Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 24:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 মোশি তখন প্রভু পরমেশ্বরর সকল নির্দেশ লিপিবদ্ধ করে রাখলেন। পরদিন সকালে উঠে তিনি সেই পর্বতের পাদদেশে একটি বেদী নির্মাণ করলেন এবং ইসরায়েলীদে বারো গোষ্ঠীর প্রত্যেকটির জন্য একটি করে মোট বারটি শিলাস্তম্ভ স্থাপন করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 পরে মূসা মাবুদের সমস্ত কালাম লিখলেন এবং খুব ভোরে উঠে পর্বতের পাদদেশে একটি কোরবানগাহ্‌ ও ইসরাইলের বারো বংশানুসারে বারোটি স্তম্ভ নির্মাণ করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 মোশি তখন সদাপ্রভু যা যা বলেছিলেন সেসবকিছু লিখে রাখলেন। পরদিন ভোরবেলায় মোশি ঘুম থেকে উঠলেন ও সেই পর্বতের পাদদেশে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন এবং ইস্রায়েলের বারো গোষ্ঠীর প্রতিনিধিত্বমূলক পাথরের বারোটি স্তম্ভ খাড়া করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 পরে মোশি সদাপ্রভুর সমস্ত বাক্য লিখিলেন, এবং প্রত্যূষে উঠিয়া পর্ব্বতের তলে এক যজ্ঞবেদি ও ইস্রায়েলের দ্বাদশ বংশানুসারে দ্বাদশ স্তম্ভ নির্ম্মাণ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তখন মোশি একটি খাতায় প্রভুর সমস্ত নির্দেশ লিখে রাখল। পরদিন সকালে সে জেগে উঠল এবং পর্বতের পাদদেশে একটি বেদী এবং ইস্রায়েলের দ্বাদশ পরিবারগোষ্ঠী অনুসারে বারোটি স্তম্ভ নির্মাণ করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 পরে মোশি সদাপ্রভুর সব বাক্য লিখলেন এবং সকালে উঠে পর্বতের তলে এক যজ্ঞবেদি ও ইস্রায়েলের বারোটি বংশানুসারে বারোটি স্তম্ভ তৈরী করলেন।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 24:4
27 ক্রস রেফারেন্স  

মোশি তখন এই বিধান লিপিবদ্ধ করলেন এবং লেবি বংশীয় পুরোহিত, যারা চুক্তি সিন্দুক বহন করত, তাদের ও ইসরায়েলীদের প্রবীণ নেতৃবৃন্দের হাতে দিলেন।


ভোরে উঠে যাকোব যে পাথরটিতে মাথা রেখে শুয়েছিলেন, সেটিকে নিয়ে বেদী স্তম্ভরূপে স্থাপন করলেন, আর তার উপরে তেল ঢেলে দিলেন।


নগরীর প্রাচীরের বারোটি ভিত্তিপ্রস্তর, সেগুলির উপরে মেষশাবকের বারোজন প্রেরিত শিষ্যের বারোটি নাম উৎকীর্ণ।


ঈশ্বরই যে আমাকে বরদান করেছেন, একথা উপলব্ধি করে যাকোব , যোহন ও পিতর, যাঁরা মণ্ডলীর স্তম্ভরূপে স্বীকৃত —তাঁরা আমাকে ও বার্নাবাসকে করমর্দন করে সহকর্মী বলে গ্রহণ করলেন। স্থির হল, আমরা যাব অইহুদীদের মধ্যে, আর তাঁরা যাবেন ইহুদীদের কাছে।


যেন তোমরা আমার রাজ্যে আমার সঙ্গে ভোজে অংশগ্রহণ করতে পার এবং বিচারাসনে বসে ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করতে পার।


ঈশ্বরের মন্দির প্রতিষ্ঠার সময়ে একশো বৃষ, দুইশো মেষ, চারশো মেষশাবক এবং ইসরায়েলের প্রতি বংশের জন্য 12টি ছাগ পাপার্থক বলিরূপে তারা উৎসর্গ করল।


নির্জন পথে দুজনের দেখা হতে অহিয় নিজের পরণের পোষাকটি ছিঁড়ে বারো টুকরো করে ফেললেন,


তারা জর্ডন থেকে যে বারোটি পাথর খণ্ড বয়ে এনেছিল, যিহোশূয় সেগুলি গিল্‌গলে স্থাপন করলেন।


ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠী প্রধানের কাছ থেকে একটি করে মোট বারোটি যষ্টি তুমি সংগ্রহ কর এবং প্রত্যেকের যষ্টিতে তার নাম লেখ।


তুমি মিহি ময়দা দিয়ে বারোটা রুটি তৈরী করবে, প্রত্যেকটি রুটিতে ময়দার পরিমাণ হবে এক এফার দশ ভাগের দুই ভাগ।


ইসরায়েলের বারোটি পুত্রের প্রত্যেকের জন্য একটি মণি থাকবে এবং প্রত্যেকটি মণির উপর তাদের বারো গোষ্ঠীর একটির নাম খোদিত থাকবে।


তিনি তাঁর জ্ঞাতিদের বললেন, আপনারাও পাথর নিয়ে আসুন।


এই যে প্রস্তরটি আমি স্তম্ভরূপে স্থাপন করলাম, তা হবে ঈশ্বরের আবাস। তিনি আমাকে যা দেবেন তার দশ ভাগের এক ভাগ আমি অবশ্যই তাঁর উদ্দেশ্যে নিবেদন করব।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, এই ঘটনা স্মরণে রাখার জন্য এর বিবরণ একটি পুস্তকে লিপিবদ্ধ করে রাখ। যিহোশূয়কে তুমি বল যে ধরাপৃষ্ঠ থেকে অমালেকীদের স্মৃতিচিহ্ন আমি নিঃশেষে মুছে ফেলব।


মোশি সেখানে একটি বেদী প্রতিষ্ঠা করে তার নাম রাখেলন যিহোবা-নিস্‌সি (প্রভু পরমেশ্বরই আমার পতাকা)।


ইসরায়েলীদের মধ্যে তুমি এই বিধি প্রবর্তন করবে:


তারপর প্রভু পরমেশ্বরের নির্দেশ সংবলিত পুস্তকটি তিনি লোকদের পড়ে শোনালেন। জনতা তখন বলল, প্রভু পরমেশ্বরের সমস্ত নির্দেশ আমরা পালন করব এবং মেনে চলব।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি এই নির্দেশগুলি লিপিবদ্ধ করে রাখ কারণ এই সব নির্দেশের ভিত্তিতেই আমি ইসরায়েলীদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করলাম।


সেইদিন মিশর দেশের কেন্দ্রস্থলে প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী এবং মিশর সীমান্তে একটি প্রস্তর স্তম্ভ উৎসর্গীত হবে।


প্রভু পরমেশ্বর অব্রামের কাছে আবির্ভূত হয়ে বললেন, তোমার বংশধরদের আমি এই দেশ দান করব। প্রভু পরমেশ্বরের আবির্ভাব সেখানে ঘটেছিল বলে অব্রাম সেখানে তাঁর উদ্দেশে একটি বেদী নির্মাণ করলেন।


তিনি তাদের ডেকে বললেন, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের সম্মুখে জর্ডনের মাঝামাঝি গিয়ে ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠীর নামে তোমরা প্রত্যেকে একটি করে পাথর কাঁধে করে বয়ে নিয়ে এস।


যাকোবের বংশধর ইসরায়েলীদের বারো গোষ্ঠীর নামে বারোটা পাথর জোগাড় করে, তাই দিয়ে পরমেশ্বরের ভাঙ্গা বেদীটা সারালেন।


যাঁরা প্রথমে চুক্তিপত্রে শীলমোহর দিয়েছিলেন তাঁদের নাম:


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন