যাত্রাপুস্তক 24:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)7 তারপর প্রভু পরমেশ্বরের নির্দেশ সংবলিত পুস্তকটি তিনি লোকদের পড়ে শোনালেন। জনতা তখন বলল, প্রভু পরমেশ্বরের সমস্ত নির্দেশ আমরা পালন করব এবং মেনে চলব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর তিনি নিয়ম-কিতাবখানি নিয়ে লোকদের কাছে পাঠ করলেন; তাতে তারা বললো, মাবুদ যা যা বললেন, আমরা সমস্তই পালন করবো ও মেনে চলবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 পরে তিনি নিয়মের সেই গ্রন্থটি নিলেন এবং লোকদের কাছে তা পড়ে শোনালেন। তারা উত্তর দিল, “সদাপ্রভু যা যা বলেছেন আমরা সেসবকিছু করব; আমরা বাধ্য হব।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর তিনি নিয়মপুস্তকখানি লইয়া লোকদের কর্ণগোচরে পাঠ করিলেন; তাহাতে তাহারা কহিল, সদাপ্রভু যাহা যাহা কহিলেন, আমরা সমস্তই পালন করিব ও আজ্ঞাবহ হইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 মোশি তখন খাতাটি নিয়ে তাতে লেখা চুক্তিগুলি চেঁচিয়ে পড়তে থাকল। লোকরা তা শুনে বলে উঠল, “আমরা প্রভুর দেওয়া বিধিগুলি শুনেছি এবং আমরা তা মানতে রাজি আছি।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 আর তিনি নিয়ম বইটি নিয়ে লোকদের কাছে উচ্চস্বরে পড়লেন; তাতে তারা বলল, “সদাপ্রভু যা যা বললেন, আমরা সবই পালন করব ও বাধ্য হব।” অধ্যায় দেখুন |