যাত্রাপুস্তক 25:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)9 সেই শিবির ও তার আসবাবপত্র ও সাজসরঞ্জামের যে নক্শা আমি তোমাকে দেখাব, সেই মত তুমি সব কিছু তৈরী করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 শরীয়ত-তাঁবুর ও তার সমস্ত দ্রব্যের যে নমুনা আমি তোমাকে দেখাই, সেই অনুসারে তোমরা সমস্তই করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 আমি তোমাদের যে নমুনাটি দেখিয়ে দেব ঠিক সেই অনুসারেই এই সমাগম তাঁবু ও সেটির সব আসবাবপত্র তৈরি কোরো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আবাসের ও তাহার সকল দ্রব্যের যে আদর্শ আমি তোমাকে দেখাই, তদনুসারে তোমরা সকলই করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 আমি তোমাদের পবিত্র তাঁবু এবং তার আসবাবপত্রাদি কেমন দেখতে হওয়া উচিৎ দেখাব। এবং আমি যেমনটি দেখাব ঠিক তেমনি একটি তাঁবু তৈরী করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 আবাসের ও তার সব জিনিসের যে আদর্শ আমি তোমাকে দেখাই, সেই অনুসারে তোমরা সবই করবে। অধ্যায় দেখুন |