Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 27:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 হারোণ এবং তার পুত্রেরা সম্মিলন শিবিরের মধ্যে চুক্তি সিন্দুকের সম্মুখে যে পর্দা থাকবে তার বাইরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রদীপ জ্বালিয়ে রাখবে। ইসরায়েলীরা বংশপরম্পরায় চিরকাল এই বিধি পালন করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 আর জমায়েত-তাঁবুতে শরীয়ত-সিন্দুকের সম্মুখে অবস্থিত পর্দার বাইরে হারুন ও তার পুত্ররা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মাবুদের সম্মুখে তা প্রস্তুত রাখবে; এটি বনি-ইসরাইলদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 সমাগম তাঁবুর ভিতরে, যে পর্দাটি বিধিনিয়মের সিন্দুকটি আড়াল করে রাখে, সেটির বাইরের দিকে, হারোণ ও তার ছেলেরা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সদাপ্রভুর সামনে প্রদীপগুলি জ্বালিয়ে রাখবে। আগামী বংশপরম্পরায় ইস্রায়েলীদের মধ্যে এটি একটি চিরস্থায়ী বিধিনিয়ম হয়েই থাকবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 আর সমাগম-তাম্বুতে সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে স্থিত তিরস্করিণীর বাহিরে হারোণ ও তাহার পুত্রগণ সন্ধ্যা অবধি প্রাতঃকাল পর্য্যন্ত সদাপ্রভুর সম্মুখে তাহা প্রস্তুত রাখিবে; ইহা ইস্রায়েল-সন্তানদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 হারোণ ও তার পুত্রদের কাজ হল প্রতি সন্ধ্যায় প্রভুর সামনে প্রদীপ জ্বালানোর জন্য প্রদীপ তৈরী করে রাখা। আর সাক্ষ্য সিন্দুকের ঘরের বাইরে পর্দা দিয়ে বিভাজন করা অন্য একটি ঘরে বা সমাগম তাঁবুর ঘরে তারা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সর্বদা প্রভুর সামনে প্রদীপ জ্বালিয়ে রাখবে। ইস্রায়েলের লোকরা এবং তাদের পরবর্তী উত্তরপুরুষরা এই চিরস্থায়ী বিধি মেনে চলবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 আর সমাগম তাঁবুতে সাক্ষ্য সিন্দুকের সামনের পর্দার বাইরে হারোণ ও তার ছেলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সদাপ্রভুর সামনে তা তৈরী রাখবে; এটা ইস্রায়েলের সন্তানদের বংশপরম্পরায় পালনের চিরকালীন ব্যবস্থা।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 27:21
44 ক্রস রেফারেন্স  

চিরস্থায়ী এই বিধি তাদের পালন করতে হবে। শুদ্ধি বারি যে সিঞ্চন করবে তাকেও পরণের কাপড় ধুয়ে ফেলতে হবে। শুদ্ধি বারি যে স্পর্শ করবে সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।


লেবীয়রাই শুধু সম্মিলন শিবিরের কাজকর্ম করবে এবং তার ত্রুটি বিচ্যুতির জন্য তারাই দায়ী হবে। বংশপরম্পরায় চিরকাল তোমরা এই অনুশাসন মেনে চলবে। ইসরায়েলীদের সম্পত্তিতে তাদের কোন অধিকার থাকবে না।


প্রতিদিন সকাল সন্ধ্যায় তাঁরা ঈশ্বরের সামনে ধূপদান করেন এবং হোমে পূর্ণাহুতির জন্য পশু বলিদান করেন, বেদীর উপরে প্রভুর উপস্থিতির প্রতীক রুটি নিবেদন করেন। এই রুটি আনুষ্ঠানিকভাবে অতি পবিত্র। প্রতি সন্ধ্যায় তাঁরা সোনার দীপাধারে প্রদীপ জ্বেলে দেন। আমরা যা কিছু করি সবই ঈশ্বরের আদেশ অনুযায়ীই করি কিন্তু তোমরা তাঁকে পরিত্যাগ করেছ।


মন্দিরে দীপ তখনও নিভে যায়নি, প্রভু পরমেশ্বরের মন্দিরে যেখানে ঈশ্বরের চুক্তিসিন্দুকটি ছিল শমুয়েল সেখানে শুয়েছিলেন।


ইসরায়েলীদের কৃত সকল পাপের জন্য বছরে একবার প্রায়শ্চিত্ত করার এই বিধি হবে চিরস্থায়ী। মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশমতই সব কাজ করলেন।


তোমরা যেখানেই বাস কর না কেন, বংশ পরম্পরায় চিরকাল এই বিধি পালন করবে। তোমরা কখনও রক্ত বা মেদ খাদ্যরূপে গ্রহণ করবে না।


সন্ধ্যায় প্রদীপ জ্বালাবার সময় আবার সে ধূপ জ্বালাবে। প্রভু পরমেশ্বরের সম্মুখে বংশানুক্রমে এইভাবে চিরকাল নিয়মিত ধূপ জ্বালাতে হবে।


এর দ্বারা আমাদের কাছে নবীদের বাণীতে আমাদের প্রত্যয় আরও সুদৃঢ় হয়েছে। তোমরা তাতে মনোনিবেশ করলে ভালই হবে, কারণ যতদিন না দিনের আলো ফুটে ওঠে এবং তোমাদের হৃদয়াকাশে প্রভাতী তারার উদয় হয় ততদিন এই বাণীই হবে অন্ধকারে প্রদীপের মত।


যোহন ছিলেন দীপ্ত প্রদীপ শিষ্য। তাঁর উজ্জ্বল আলোকে তোমরা কিছুক্ষণ আনন্দ করতে চেয়েছিলে।


সকলেরই ভাগ সমান। সেদিন থেকেই দাউদ ইসরায়েলীদের মধ্যে এই রীতি ও কানুন প্রবর্তন করলেন। আজ, পর্যন্ত তা চলে আসছে।


হারোণ ও তার পুত্রেরা যখন সম্মিলন শিবিরে প্রবেশ করবে কিংবা পবিত্র স্থানে বেদীর সম্মুখে উপাসনার ক্রিয়াকর্ম করতে যাবে তখন সর্বদা তারা ঐগুলি পরবে। তাহলে তাদের উপর দোষ বর্তাবে না এবং তারা মারা পড়বে না। হারোণ ও তার বংশধরদের এই রীতি চিরকাল পালন অবশ্যই করতে হবে।


ইফিসাস মণ্ডলীর দূতকে লেখঃ “যিনি দক্ষিণ হাতে সপ্ত নক্ষত্র ধারণ করে আছেন, যিনি সপ্ত স্বর্ণ-দীপাধারের মাঝে ভ্রমণ করেন,


কারণ ঈশ্বর, যিনি বলেছিলেন, অন্ধকারে হোক আলোর আর্বিভাব —সেই তিনিই আমাদের হৃদয় আলোকিত করেছেন যেন খ্রীষ্টের শ্রীমুখে প্রতিভাত ঈশ্বরের মহিমা আমরা দর্শন করতে পারি। মৃন্ময় পাত্রে গচ্ছিত স্বর্গীয় সম্পদ


তোমরা কোমর বেঁধে তৈরী থেকো এবং দীপ জ্বেলে রেখো।


নিরালায় অন্ধকারে আচ্ছন্ন ছিল যে জাতি মহাজ্যোতি প্রত্যক্ষ করল তারা, মৃত্যুর ছায়াঘেরা দেশে যারা ছিল অধিবাসী তাদের মধ্যে জ্যোতির অভ্যুদয়।


প্রকৃতপক্ষে যাজকের ওষ্ঠাধরই প্রজ্ঞার আধার, লোকে তার মুখ থেকেই উপদেশ শোনে কারণ সে সর্বাধিপতি ঈশ্বরের বার্তাবহ।


হে প্রভু পরমেশ্বরের সেবকবৃন্দ, প্রভুর ধন্যবাদ দাও তোমরা যারা প্রভুর মন্দিরে পরিচর্যা কর নিশীথকালে।


তারপর তুমি লেবীয়দের সম্মিলন শিবিরের সম্মুখে উপস্থিত করবে এবং সমগ্র ইসরায়েলী প্রতিবেশীকে সেখানে একত্র করবে।


এই রুটি হারোণ ও তার পুত্রদের প্রাপ্য হবে, কোন পবিত্র স্থানে বসে তারা এই রুটি আহার করবে কারণ তা প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত পবিত্র নৈবেদ্যের মহাপবিত্র অংশ। এই অংশ চিরকাল তাদেরই প্রাপ্য হবে।


সম্মিলন শিবিরের মধ্যে চুক্তি সিন্দুক আড়াল করে রাখা পর্দার সামনে হারোণ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সর্বক্ষণ প্রদীপ জ্বালিয়ে রাখবে। এই নিয়ম পুরুষানুক্রমে চিরকাল পালন করবে।


আর সম্মিলন শিবিরের দ্বারে সেটির মাথায় হাত রেখে হনন করবে। পরে হারোণ বংশীয় পুরোহিত তার রক্ত নিয়ে বেদীর গায়ে চারিদিকে ঢেলে দেবে।


এই শিবিরের মধ্যে তুমি চুক্তি সিন্দুকটি রাখবে। পর্দা টাঙ্গিয়ে সেটিকে আড়াল করে রাখবে।


এর খানিকটা অংশ তুমি খুব মিহি করে গুঁড়ো করবে এবং তা সম্মিলন শিবিরের মধ্যে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করার স্থানে অর্থাৎ চুক্তি সিন্দুকের সম্মুখে রাখবে। এই ধূপ তোমরা মহাপবিত্র বলে গণ্য হবে।


সম্মিলন শিবির ও বেদীটিকে আমি পবিত্র করব। হারোণ ও তার পুত্রদের আমি আমার পৌরোহিত্যের কাজে নিয়োগ করব।


সম্মিলন শিবিরের দ্বারে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে পুরুষানুক্রমে প্রতিদিন তোমরা এই হোম-বলি উৎসর্গ করবে। এখানেই আমি তোমাকে দর্শন দেব এবং তোমার সঙ্গে কথা বলব।


আমার চিরস্থায়ী বিধিবলে ইসরায়েলীদের প্রদত্ত বলির এই অংশ হারোণ ও তার বংশধরদের প্রাপ্য হবে। ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে যে স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করবে তার এক অংশ বিশেষ নৈবেদ্যরূপে নিবেদন করা হবে। এই অংশটুকু যাজকদের জন্য পৃথক করে রাখতে হবে।


আমি তোমাকে আমার দশ অনুশাসন সংবলিত যে প্রস্তরফলক দেব, তা তুমি ঐ সিন্দুকে রাখবে।


প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী হারোণ সেটি প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকের সম্মুখে সংরক্ষণ করে রাখলেন


ঈশ্বর সেই নভোমণ্ডলের নাম রাখলেন আকাশ। রাত্রি ও দিনের অবসান হল। সমাপ্ত হল দ্বিতীয় দিবস।


এবং দীপ্তির নাম দিন ও অন্ধকারের নাম রাখলেন রাত্রি। রাত্রি ও দিনের অবসানে সমাপ্ত হল প্রথম দিবস।


তুমি ইসরায়েলীদের এই নির্দেশ দাও, তারা যেন প্রদীপের জন্য জলপাই থেকে বিশুদ্ধ তেল তৈরী করে আনে। ঐ তেলে সর্বক্ষণ প্রদীপ জ্বালানো হবে।


তার জন্য তোমরা নিজেরাই পবিত্রস্থানের ও বেদীর যাবতীয় কাজকর্ম করবে যেন ইসরায়েলীদের প্রতি পুনরায় এইভাবে রোষ বর্ধিত না হয়।


তোমরা এই দিনটিকে স্মরণীয় দিনরূপে উদ্‌যাপন করবে এবং এই দিনে প্রভু পরমেশ্বরের উৎসব করবে। পুরুষানুক্রমে চিরকাল তোমরা এই রীতি পালন করবে।


তারা সেই জলে হাত-পা ধোবে। অন্যথায় তারা মারা যাবে। হারোণ ও তার বংশধরদের চিরকাল এই রীতি অতি অবশ্যই পালন করতে হবে।


পুরোহিত নৈবেদ্য থেকে এক মুঠো ময়দা, কিছু তেল এবং সমস্ত গন্ধদ্রব্য নিয়ে ভক্ষ্য নৈবেদ্যের স্মারক অংশরূপে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভের জন্য বেদীর উপরে আহুতি দেবে।


তাদের অভিষেকের দিন উক্ত প্রাপ্য তাদের দেওয়ার জন্য প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের নির্দেশ দিয়েছেন। পুরুষানুক্রমে চিরকাল এগুলি তাদের প্রাপ্য।


তুমি কিম্বা তোমার পুত্রেরা যখন সম্মিলন শিবিরে প্রবেশ করবে, তখন কেউ দ্রাক্ষারস কিম্বা সুরা পান করবে না। অন্যথায় তোমাদের মৃত্যু অবধারিত। এই বিধান তোমরা পুরুষ পরম্পরায় পালন করবে।


তাহলে তারা যে সব ছাগরূপী দেবতার পূজা করছে ও তাদের উদ্দেশে বলি উৎসর্গ করছে তা আর করতে পারবে না । এই বিধি পুরুষানুক্রমে চিরকাল তাদের পালন করতে হবে।


তোমরা তোমাদের ঈশ্বরের উদ্দেশে যতদিন না এই অর্ঘ্য নিবেদন কর, ততদিন সেই শস্য থেকে তৈরী রুটি, ভাজা শস্য কিম্বা পাকা সীম খাবে না। তোমাদের দেশের সর্বত্র এই বিধি তোমরা পুরুষানুক্রমে চিরকাল পালন করবে।


তোমরা সেদিন পবিত্র সমাবেশ আহ্বান করবে এবং সেদিন শ্রমসাধ্য কোন কাজ করবে না। দেশের সর্বত্র তোমরা এই নিয়ম পুরুষানুক্রমে চিরকাল পালন করবে।


তোমরা যেখানেই যাবে পুরুষানুক্রমে চিরকাল এই বিধি অনুযায়ী বিচার করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন