Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 25:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 আমি সেখানে তোমাকে দর্শন দেব। উপরে স্থাপিত দশ অনুশাসন সংবলিত সন্দুকের আবরণের সঙ্গে সংলগ্ন দুই করূব মূর্তির মাঝখান থেকে আমি তোমার সঙ্গে কথা বলব এবং ইসরায়েলীদের প্রতি আমার সকল নির্দেশ তোমাকে জানিয়ে দেব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 আর আমি সেই স্থানে তোমার সঙ্গে সাক্ষাৎ করবো এবং গুনাহ্‌-আবরণের উপরিভাগ থেকে, সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ দুই কারুবীর মধ্য থেকে তোমার সঙ্গে আলাপ করে বনি-ইসরাইলদের প্রতি আমার সমস্ত হুকুম তোমাকে জানাবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 সেখানে, সেই দুই করূবের মাঝখানে বিধিনিয়মের সিন্দুকের উপরে রাখা সেই আবরণের উপরেই আমি তোমার সঙ্গে দেখা করব ও ইস্রায়েলীদের জন্য তোমাকে আমার সমস্ত আজ্ঞা দেব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 আর আমি সেই স্থানে তোমার সহিত সাক্ষাৎ করিব, এবং পাপাবরণের উপরিভাগ হইতে, সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ দুই করূবের মধ্য হইতে তোমার সঙ্গে আলাপ করিয়া ইস্রায়েল-সন্তানগণের প্রতি আমার সমস্ত আজ্ঞা তোমাকে জ্ঞাত করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 আমি যখন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব তখন আমি পরস্পর মুখোমুখি ঐ দূতদের মাঝখানে আচ্ছাদনের ওপর থেকে কথা বলব। ইস্রায়েলবাসীকে দেবার জন্য আমি আমার সমস্ত আদেশসমূহ তোমাদের দেব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 আর আমি সেই জায়গায় তোমার সঙ্গে দেখা করব এবং পাপাবরণের উপরের অংশ থেকে, সাক্ষ্য সিন্দুকের উপরে স্থিত দুই করূবের মধ্য থেকে তোমার সঙ্গে কথা বলে ইস্রায়েল সন্তানদের প্রতি আমার সব আজ্ঞা তোমাকে জানাব।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 25:22
24 ক্রস রেফারেন্স  

মোশি যখন প্রভু পরমেশ্বরের সঙ্গে কথা বলার জন্য সম্মিলন শিবিরের ভিতরে যেতেন, তখন তিনি চুক্তি সিন্দুকের আবরণের উপরে স্থাপিত করূবমূর্তিদ্বয়ের মধ্যবর্তী স্থান থেকে প্রভু পরমেশ্বরের কন্ঠস্বর শুনতে পেতেন। প্রভু পরমেশ্বর সেখান থেকে তাঁর সঙ্গে বাক্যালাপ করতেন।


হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, যিনি করূবদ্বয়ের উপরে সিংহাসনে অধিষ্ঠিত, একমাত্র তুমিই ঈশ্বর, পৃথিবীর সমস্ত সাম্রাজ্যের তুমিই অধীশ্বর। তুমিই স্বর্গ ও মর্ত্যের স্রষ্টা।


হে ইসরায়েলের প্রতিপালক, মিনতি শোন, তুমিই চালনা কর যোষফকুলকে মেষপালের মত, করূববাহনে সমাসীন তুমি ভাস্বর হয়ে ওঠ।


এবং প্রার্থনা করলেন, হে প্রভু,ইসরায়েলের ঈশ্বর, তুমি করূব দ্বয়ের মাঝে আসীন। একমাত্র তুমিই জগতের সমস্ত রাজ্যের অধীশ্বর। তুমিই স্বর্গ ও পৃথিবীর স্রষ্টা।


তারা তখন শীলোতে লোক পাঠিয়ে করূবদ্বয়ের উপরে অধিষ্ঠিত প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি নিয়ে এল। এলির দুই পুত্র হফনি ও পিনহস চুক্তি সিন্দুকটির সঙ্গে সেখানে এল।


এগুলি তুমি সম্মিলন শিবিরে চুক্তি সিন্দুকের সম্মুখে যেখানে আমি তোমাদের দর্শন দিই সেখানে রাখবে।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি তোমার ভাই হারোণকে বল, সে যেন পর্দার অন্তরালে মহাপবিত্র স্থানে চুক্তি সিন্দুকের উপরে স্থিত আবরণের সম্মুখে সব সময়ে না যায়, তাহলে সে মারা যাবে। কারণ সেই আবরণের উপরে মেঘের মধ্য থেকে আমি দর্শন দেব।


সুপ্রতিষ্ঠিত হয়েছে প্রভু পরমেশ্বরের রাজত্ব, কম্পিত হোক মানব সমাজ ভয়ে ও ভক্তিতে। করূবদ্বয়ের উপরে স্থাপিত আসনে সমাসীন তিনি, পৃথিবী হোক প্রকম্পিতা।


সকলকে নিয়ে তিনি গেলেন যিহুদীয়ার বায়লিতে। সেখান থেকে তাঁরা প্রভুর চুক্তিসিন্দুক আনবেন যিনি দূতদ্বয়ের মাঝে সিংহাসনে অধিষ্ঠিত।


এর খানিকটা অংশ তুমি খুব মিহি করে গুঁড়ো করবে এবং তা সম্মিলন শিবিরের মধ্যে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করার স্থানে অর্থাৎ চুক্তি সিন্দুকের সম্মুখে রাখবে। এই ধূপ তোমরা মহাপবিত্র বলে গণ্য হবে।


চুক্তি সিন্দুকের সম্মুখে যে পর্দা থাকবে, তারই সামনে যেখানে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব সেখানে এই বেদীটি স্থাপন করবে।


সেই সময়ে ঐশ্বরিক বিধানসহ চুক্তি সিন্দুকটি সেখানে ছইল। হারোণের পৌত্র, ইলিয়াসরের পুত্র পিনেহাস তখন ছিলেন মন্দিরের পুরোহিত।


হে প্রভু পরমেশ্বর, বংশানুক্রমে তুমিই আমাদের আশ্রয়।


সম্মিলনশিবির থেকে প্রভু পরমেশ্বর মোশিকে ডেকে বললেন,


সিনাই পাহাড়ে মোশির সঙ্গে কথাবার্তা শেষ করে প্রভু পরমেশ্বর মোশিকে দশ অনুশাসন খোদিত দুটি প্রস্তর ফলক দিলেন। ঈশ্বর স্বয়ং প্রস্তর ফলক দুটিতে দশ অনুশাসন খোদিত করে দিয়েছিলেন।


আমি দান বংশের অহিষামকের পুত্র অহলিয়াবকে তার সহকারীরূপে নিযুক্ত করেছি। এ ছাড়াও আমি সক্ষম কারিগরদের সকলকেই নৈপুণ্য দান করেছি। আমি তোমাকে যে সব জিনিষ তৈরী করার নির্দেশ দিয়েছি, সবই তারা করবে।


তোমরা মাটি দিয়ে আমার উদ্দেশে একটি বেদী নির্মাণ করবে এবং তার উপরে তোমরা হোম, স্বস্ত্যয়ন বলি, মেষ ও বৃষ উৎসর্গ করবে। আমার ভজন-পূজনের জন্য যে সব স্থান আমি নির্দিষ্ট করে দেব সেই সব স্থানে আবির্ভূত হয়ে আমি তোমাদের আশীর্বাদ করব।


প্রভু পরমেশ্বর তখন অব্রাহামের সঙ্গে কথা শেষ করে চলে গেলেন। আর অব্রাহামও নিজের শিবিরে ফিরে এলেন।


হারোণ এবং তার পুত্রেরা সম্মিলন শিবিরের মধ্যে চুক্তি সিন্দুকের সম্মুখে যে পর্দা থাকবে তার বাইরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রদীপ জ্বালিয়ে রাখবে। ইসরায়েলীরা বংশপরম্পরায় চিরকাল এই বিধি পালন করবে।


তারপর সকলকে নিয়ে তিনি যিহুদীয়া প্রদেশের বালা অর্থাৎ কিরিয়াৎ-জিয়ারিম থেকে করূব পৃষ্ঠে সিংহাসনে আসীন প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক আনতে গেলেন।


ইফ্রয়িম, বিন্যামীন ও মনঃশিকুলের সম্মুখে হে প্রভু পরমেশ্বর, জাগ্রত হও মহাপরাক্রমে, উদ্ধার কর আমাদের।


সেই দিব্য পুরুষ আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি শুনলাম, প্রভু পরমেশ্বর মন্দিরের ভিতর থেকে আমাকে বলছেনঃ


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন