Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 23:28 - পবিএ বাইবেল CL Bible (BSI)

28 তোমাদের সামনে থেকে হিব্বীয়, কনানীয় ও হিত্তীয় জাতিদের বিতাড়িত করার জন্য তাদের মধ্যে আমি ভীমরুল পাঠিয়ে ত্রাসের সঞ্চার করব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 আর আমি তোমার আগে ভিমরুল পাঠাব; তারা হিব্বীয়, কেনানীয় ও হিট্টিয়কে তোমার সম্মুখ থেকে তাড়িয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 তোমার সামনে থেকে হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়দের তাড়িয়ে দেওয়ার জন্য আমি তোমার আগে আগে ভিমরুল পাঠিয়ে দেব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 আর আমি তোমার অগ্রে অগ্রে ভিমরুল পাঠাইব; তাহারা হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়কে তোমার সম্মুখ হইতে খেদাইয়া দিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 আমি তোমাদের আগে একটা ভীমরুল পাঠাব। সেই তোমাদের শত্রুদের জোর করে তাড়িয়ে দেবে। হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়রা তোমাদের দেশ ত্যাগ করে পালাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 আর আমি তোমার আগে আগে ভীমরুল পাঠাব; যারা হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়কে তোমার সামনে থেকে বের করে দেবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 23:28
7 ক্রস রেফারেন্স  

তাদের মধ্যে অবশিষ্ট যারা তোমাদের কাছ থেকে পালিয়ে গিয়ে আত্মগোপন করে থাকবে তাদের ধ্বংস করার জন্য তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ভীমরুল ছেড়ে দেবেন।


কেনী, কেনিষী, কদমোনী এবং হিত্তীয়, পেরিষীয়, রেফায়িম, ইমোরী, কনানী,


তোমাদের আগে আমি আমার দূতকে পাঠাব এবং কনানী, ইমোরী, হিত্তীয়, পরিষী, এবং যিরুথীয় প্রভৃতি জাতিকে আমি বিতাড়িত করব।


আমি আজ তোমাকে যে নির্দেশ দেব তা তুমি অবশ্যই পালন করবে। আমি তোমাদের সম্মুখ থেকে ইমোরী, কনানী, হিত্তীয়, পরিষী, হিব্বিয় ও যিরুষীয় প্রভৃতি জাতিসমূহকে বিতাড়িত করব।


তার জন্য তুমি ক্ষেত্র প্রস্তুত করলে, তার মূল প্রবেশ করল গভীরে, ছড়িয়ে পড়ল সারা দেশে।


সনাতন ঈশ্বরই তোমার আশ্রয়, নিম্নে চিরস্থায়ী তাঁর বাহুযুগল তিনি তোমার সম্মুখ থেকে শত্রুদের করলেন বিতাড়িত, বললেন, ‘সংহার কর ওদের।’—


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন