Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 25:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 সিন্দুকটি বয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি ঐ দণ্ড দুটি সিন্দুকের দুই দিকের আঙটাতে লাগিয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 আর সিন্দুক বহন করার জন্য ঐ বহন-দণ্ড সিন্দুকের দুই পাশের কড়াতে দেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 সিন্দুকটি বহন করার জন্য সেটির দুই পাশে থাকা কড়াগুলিতে সেই খুঁটিগুলি ঢুকিয়ে দিয়ো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 আর সিন্দুক বহনার্থে ঐ বহন-দণ্ড সিন্দুকের দুই পার্শ্বস্থ কড়াতে দিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 এরপর সিন্দুকটির দু প্রান্তের আংটার মধ্যে দণ্ডগুলি ঢোকাবে এবং সিন্দুকটিকে বয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 আর সিন্দুক বয়ে নিয়ে যাবার জন্য ঐ বহন দণ্ড সিন্দুকের দুই পাশে কড়াতে লাগবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 25:14
8 ক্রস রেফারেন্স  

শিটিম কাঠের দুটি দণ্ড তৈরী করে তুমি সেগুলি সোনা দিয়ে মুড়ে দেবে।


দণ্ড দুটি সিন্দুকের আঙটায় লাগানো থাকবে, কখনও বার করা হবে না।


মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর যেমন নির্দেশ দিয়েছিলেন, সেইমত লেবীয়রা দণ্ডের উপর চুক্তি সিন্দুকটি রেখে কাঁধে করে বয়ে নিয়ে এলেন।


বেদীটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ডগুলি এই আঙটাগুলির মধ্য পরিয়ে দিতে হবে এবং এই আঙটাগুলি বেড়ের কাছে লাগানো থাকবে।


বয়ে নিয়ে যাওয়ার দণ্ডগুলি শিটিম কাঠের হবে এবং সেগুলি সোনা দিয়ে মুড়তে হবে।


এটির জন্য তুমি দুই জোড়া সোনার আঙটা তৈরী করে বেড়ের নীচে দুই ধারে জুড়ে দেবে যেন এটিকে বয়ে নিয়ে যাওয়ার ডাণ্ডা দুটি ঐ আঙটার মধ্যে গলানো যায়।


যিহোশূয় যাজকদের ডেকে বললেন, প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি তোমরা তুলে নাও আর সাতজন যাজক সাতটি তূরী নিয়ে প্রভুর চুক্তি সিন্দুকের আগে আগে চল।


তারপর নির্দেশ দিলেন, একমাত্র লেবীয়রাই এই চুক্তি সিন্দুক বহন করবে। কারণ প্রভু পরমেশ্বর চিরকাল এই চুক্তি সিন্দুক বহন করার জন্য এবং তাঁর সেবা করার জন্য তাদেরই মনোনীত করেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন