Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 25:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 করূব দুটির পাখা উপরের দিকে বিস্তার করা থাকবে এবং তার দ্বারা তারা আবরণটি ঢেকে রাখবে। তারা মুখোমুখি থাকবে এবং তাদের দৃষ্টি আবরণের উপর নিবন্ধ থাকবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 আর সেই দু’টি কারুবী উপরে পাখা মেলে দিয়ে ঐ পাখা দিয়ে গুনাহ্‌-আবরণকে ঢেকে রাখবে এবং তাদের মুখ পরসপরের দিকে থাকবে, কারুবীদের দৃষ্টি গুনাহ্‌ আবরণের দিকে থাকবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 করূবেরা তাদের ডানা উপর দিকে ছড়িয়ে রেখে, সেই আবরণটির উপরে নিজেদের দেহ দিয়ে ছায়া ফেলবে। করূবেরা পরস্পরের দিকে মুখ করে, সেই আবরণের দিকে তাকিয়ে থাকবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 আর সেই দুই করূব ঊর্দ্ধে পক্ষ বিস্তার করিয়া ঐ পক্ষ দ্বারা পাপাবরণকে আচ্ছাদন করিবে, এবং তাহাদের মুখ পরস্পরের দিকে থাকিবে, করূবদের দৃষ্টি পাপাবরণের দিকে থাকিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 দূতদের ডানা দুটিকে অবশ্যই আকাশের দিকে বিস্তৃত করে দিতে হবে। এবার ডানা সমেত দূতের মূর্তিকে সিন্দুকে এমনভাবে রাখবে যেন দুজনেই মুখোমুখি আচ্ছাদনের দিকে তাকিয়ে থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 আর সেই দুটি করূব উর্ধে পাখনা বিস্তার করে ঐ পাখনা দিয়ে পাপাবরণকে আচ্ছাদন করবে এবং তাদের মুখ একে অপরের দিকে থাকবে, করূবদের দৃষ্টি পাপাবরণের দিকে থাকবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 25:20
22 ক্রস রেফারেন্স  

ধূপ জ্বালানোর বেদী এবং প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকে উপরের ডানা মেলে রাখা করূবদের জন্য রথ তৈরী করতে কতখানি খাঁটি সোনা লাগবে,তাও বলে দিলেন।


করূব দুটির মেলা ডানা চুক্তি সিন্দুক ও তার বহনদণ্ড দুটি ঢেকে রাখল।


চুক্তি সিন্দুকের উপরে ছিল ঐশ্বরিক মহিমাদীপ্ত দুটি করূব মূর্তি, এরা সেই সিন্দুকের আচ্ছাদনের উপরে অর্থাৎ প্রায়শ্চিত্ত সিংহাসনের উপর ছায়া বিস্তার করত। এখন এই সমস্ত বস্তুর বিস্তারিত বর্ণনা করা সম্ভব নয়।


তিনি স্বর্গারোহণ করে এখন ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে অধিষ্ঠিত, স্বর্গদূতগণ এবং সর্বপ্রকার আধ্যাত্মিক পৌরোহিত্য ও কর্তৃত্ব তাঁরই হস্তগত।


তাঁদের কাছে এ কথা প্রকাশিত হয়েছিল যে তাঁরা যেসব কথা প্রচার করেছিলেন তা তাঁদের কালে নয় কিন্তু তোমাদের যুগে ফলবে। এখন সেই সমস্ত বিষয় স্বর্গ থেকে প্রেরিত পবিত্র আত্মার প্রেরণায় সুসমাচার প্রচারকেরা তোমাদের কাছে ঘোষণা করছেন। স্বর্গদূতেরাও এই সমস্ত বিষয়ে কৌতূহলী।


এই স্বর্গদূতেরা কারা? এঁরা সকলেই ঈশ্বরের পরিচর্যায় নিযুক্ত আত্মা। যারা পরিত্রাণ পাবে তাদের সেবা করার জন্যই ঈশ্বর এঁদের পাঠিয়েছেন।


তাঁর মাঝেই তোমরা পূর্ণতা লাভ করেছ। তিনিই বিশ্বজগতের সবর্ক্ষমতা ও আধিপত্যের শীর্ষে।


এবং ঈশ্বরের বহুমুখী প্রজ্ঞা এবার যেন মণ্ডলীর মাধ্যমে অন্তরীক্ষে আধিদৈবিক শক্তিসমূহের কাছে অভিব্যক্ত হয়।


এইজন্যই স্বর্গদূতদের কাছে সেই সম্ভ্রম বজায় রাখার জন্য মস্তক আবৃত করা নারীর কর্তব্য। নারী যে কর্তৃত্বের অধীন, এ আবরণ তারই চিহ্ন।


কিন্তু আমি মনে করি, ঈশ্বর আমাদের অর্থাৎ প্রেরিত-শিষ্যদের স্থান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের মত সকলের পিছনে নির্দিষ্ট করেছেন। আমরা আজ স্বর্গদূত ও জগত সংসারের মানুষের কাছে হাস্যকৌতূকের পাত্র হয়েছি।


তিনি আরও বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা দেখবে স্বর্গ উন্মুক্ত হয়ে গেছে এবং ঈশ্বরের দূতেরা মানবপুত্রের কাছে আসা যাওয়া করছেন।


তূর্যধ্বনি সহকারে তিনি তাঁর দূতদের প্রেরণ করবেন। তাঁরা জগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পরিভ্রমণ করে পৃথিবীর চারদিক থেকে তাঁর মনোনীতদের একত্র করবেন।


তোমায় পাহারা দেবার জন্য সেখানে ভীষণদর্শন এক দূতকে নিয়োগ করলাম আমি। তুমি থাকতে আমার পবিত্র পর্বতে, বিচরণ করতে দ্যুতিময় মণিমাণিক্যের মাঝখানে।


রাজা তাঁর শিল্পীদের দুটি করূবমূর্তি ধাতু দিয়ে তৈরী করে সোনা দিয়ে মুড়ে দিতে বললেন এবং তারপর মূর্তি দুটিকে মহাপবিত্র স্থানে বসিয়ে দিতে বললেন।


তার দুই প্রান্তে পেটাই সোনা দিয়ে দুটি করূব মূর্তি গড়বে।


তিনি স্বপ্ন দেখলেন, মাটির উপরে একটি মই সোজা দাঁড় করানো আছে, সেটির মাথা আকাশ স্পর্শ করেছে, আর সেই মই বেয়ে ঈশ্বরের দূতেরা উঠছেন ও নামছেন।


মূর্তি দুটি আবরণের সঙ্গে সংলগ্ন থাকবে।


মূর্তি দুটিকে মহাপবিত্র স্থানে এমনভাবে পাশাপাশি বসান হল যাতে মূর্তি দুটির মেলে দেওয়া ডানার একটির শেষ মাথা ঘরের মাঝামাঝি আর একটির ডানাকে ছুঁয়ে থাকে এবং দুজনেরই অপর ডানাটি মন্দিরের দুইদিকের দেওয়াল ছুঁয়ে থাকে।


তারপর জলপাই কাঠ দিয়ে দশ হাত উঁচু দুটি করূব15 মূর্তি তৈরী করে মহাপবিত্র স্থানে বসানো হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন