Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 25:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 এফোদ ও রক্ষাবরণ খচিত করার জন্য গোমেদ ও অন্যান্য মণি গ্রহণ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 এবং এফোদে ও বুকপাটায় খচিত করার জন্য গোমেদমণি প্রভৃতি পাথর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 এবং এফোদ ও বুকপাটার উপরে বসানোর জন্য স্ফটিকমণি ও অন্যান্য মণিরত্ন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 এবং এফোদের ও বুকপাটার জন্য গোমেদক মণি প্রভৃতি খচনীয় প্রস্তর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 এগুলি ছাড়াও অলীক মণি এবং অন্যান্য মনিমাণিক্য যেগুলো যাজক দ্বারা পরিহিত এফোদ এবং বক্ষাবরণের ওপর ব্যবহৃত হবে তা গ্রহণ করো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 এবং এফোদের ও বুকপাটার জন্য গোমেদ মণি এবং প্রভৃতি মূল্যবান পাথর লাগানো হবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 25:7
6 ক্রস রেফারেন্স  

বক্ষাবরণ, এফোদ,আলখাল্লা, রঙবেরঙের কাজ কার জামা, পাগড়ি ও কোমরবন্ধ—এই পোষাকগুলি তারা তৈরী করবে। আমার পৌরোহিত্য ক্রিয়া কর্মের জন্য প্রয়োজনীয় সমস্ত পবিত্র পরিধেয় তারা হারোণ ও তার ছেলেদের জন্য তৈরী করবে।


এফোদ ও বক্ষাবরণ খচিত করার জন্য গোমেদ এবং অন্যান্য মণি দান করবে।


নেতৃস্থানীয় ব্যক্তিরা এফোদ ও বক্ষাবরণ খচিত করার জন্য গোমেদ ও অন্যান্য মণি,


শুদ্ধসত্ত্ব আয়তলোচন যেন দুগ্ধ শুভ্র কপোত মিথুন, রয়েছে দাঁড়ায়ে তটিনীতীরে।


এই দেশের সোনা উৎকৃষ্ট এবং এখানে গুগগুল ও গোমেদ মণি পাওয়া যায় ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন