Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 23:26 - পবিএ বাইবেল CL Bible (BSI)

26 তোমাদের দেশে কোন নারীর গর্ভপাত হবে না বা কেউ বন্ধ্যা হবে না। তোমাদের দীর্ঘায়ু দান করব আমি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 তোমার দেশে কারো গর্ভপাত হবে না এবং কেউ বন্ধ্যা হবে না; আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 এবং তোমার দেশে কারোর গর্ভপাত হবে না বা কেউ বন্ধ্যা থাকবে না। আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 তোমার দেশে কাহারও গর্ভপাত হইবে না, এবং কেহ বন্ধ্যা হইবে না; আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 তোমাদের মহিলারা সন্তান ধারণে সক্ষম হয়ে উঠবে। তাদের কেউই সন্তান প্রসবকালে মারা যাবে না। আমি তোমাদের দীর্ঘ জীবন দেব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 তোমার দেশে কারও গর্ভপাত হবে না এবং কেউ বন্ধ্যা হবে না; আমি তোমার আয়ূর পরিমাণ বেশী করব।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 23:26
16 ক্রস রেফারেন্স  

সকল জাতির চেয়ে তোমরাই লাভ করবে বেশী আশীর্বাদ। তোমাদের কোন পুরুষ বা নারী কিম্বা তোমাদের পশুপালের কোন পশুই বন্ধ্যা হবে না।


পাকা ফসল যেমন যথাসময়ে গোলায় তোলা হয়, তেমনি পূর্ণায়ু হয়ে পরিণত বয়সে তুমি কবরে শায়িত হবে।


তোমাদের সন্তান-সন্ততি, ক্ষেতের ফসল ও পশুপালের গোবৎস ও মেষশাবকগুলিও হবে আশীর্বাদযুক্ত।


তাদের পশুপালের বংশবৃদ্ধি হয়, নির্বিঘ্নে তাদের পশুরা শাবক প্রসব করে।


শিশুরা আর অকালে পতিত হবে না মৃত্যুর করাল গ্রাসে। মানুষ ভোগ করবে পূর্ণ আয়ু শতায়ু হলেও তারা বিগত যৌবন হবে না। তার আগে যদি কারও মৃত্যু হয়, তবে লোকে মনে করবে সে অভিশপ্ত।


আমাদের ভাণ্ডার যেন পরিপূর্ণ থাকে নানাবিধ দ্রব্যসম্ভারে আমাদের মেষপাল যেন চারণ ক্ষেত্রে সহস্র সহস্র শাবক প্রসব করে।


তাঁর আশীর্বাদে অতি বর্ধিষ্ণু হয় তারা, তাদের পশুপালের ক্ষয় হতে দেন না তিনি।


ইস্‌হাক বৃদ্ধ ও পরিণত বয়সে দেহরক্ষা করে তাঁর পিতৃপুরুষদের সঙ্গে সম্মিলিত হলেন। তাঁর পুত্র এষৌও যাকোব তাঁকে সমাহিত করলেন।


অতিবৃদ্ধ হয়ে গেলে দাউদ এবার পুত্র শলোমনকে ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করলেন।


বৃদ্ধ অবস্থায় পূর্ণ পরিণত বয়সে অব্রাহাম ইহলোক ত্যাগ করে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হলেন।


অবশেষে ইয়োব পূর্ণপরিণত বয়সে ইহলোক ত্যাগ করলেন।


হে ঈশ্বর, তুমি ওদের নিক্ষেপ করবে বিনাশের গভীরতম গহ্বরে, রক্তলোলুপ ও প্রতারকেরা জীবনের মাঝপথেই হারাবে তাদের আয়ু কিন্তু তোমারই উপর থাকবে আমার অনন্ত আস্থা।


আমাদের আয়ু সত্তর বৎসর মাত্র, সবল হলে আশী বৎসরও হতে পারে, কিন্তু সারা জীবন জুড়ে শুধু দুঃখ আর কষ্ট। বড় দ্রুত কেটে যায় বছরগুলি, আমরাও হয়ে যাই নিঃশেষ।


তাঁর যে সমস্ত বিধি নির্দেশ আজ আমি তোমাদের জ্ঞাত করলাম তা তোমরা পালন করবে তাহলে তোমাদের ও তোমাদের ভবিষ্যৎ বংশধরদের কল্যাণ হবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের চিরতরে দান করেছেন সেই দেশে তোমরা দীর্ঘকাল বাস করতে পারবে।


হে প্রভু পরমেশ্বর, আমি ওদের জন্য তোমাকে কি করতে বলব? তুমি ওদের রমণীদের বন্ধ্যা করে দাও, শুষ্ক করে দাও ওদের স্তনের পীযুষধারা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন