Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 25:29 - পবিএ বাইবেল CL Bible (BSI)

29 তুমি পানীয় নৈবেদ্য উৎসর্গের জন্য থালা, বাটি ও কলস তৈরী করবে। এগুলি সবই খাঁটি সোনা দিয়ে গড়তে হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 আর টেবিলের থাল, চামচ, ঢাকনা ও ঢালবার জন্য সেঁকপাত্র তৈরি করবে; এসব খাঁটি সোনা দিয়ে তৈরি করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 আর খাঁটি সোনা দিয়ে এটির থালা ও বাসন, এছাড়াও নৈবেদ্য ঢেলে দেওয়ার জন্য এটির কলশি ও গামলাও তৈরি কোরো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 আর মেজের থাল, চমস, শ্রুব ও ঢালিবার জন্য সেকপাত্র গড়িবে; এই সকল নির্ম্মল স্বর্ণ দ্বারা গড়িবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 সোনার থালা, চামচ, মগ ও পাত্র তৈরী করবে। মগ ও পাত্র পেয় নৈবেদ্যর জন্য ব্যবহার করা হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 আর টেবিলের থালা, চামচ, কলসী ও ঢালার জন্য বাটি তৈরী করবে; এই সব খাঁটি সোনা দিয়ে তৈরী করবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 25:29
14 ক্রস রেফারেন্স  

তারা প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক রুটি রাখার টেবিলের উপর এক খণ্ড নীল কাপড় পেতে দেবে এবং তার উপরে থালা, ধূপদান, বাটি ও পেয় নৈবেদ্যের কলসগুলি রাখব। নিত্যনৈমিত্তিক নৈবেদ্যের রুটিও তার উপরে রাখবে।


এর পরে বেদীর উপরে যে পাত্রগুলি রাখা হবে সেগুলি তৈরী করলেন। খাঁটি সোনা দিয়ে তিনি থালা, বাটি, কলসী ও পানীয় নৈবেদ্য ঢালবার জন্য গামলা ইত্যাদি তৈরী করলেন।


দেখ, আমি দুয়ারে দাঁড়িয়ে করাঘাত করছি। যে আমার ডাক শুনে দুয়ার খুলে দেয়, আমি ভতরে তার কাছে যাব, তার সঙ্গে পানাহার করব, সেও আমার সঙ্গে পানাহার করবে।


পরাণ বঁধু মোর প্রেয়সী পিয়া, দেখ চেয়ে, আমি এসেছি আমার উপবনে, করেছি চয়ন সুরভি নির্যাস আর সুগন্ধি সম্ভার মৌচাক নিঙড়ানো মধু করেছি পান, করেছি পান আমি দুগ্ধের সাথে দ্রাক্ষামদিরা। সখীবৃন্দ (স্বগত): পান কর হে প্রেমিক যুগল আকন্ঠ কর পান প্রেমের মদিরা, তৃপ্ত কর তৃষিত হৃদয়।


বাতির শলতে কাটার কাঁচি, বাটি, চামচ ও ছাইদান। মন্দিরের মহাপবিত্র স্থানের দরজা ও মন্দিরের দরজা সোনার পাতে মুড়ে দেওয়া হয়েছিল। উল্লিখিত আসবাবপত্র ও সরঞ্জামগুলি সবই সোনা দিয়ে তৈরী করা হয়েছিল।


সোনার ডাবর, কাটারি, বাটি চামচ ও ছাইদান, মন্দিরের ভিতরের ঘর অর্থাৎ মহাপবিত্র স্থানের দরজা ও মন্দিরের দরজার জন্য সোনার কবজা। উল্লিখিত আসবাবপত্র ও সরঞ্জামগুলি সবই সোনা দিয়ে তৈরী করা হয়েছিল।


বয়ে নিয়ে যাওয়ার দণ্ডগুলি শিটিম কাঠের হবে এবং সেগুলি সোনা দিয়ে মুড়তে হবে।


বেদী প্রতিষ্ঠার জন্য বারোজন ইসরায়েলী নেতা নিম্নলিখিত সর্বমোট অর্ঘ্য সামগ্রী নিবেদন করেছিলেনঃ বারোটি রূপোর থালা এবং বারোটি রূপোর পাত্র-মোট ওজন 2,400 শেকেল, সুগন্ধি ধূপে পূর্ণ বারোটি সোনার পাত্র- মোট ওজন 120 শেকেল। বারোটি বৃষ, বারোটি মেষ, এক বছর বয়স্ক বারোটি মেষশাবক ও তাদের ভক্ষ্য নৈবেদ্য ও প্রায়শ্চিত্ত বলির জন্য বারোটি ছাগ। স্বস্ত্যয়ন বলির জন্য 24 টি বৃষ, 60 টি মেষ, 60 টি ছাগ এবং এক বছর বয়স্ক 60 টি মেষশাবক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন