Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 22:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2-4 তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। যদি সে নিঃস্ব হয় তাহলে তাকেই বিক্রি করে ক্ষতিপূরণের টাকা আদায় করতে হবে। যদি চোরাই পশু — গরু, গাধা কিংবা ভেড়া তার কাছে জীবিত অবস্থায় পাওয়া যায়, তাহলে তাকে দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হবে। সিঁধ কাটার সময় যদি কোন চোর ধরা পড়ে এবং আহত হয়ে মারা যায়, তাহলে সেই খুনের জন্য কেউ দায়ী হবে না। কিন্তু সূর্যোদয়ের পর এই ঘটনা ঘটলে আঘাতকারী খুনের দায়ে পড়বে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর চোর যদি সিঁধ কাটার সময়ে ধরা পড়ে আহত হয় ও মারা পড়ে তবে তার জন্য রক্তপাতের দোষ হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “রাতের বেলায় যদি কোনও চোর চুরি করতে এসে ধরা পড়ে এবং মারাত্মক আঘাত পেয়ে মারা যায়, তবে রক্ষক রক্তপাতের দোষে দোষী হবে না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর চোর যদি সিঁধ কাটিবার সময়ে ধরা পড়িয়া আহত হয়, ও মারা পড়ে, তবে তাহার জন্য রক্তপাতের দোষ হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2-4 যদি তার কাছে কিছু না থাকে তাহলে তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হবে। যদি তুমি লোকটির কাছে জন্তুটিকে দেখতে পাও, তবে চোরকে অবশ্যই চুরি করা জন্তুটির মূল্যের দ্বিগুণ মূল্য দিতে হবে। প্রাণীটি ষাঁড় বা গাধা বা মেষ যাই হোক্ না কেন নিয়ম একই থাকবে। “যদি সিঁধ কেটে চুরি করার সময় কোনও চোর মারা যায় তবে কেউই দোষী হবে না। কিন্তু যদি এটা দিনের বেলায় হয় তাহলে যে হত্যা করবে সে দায়ী হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আর একটি চোর যদি সিঁধ কাটবার দিন ধরা পড়ে এবং যদি আহত হয় ও মরে যায়, তবে তার হত্যার জন্য কোনো দোষ হবে না।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 22:2
11 ক্রস রেফারেন্স  

মনে রাখবে, রাত্রির কোন প্রহরে চোর আসবে তা যদি গৃহকর্তা জানত তাহলে সে অবশ্যই সজাগ থাকত, ঘরে সিঁধ কাটতে দিত না।


এবং খুনের প্রতিশোধ নেবার অধিকারী অভয় পুরীতে সীমানার বাইরে তাকে পায়, তাহলে সে তাকে হত্যা করলে তার রক্তপাতের জন্য অপরাধী হবে না।


কারণ তোমরা ভাল করেই জান যে, রাত্রে যেভাবে চোর আসে প্রভুর আগমনের দিন তেমনভাবেই উপস্থিত হবে।


তারা নগরের উপর ঝাঁপিয়ে পড়ে প্রাচীরের উপর দিয়ে দৌড়ায় চোরের মত জানালা দিয়ে ঘরে ঢোকে।


আমি যখন ইসরায়েলের দুর্দশার প্রতিকার করতে চাই, যখন ইসরায়েলকে সুস্থ করতে চাই, তখনই প্রকট হয়ে ওঠে তার অপরাধ, শমরিয়ার সমস্ত কুকীর্তি। তারা প্রতারণা করে, চোরের মত ভিতরে ঢোকে, দস্যুর মত বাইরে করে লুঠতরাজ।


সমাজ থেকে তারা ছিল বিতাড়িত, লোকে যেমন চোরের পিছনে তাড়া করে তেমনি তাদেরও তাড়া করত।


খুনীরা অন্ধকারে ঘুরে বেড়ায় অসহায় গরীবদের হত্যা করার জন্য, রাতের আঁধারে ওরা চুরি করে।


কিন্তু তোমাদের মধ্যে কেউ যেন হত্যা, চুরি, রাহাজানি কিম্বা অন্য কোন অপরাধেরর জন দণ্ডিত না হয়।


অন্ধকারে চোরেরা ঘরে সিঁধ কাটে দিনের বেলায় তারা লুকিয়ে থাকে, আলোর সাথে তাদের পরিচয় নেই।


দস্যুর রক্তে নয়, নিরপরাধ দীন-দরিদ্রের রক্তেই তোমার পোশাক কলঙ্কিত। কিন্তু এসব সত্ত্বেও


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন