈরী করা হয়েছিল।


কাঁটা চামচ, গামলা, জার তৈরী করার জন্য কতখানি খাঁটি সোনা এবং থালা তৈরীর জন্য কতখানি সোনা ও রূপো লাগবে,


তারা সোনা ও রূপোর সমস্ত জিনিস এমন কি জ্বলন্ত কয়লা নেবার জন্য সোনার ছোট ছোট পাত্রগুলিও নিয়ে গেল।


হীরাম অনেক পাত্র, বেলচা, গামলা তৈরী করল। রাজা শলোমনের নির্দেশে ঈশ্বরের মন্দিরের জন্য তার সমস্ত কাজ সে শেষ করল। এখানে তার তালিকা দেওয়া হল। দুটি স্তম্ভ। স্তম্ভের উপর গোলাকার দুটি চূড়া। প্রত্যেক চূড়ার জন্য নক্‌শা করা জালি ও শিকল। চূড়ার অলঙ্করণের জন্য চারধারে দুই সারিতে ডালিম। প্রত্যেক সারিতে একশো করে মোট চারশো ডালিম। দশটি গাড়ি। দশটি গামলা ও চৌব্বাচ্চা। চৌবাচ্চা রাখার জন্য বারোটি পিতলের ষাঁড়। পাত্র,হাতা ও গামলা। রাজা শলোমনের নির্দেশে প্রভুর মন্দিরের জন্য উল্লিখিত আসবাবপত্রগুলি সবই পালিশ করা পিতলে তৈরী করা হয়েছিল।


তার উপরে তারা বেদীর ক্রিয়াকর্মে ব্যবহার্য সকল পাত্র, ছাইদান, ত্রিশূল, হাতা, ডাবর ইতাদি রাখবে এবং শুশুকের চামড়ার আচ্ছাদন দিয়ে সেগুলি ঢাকবে এবং বয়ে নিয়ে যাওয়ার ডাণ্ডাগুলি পরিয়ে দেবে।


প্রভু পরমেশ্বরের সম্মুখে বেদীর উপর থেকে সে জ্বলন্ত অঙ্গারে পূর্ণ ভস্মাধার এবং এক মুঠো সুগন্ধি ধূপের চূর্ণ নিয়ে সে পর্দার পিছন দিকে যাবে।


তারপর তিনি বেদীর সমস্ত পাত্র অর্থাৎ হাঁড়ি, হাতা, গামলা, ত্রিশূল এবং অঙ্গার পাত্র ইত্যাদি সব কিছুই পিতল দিয়ে তৈরী করলেন।


মোশি বলির রক্তের অর্ধেক একটি গামলায় রাখলেন এবং বাকী রক্ত বেদীর গায়ে ছিটিয়ে দিলেন।


এর চার কোণে শৃঙ্গ থাকবে এবং সেগুলি হবে বেদীর সঙ্গে অখণ্ডভাবে নির্মিত। পিতল দিয়ে তুমি বেদীটি মুড়বে।


বেদীর জন্য পিতলের একটি ঝাঁঝরি তৈরী করে তার চার কোণায় চারটি পিতলের আঙটা লাগিয়ে দেবে।


সোনার ডাবর, কাটারি, বাটি চামচ ও ছাইদান, মন্দিরের ভিতরের ঘর অর্থাৎ মহাপবিত্র স্থানের দরজা ও মন্দিরের দরজার জন্য সোনার কবজা। উল্লিখিত আসবাবপত্র ও সরঞ্জামগুলি সবই সোনা দিয়ে তৈরী করা হয়েছিল।


বেদী পরিষ্কার করার ছাইদান, হাতা ও চিমটা, বাতির শল্‌তে ছাঁটা কাঁচি, বলিদানের রক্ত রাখার গামলা, ধূপদানি এবং মন্দিরে উপাসনার সময় ব্যবহৃত অন্যান্য সব ব্রোঞ্জের জিনিস তারা নিয়ে গেল।


শিবির স্থাপনের জন্য ব্যবহার্য সমস্ত সরঞ্জাম, শিবির ও প্রাঙ্গণের সমস্ত খুঁটি পিতল দিয়ে তৈরী করতে হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন