Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 25:40 - পবিএ বাইবেল CL Bible (BSI)

40 পর্বতের উপরে তোমাকে এগুলির যে নকশা দেখানো হল ঠিক সেই অনুযায়ী তুমি সবকিছু তৈরী করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

40 দেখো, পর্বতে তোমাকে এই সকলের যেরকম নমুনা দেখান হল, সব কিছু সেভাবে তৈরি করো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

40 দেখো, পর্বতের উপরে তোমাকে যে নকশা দেখানো হয়েছিল, সেই অনুযায়ী সবকিছু নির্মাণ কোরো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

40 দেখিও, পর্ব্বতে তোমাকে এই সকলের যেরূপ আদর্শ দেখান গেল, সেইরূপ সকলই করিও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

40 পর্বতের ওপর আমি তোমাদের যা যা দেখিয়েছি তা তৈরী করার সময় সর্বদা সতর্ক থেকো, যেন কোন ভুল না হয়।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

40 দেখো, পর্বতে তোমাকে এই সবের যেরকম আদর্শ দেখান হয়েছিল, সেই রকম সবই কোরো।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 25:40
15 ক্রস রেফারেন্স  

কিন্তু তারা যে মন্দিরের পরিচর্যা করে সেটি স্বর্গীয় মন্দিরের অনুকরণে রচিত। কারণ মোশি যখন শিবির স্থাপনে উদ্যোগী হলেন তখন ঈশ্বর তাঁকে এই বলে নির্দেশ দিয়েছিলেন, ‘দেখ, পাহাড়েরর উপরে তোমাকে যে নকশা দেখানো হয়েছে সেই অনুযায়ী সব কাজ করবে।’


ঈশ্বরের উপস্থিতির সাক্ষ্যরূপে প্রান্তরে আমাদের পিতৃপুরুষদের একটি তাম্বু ছিল। ঈশ্বরের নির্দেশে এবং তাঁরই প্রদত্ত নক্সা অনুসারে মোশি সেটি নির্মাণ করেছিলেন।


পাহাড়ের উপরে যে নকশা তোমাকে দেখানো হল সেই অনুযায়ী তুমি শিবিরটি স্থাপন করবে।


দীপাধারটির মূল থেকে শাখা প্রশাখা আগাগোড়া সবই ছিল পেটাই করা সোনা দিয়ে গড়া। প্রভু পরমেশ্বর মোশিকে যে নকশা দেখিয়েছিলেন সেই অনুযায়ী তিনি দীপাধারটি নির্মাণ করেছিলেন।


সেই শিবির ও তার আসবাবপত্র ও সাজসরঞ্জামের যে নক্‌শা আমি তোমাকে দেখাব, সেই মত তুমি সব কিছু তৈরী করবে।


দাউদ বললেন, এ সব পরিকল্পনাই নির্দেশনামাতে লেখা আছে, যা স্বয়ং প্রভু পরমেশ্বর তাঁর নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য আমাকে দিয়েছিলেন।


দাউদ মন্দিরের ভাণ্ডার কক্ষের এবং অন্যান্য সমস্ত কক্ষের, পবিত্রতম স্থানের—যেখানে সমস্ত পাপের ক্ষমা হয়—সমস্ত নকশা শলোমনকে দিলেন।


এক তালন্ত পরিমাণ সোনা দিয়ে দীপাধার ও তার যাবতীয় সরঞ্জাম তৈরী করবে।


বেদীর মধ্যভাগ ফাঁকা থাকবে। এই পর্বতে তোমাকে যে নকশা দেখানো হল সেই অনুযায়ী তুমি বেদী নির্মাণ করবে।


অভিষেকের তেল ও পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপ ইত্যাদি সব কিছু আমার নির্দেশ অনুযায়ী তুমি তৈরী করবে।


বৎসলেল, অহলিয়াব এবং এই কাজে আগ্রহী অন্যান্য কারিগর যাদের প্রভু পরমেশ্বর নৈপুণ্য ও বিচক্ষণতা দান করেছিলেন তাদের সকলকে ডেকে মোশি কাজ সুরু করতে বললেন।


আমরা ভেবেছিলাম যে ভবিষ্যতে যদি আমাদের কিম্বা আমাদের বংশধরদের এ কথা বলা হয় তাহলে আমরা বলব, ‘এই দেখ প্রভু পরমেশ্বরের বেদীর অনুরূপ এই বেদী, আমাদের পূর্বপুরুষেরা হোম কিম্বা বসি উৎসর্গের জন্য নয়, কিন্তু তোমাদের ও আমাদের সাক্ষী রূপে এটি নির্মাণ করেছিলেন।’


প্রচলিত নকশা অনুযায়ী দশটি সোনার পিলসুজ ও দশটি সোনার টেবিল তৈরী করা হল। মহাপবিত্র স্থানের দুদিকে পাঁচটি টেবিল ও পাঁচটি পিলসুজ সাজিয়ে রাখা হল। আরও একশো খানা সোনার গামলা তৈরী করা হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন