Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 22:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 গরু, গাধা, ভেড়া জামাকাপড় কিংবা হারানো জিনিসের মালিকানা সংক্রান্ত বিধি লঙ্ঘনের সমস্ত অভিযোগে ঈশ্বরের উপাসনার স্থানে উভয় পক্ষকেই উপস্থিত করতে হবে। ঈশ্বর যাকে দায়ী বলে নির্দেশ করবেন, সে অপর পক্ষকে দ্বিগুণ ক্ষতিপূরণ দেবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 সমস্ত রকমের অপরাধের বিষয়ে, অর্থাৎ গরু কিংবা গাধা কিংবা ভেড়া কিংবা পরনের কাপড়, বা কোন হারানো বস্তুর বিষয়ে যদি কেউ বলে, এটা সেই দ্রব্য তবে উভয়ের কথা আল্লাহ্‌র কাছে উপস্থিত হবে। আল্লাহ্‌ যাকে দোষী করবেন, সে তার প্রতিবেশীকে তার দ্বিগুণ দেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 বলদ, গাধা, মেষ, পোশাকের, বা অন্য যে কোনো হারিয়ে যাওয়া সম্পত্তির বিষয়ে যদি কেউ বলে, ‘এটি আমার,’ সেগুলির অবৈধ দখলদারির সব ক্ষেত্রে দুই পক্ষকেই তাদের মামলাগুলি বিচারকদের সামনে আনতে হবে। যাকে বিচারকেরা দোষী সাব্যস্ত করবেন, সেই অন্যজনকে দ্বিগুণ ক্ষতিপূরণ দেবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 সর্ব্বপ্রকার অপরাধের বিষয়ে, অর্থাৎ গোরু কিম্বা গর্দ্দভ কিম্বা মেষ কিম্বা বস্ত্র, বা কোন হারাণ বস্তুর বিষয়ে যদি কেহ বলে, এ সেই দ্রব্য, তবে উভয়ের কথা ঈশ্বরের নিকটে উপস্থিত হইবে; ঈশ্বর যাহাকে দোষী করিবেন, সে আপন প্রতিবাসীকে তাহার দ্বিগুণ দিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 “যদি কোনও দুই ব্যক্তি উভয়েই কোনও ষাঁড় বা গাধা বা মেষ বা কোনও হারানো বস্তুকে নিজের বলে দাবী করে তাহলে তারা দুজনেই ঈশ্বরের কাছে যাবে। ঈশ্বর যাকে দোষী করবেন সে অপর ব্যক্তিকে সেই জিনিসটির মূল্যের দ্বিগুণ দাম দেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 সব প্রকার অপরাধের জন্য, অর্থাৎ গরু বা গাধা, ভেড়া, কাপড়, বা কোনো হারিয়ে যাওয়া জিনিসের বিষয়ে যদি কেউ বলে, এটি আমার জিনিস, তবে উভয় পক্ষের কথা বিচারকের কাছে নিয়ে আসতে হবে; বিচারক যাকে দোষী করবেন, তাকে নিজের প্রতিবেশীকে তার দ্বিগুন দিতে হবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 22:9
17 ক্রস রেফারেন্স  

লোকে বিবাদ করে বিচারালয়ে গেলে বিচারকেরাই বিচার করে নির্ধারণ করবে, কে দোষী আর কে নির্দোষ।


কাজেই তোমরা যদি প্রত্যেকে পরস্পরকে সর্বান্তঃকরণে ক্ষমা না কর, তবে আমার স্বর্গস্থ পিতাও তোমাদের সঙ্গে এরকম আচরণ করবেন।


কোন ব্যক্তি কারও প্রতি অন্যায় করার অভিযোগ অভিযুক্ত হলে যদি তাকে দিব্য করার জন্য এই মন্দিরের বেদীর কাছে আনা হয় তখন সে যদি বলে যে সে নির্দোষ,


তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে কোন দোষ করে তবে তার কাছে গিয়ে একান্তে তার দোষ দেখিয়ে দাও। সে যদি তোমার কথা শোনে তবে তুমি তোমার ভাইকে ফিরে পেলে।


যখনই কোন প্রতিবেশী নগরের নাগরিকের কাছ থেকে নরহত্যা বা কোন বিধান বা অনুশাসন অমান্যের অভিযোগ আসবে, তখন বিচারক্রমে তাদের আচরণবিধি কী হওয়া উচিত সে সম্বন্ধে অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্দেশ দেবে, যাতে তারা প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপাচরণজনিত অপরাধে অপরাধী না হয়। অন্যথায় তুমি ও তোমার প্রতিবেশী নাগরিক বুঝতে পারবে প্রভু পরমেশ্বরের ক্রোধের অগ্নিজ্বালা। কিন্তু যদি তোমরা তোমাদের কর্তব্য সুষ্ঠভাবে পালন কর, তাহলে তোমাদের অপরাধী হতে হবে না।


তোমরা ঈশ্বরকে ধিক্কার দেবে না বা স্বজাতির নেতৃস্থানীয় কোন ব্যক্তিকে অভিশাপ দেবে না।


কোন ব্যক্তি যদি তার গাধা, গরু, ভেড়া কিম্বা অন্য কোন পশু তার প্রতিবেশীর জিম্মায় রাখে এবং সেই পশুটি যদি মরে যায়, পঙ্গু হয় বা লুঠ হয়ে যায় আর তার কোন সাক্ষী না থাকে


বনের পশুদের দ্বারা ছিন্নভিন্ন করা কোন মেষ আমি আপনার কাছে নিয়ে যাই নি, সে ক্ষতি আমি নিজেই স্বীকার করেছি। দিনে বা রাতে যা কিছু চুরি হয়ে যেত তার বদলে আপনি আমার কাছ থেকে ক্ষতিপূরণ নিয়েছেন।


কিম্বা যে জিনিস সম্পর্কে সে মিথ্যা শপথ করেছে, সেই জিনিস বা তার মূল্য পুরোপুরি তাকে ফিরিয়ে দিতে হবে এবং সেই সঙ্গে তাকে সেই জিনিসের মূল্যের এক পঞ্চমাংশ শাস্তিস্বরূপ অতিরিক্ত দিতে হবে। প্রায়শ্চিত্তের নৈবেদ্য উৎসর্গ করার দিন ঐ জিনিসের মালিককে সেই সব ফিরিয়ে দিতে হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন