Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 22:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 কোন লোক যদি শস্যক্ষেত্র বা দ্রাক্ষাক্ষেত্রে পশু চরায় এবং সেই পশু ছাড়া পেয়ে অন্যের শস্য ক্ষেত্র বা দ্রাক্ষাক্ষেত্রের ফসল নষ্ট করে তাহলে তাকে নিজের শস্যক্ষেত্র বা দ্রাক্ষাক্ষেত্রের ভাল ফসল থেকে ক্ষতিপূরণ দিতে হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 যদি কেউ শস্যক্ষেত কিংবা আঙ্গুর-ক্ষেতে পশু চরায়, আর তার পশু ছেড়ে দিলে যদি তা অন্যের ক্ষেতে চরে তবে সেই ব্যক্তি নিজের ক্ষেতের উত্তম শস্য কিংবা নিজের আঙ্গুর-ক্ষেতের উত্তম ফল দিয়ে ক্ষতিপূরণ দেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 “কেউ যদি তার গৃহপালিত পশুপাল জমিতে বা দ্রাক্ষাক্ষেতে চরাতে নিয়ে যায় ও সেগুলি পথভ্রষ্ট হয়ে অন্য একজনের জমিতে চরতে চলে যায়, তবে সেই অপরাধীকে অবশ্যই তার নিজস্ব জমি বা দ্রাক্ষাক্ষেতের সেরা ফলন দিয়ে ক্ষতিপূরণ করতে হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 কেহ যদি শস্যক্ষেত্রে কিম্বা দ্রাক্ষাক্ষেত্রে পশু চরায়, আর আপন পশু ছাড়িয়া দিলে যদি তাহা অন্যের ক্ষেত্রে চরে, তবে সে ব্যক্তি আপন ক্ষেত্রের উত্তম শস্য কিম্বা আপন দ্রাক্ষাক্ষেত্রের উত্তম ফল দিয়া ক্ষতিপূরণ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 “যখন একটি ব্যক্তি তার গৃহপালিত জন্তুদের তার নিজের ক্ষেতে অথবা দ্রাক্ষাক্ষেতে চরতে দেয়, কিন্তু তারা যদি বিপথে গিয়ে অন্য কারো ক্ষেতে অথবা দ্রাক্ষাক্ষেতে চরে বেড়ায় তাহলে তাকে তার ক্ষেতের অথবা দ্রাক্ষাক্ষেতের সবচেয়ে ভালো ফসল দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 কেউ যদি শস্যক্ষেত্রে অথবা আঙ্গুরক্ষেত্রে পশু চরায়, আর নিজের পশু ছেড়ে দিলে যদি তা অন্য লোকের ক্ষেত্রে চরে, তবে সেই ব্যক্তি নিজের ক্ষেত্রের ভালো শস্য অথবা নিজের আঙ্গুরক্ষেত্রের ভালো ফল দিয়ে ক্ষতিপূরণ দেবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 22:5
7 ক্রস রেফারেন্স  

তার শ্রমের ফসলও তাকে দিয়ে দিতে হবে, তার বাণিজ্যের অর্জিত সম্পদ সে ভোগ করতে পারবে না।


কিন্তু পশুটি যদি তার কাছ থেকে চুরি হয়ে যায়, তাহলে সে পশুর মালিককে ক্ষতিপূরণ দেবে।


এবং সেই কুয়োর মধ্যে কারও বলদ বা গাধা পড়ে মারা যায়, তাহলে কুয়োর মালিককে ক্ষতিপূরণ দিতে হবে। পশুর মালিককে সে টাকা দেবে এবং মরা পশুটা তার হবে।


কাঁটাঝোপের আগুন যদি ছড়িয়ে পড়ে স্তূপীকৃত শস্য, ক্ষেতের ফসল বা রোয়া ক্ষেত নষ্ট করে দেয়, তাহলে যে সেই আগুন লাগাবে, তাকে ক্ষতিপূরণ দিতে হবে।


সুজলা সুফলা কোনও দেশও তুমি আমাদের আনতে পার নি কিংবা শস্যক্ষেত্র কি দ্রাক্ষাকুঞ্জের কোন উত্তরাধিকারও আমাদের দাও নি। এখনও তুমি আমাদের প্রতারণা করার চেষ্টা করছ?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন