Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 24:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 মোশি পাহাড়ের উপরে উঠে গেলে ঘন মেঘে পাহাড় আচ্ছন্ন হয়ে গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 মূসা যখন পর্বতে উঠলেন, তখন মেঘে পর্বত আচ্ছন্ন ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 মোশি যখন পর্বতের উপরে চলে গেলেন, তখন তা মেঘে ঢেকে গেল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 মোশি যখন পর্ব্বতে উঠিলেন, তখন মেঘে পর্ব্বত আচ্ছন্ন ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 মোশি যখন পর্বতে উঠল তখন পর্বত মেঘে আচ্ছন্ন ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 সুতরাং মোশি যখন পর্বতে উঠলেন তখন পর্বত মেঘে ঢাকা ছিল।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 24:15
6 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আমি ঘন মেঘের আড়ালে তোমার কাছে উপস্থিত হব যেন তোমার সঙ্গে আমার সমস্ত কথাবার্তা লোকে শুনতে পায়, তাহলে তারা চিরকাল তোমাকে বিশ্বাস করবে। মোশি তখন ইসরায়েলীয়দের বক্তব্য প্রভুকে জানালেন।


তিনি যখন কথা বলছিলেন সেই সময়ে উজ্জ্বল একখণ্ড মেঘ এসে তাঁদের ঢেকে ফেলল এবং সেই মেঘের মধ্য থেকে এই বাণী ঘোষিত হলঃ ইনিই আমার প্রিয় পুত্র, আমার পরম প্রীতিভাজন-এঁর কথা শোন।


তৃতীয় দিন সকাল থেকে বজ্রগর্জন ও বিদ্যুৎ স্ফুরণ হতে লাগল। পাহাড়ের উপর নেমে এল ঘন মেঘের পুঞ্জ, তূর্যনাদ হতে লাগল ঘোররবে। শিবিরের মধ্যে ইসরায়েলীরা মহাভয়ে হল সন্ত্রস্ত।


তখন রাজা শলোমন প্রার্থনা নিবেদন করলেনঃ হে প্রভু পরমেশ্বর,তুমি চেয়েছ মেঘাবৃত অন্ধকারেই থাকতে,


সিনাই পর্বতে প্রভু পরমেশ্বরের দীপ্ত মহিমা বিরাজ করতে লাগল এবং ছয়িদন পর্যন্ত সেই পর্বত মেঘাবৃত হয়ে রইল। সপ্তম দিনে প্রভু পরমেশ্বর মেঘপুঞ্জের মধ্য থেকে মাশিকে আহ্বান করলেন।


প্রভু পরমেশ্বর সিনাই পর্বতের চূড়ায় অবতরণ করেছিলেন। মোশিকে তিনি পর্বতশিখরে তাঁর কাছে আসতে আহ্বান করলেন। মোশি পর্বতে উঠে গেলন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন