Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 26:35 - পবিএ বাইবেল CL Bible (BSI)

35 পর্দার বাইরে শিবিরের উত্তর দিকে বেদীটি রাখবে, এবং বেদীর বিপরীতে শিবিরের দক্ষিণ দিকে দীপাধারটি স্থাপন করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 আর পর্দার বাইরে রাখবে টেবিল ও টেবিলের সম্মুখে শরীয়ত-তাঁবুর পাশে, দক্ষিণ দিকে প্রদীপ-আসন রাখবে এবং উত্তর দিকে টেবিল রাখবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 সমাগম তাঁবুর উত্তর দিকে পর্দার বাইরে টেবিলটি রেখে দিয়ো এবং সেটির বিপরীতে দক্ষিণ দিকে দীপাধারটি রেখে দিয়ো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 আর তিরস্করিণীর বাহিরে মেজ রাখিবে, ও মেজের সম্মুখে আবাসের পার্শ্বে, দক্ষিণদিকে দীপবৃক্ষ রাখিবে; এবং উত্তরদিকে মেজ রাখিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 “পবিত্র স্থানে পর্দার উল্টো দিকে নির্মিত বিশেষ টেবিলটি রাখবে। টেবিলটি বসানো হবে পবিত্র তাঁবুর উত্তর দিকে। এবার দীপদানটিকে বসাবে দক্ষিণ দিকে টেবিলের থেকে খানিকটা দূরে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 আর পর্দার বাইরে মেজ রাখবে ও টেবিলের সামনে সমাগম তাঁবুর পাশে, দক্ষিণদিকে বাতিদানি রাখবে এবং উত্তরদিকে টেবিল রাখবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 26:35
7 ক্রস রেফারেন্স  

তারপর তিনি শিবিরের মধ্যে বেদীর সম্মুখে দক্ষিণ দিকে দীপাধারটি স্থাপন করলেন


তারপর তিনি শিবিরের উত্তর দিকে পর্দার সম্মুখে সম্মিলন শিবিরের মধ্যে বেদীটি স্থাপন করলেন


একটি শিবির নির্মিত হয়েছিল যার সম্মুখ ভাগে ছিল একটি দীপাধার এবং রুটি রাখার জন্য সাজানো থাকত একটি টেবিল। এই অংশটিকে বলা হত পবিত্র স্থান।


দীপ জ্বেলে কেউ ঢাকা দিয়ে রাখে না, দীপাধারের উপরেই তুলে দেয় যাতে ঘরের সকলেই আলো পায়।


তারপর তুমি বেদীটি ভিতরে এনে যথাস্থানে স্থাপন করবে এবং দীপাধারটিও ভিতরে এনে প্রদীপগুলি জ্বেলে দেবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন