Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 25:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 তোমরা শিটিম কাঠের একটি সিন্দুক তৈরী করবে। সেটি হব আড়াই হাত লম্বা, দেড় হাত চওড়া এবং দেড় হাত উঁচু।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তারা শিটীম কাঠের একটি সিন্দুক তৈরি করবে; তা আড়াই হাত লম্বা, দেড় হাত চওড়া ও উচ্চতায় দেড় হাত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 “প্রায় 1.1 মিটার লম্বা এবং 68 সেন্টিমিটার করে চওড়া ও উঁচু বাবলা কাঠের একটি সিন্দুক তাদের তৈরি করতে দিয়ো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তাহারা শিটীম কাষ্ঠের এক সিন্দুক নির্ম্মাণ করিবে; তাহা আড়াই হস্ত দীর্ঘ, দেড় হস্ত প্রস্থ ও দেড় হস্ত উচ্চ হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 “একটি বিশেষ সিন্দুক তৈরী করবে। সিন্দুকটি তোমরা বাবলা কাঠ দিয়ে তৈরী করবে। পবিত্র সিন্দুকটির দৈর্ঘ্য হবে 2.5 হাত, প্রস্থ 1.5 হাত এবং উচ্চতা 1.5 হাত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তারা শিটীম কাঠের এক সিন্দুক তৈরী করবে; তা আড়াই হাত দৈর্ঘ্য, দেড় হাত প্রস্থ ও দেড় হাত উঁচু হবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 25:10
11 ক্রস রেফারেন্স  

এর মধ্যে ছিল সেআনার ধূপবেদী এবং আগাগোড়া সোনার পাতে মোড়া দশানুশাসন সম্বলিত চুক্তি সিন্দুক। তার মধ্যে ছিল মান্নায় পূর্ণ সোনার কলস, হারোণের মঞ্জরিত যষ্টি এবং সন্ধিচুক্তির শর্ত ক্ষোদিত দুটি প্রস্তর ফলক।


এর পর স্বর্গে ঈশ্বরের মন্দির উন্মুক্ত হল। ভিতরে তাঁর চুক্তি সিন্দুকটি দেখা গেল। তখন বিদ্যুৎ চমকাতে লাগল, নানা ধরণের ভয়াবহ শব্দ, বজ্রনাদ, ভূমিকম্প ও প্রচণ্ড শিলাবৃষ্টি হতে লাগল।


শলোমন তাঁর স্ত্রী ফারাওয়ের কন্যাকে ‘দাউদ নগর’ থেকে তাঁর জন্য নির্মিত প্রাসাদে স্থানান্তরিত করলেন। তিনি বললেন, ইসরায়েলরাজ দাউদের প্রাসাদে তার থাকা উচিত নয়, কারণ যেখানে চুক্তিসিন্দুক থাকে, সেই স্থান পবিত্র, তা সে যে কোন স্থানই হোক না কেন।


কাষ্ঠাধার ও সেটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ড, আচ্ছাদন, পর্দা,


চুক্তি সিন্দুক, টেবিল, দীপাধার, দুটি বেদী, পবিত্র স্থানের পরিচর্যার জন্য প্রয়োজনীয় সমস্ত পাত্র, পর্দা, —এগুলির দেখাশুনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এদের উপর।


শিবির তুলে যাত্রা করার সময় হারোণ ও তার পুত্রেরা ভিতরে যাবে এবং ব্যবধানসূচক পর্দাটি খুলে নামিয়ে তার দ্বারা চুক্তি সিন্দুকটি ঢাকা দেবে


সম্মিলন শিবির, চুক্তিসিন্দুক, তার উপরকার আবরণ, সম্মিলন শিবিরের যাবতীয় সরঞ্জাম,


এই ভাবে সম্মিলন শিবির নির্মাণের সমস্ত কাজ সম্পন্ন হল। মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশে অনুযায়ী ইসরায়েলীরা সব কাজ করল।


এবং তার উপরে শুশুকের চামড়ার আচ্ছাদন দেবে। তারপর সেটির উপরে নীল রঙের এক খণ্ড কাপড় পেতে দেবে এবং সেটিক বয়ে নিয়ে যাওয়ার ডাণ্ডাগুলি লাগিয়ে দেবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন