Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 22:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 ডাইনীকে তোমরা জীবিত রাখবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 তুমি জাদুকারিণীকে জীবিত রেখো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 “কোনও ডাকিনীকে বেঁচে থাকতে দিয়ো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 তুমি মায়াবিনীকে জীবিত রাখিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 “যদি কোন স্ত্রীলোক দুষ্ট কূহক করে তবে তাকে বাঁচতে দিও না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 তুমি জাদুকারীকে জীবিত রেখো না।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 22:18
17 ক্রস রেফারেন্স  

তোমাদের মধ্যে কোন পুরুষ বা নারী যদি ভূতের ওঝা বা গুণিন হয় তাহলে অবশ্যই তার প্রাণদণ্ড হবে। লোকে এদের পাথর মেরে হত্যা করবে এবং এদের রক্তপাতের দায় এদের উপরই বর্তাবে।


শমুয়েল তখন গত হয়েছেন। সমগ্র ইসরায়েল জাতি তাঁর জন্য শোক প্রকাশ করে তাঁকে তাঁর নিজের নগর রামায় সমাধিস্থ করেছিল। শৌল সেই সময়ে ভূতের ওঝা ও তন্ত্রসাধকদের দেশ থেকে বিতাড়িত করেছিলেন।


আর যদি কেউ ভূতের ওঝা বা গুণিনদের অনুগামী হয়ে স্বেচ্ছাচারে লিপ্ত হয়, তাহলে আমি তার প্রতি বিমুখ হয়ে তার স্বজাতীয়দের মধ্য থেকে তাকে উচ্ছেদ করব।


বিপথগামী, গুণীন, ব্যভিচারী, নরঘাতক, পৌত্তলিক এবং কাজে ও কথায় যারা মিথ্যা ভালবাসে তারা সকলেই থাকবে নগরীর বাইরে।


তোমার ভূতের ওঝা বা গুণিনদের কাছে যাবে না, তাদের খোঁজ করবে না, তাহলে তোমরা তাদের দ্বারা অশুচি হবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।


তোমরা রক্তসমেত মাংস খাবে না। তোমরা ডাকিনীবিদ্যা কিম্বা শাকুনবিদ্যার চর্চা করবে না।


আমি মিশরীদের পরিকল্পনা ব্যর্থ করে দিতে এবং তাদের মনোবল ভেঙ্গে দিতে চলেছি। তারা তাদের অলীক প্রতিমার কাছে সাহায্য ভিক্ষা করবে, আত্মার ভর হওয়া লোকের কাছে এবং প্রেতাত্মাদের কাছে পরামর্শ চাইতে যাবে।


পৌত্তলিকতা, বশীকরণ, শত্রুতা, দ্বন্দ্ব, ঈর্ষা, ক্রোধ, স্বার্থপরতা, মতভেদ, দলাদলি,


এদের মধ্যে অনেকেই তাদের যাদুবিদ্যার বইগুলো এনে সকলের সামনে পুড়িয়এ ফেলল। পোড়ানো বইগুলির আনুমানিক মূল্য ছিল পঞ্চাশ হাজার রৌপ্যমুদ্রা।


সেই স্ত্রীলোকটি তাঁকে বলল, আপনি নিশ্চয়ই জানেন শৌল সমস্ত ভূতের ওঝা ও তন্ত্র সাধকদের দেশ থেকে উচ্ছেদ করেচেন। তাহলে কেন আপনি আমাকে ফাঁদ ফেলে আমার জীবননাশের চেষ্টা করছেন?।


তোমাদের প্রবক্তা নবীদের কিম্বা আর কাউকে বিশ্বাস করো না যারা ভবিষ্যদ্বাণী করতে পারে কিম্বা স্বপ্ন বা মৃত্যুলোক থেকে আত্মাকে জাগিয়ে ভবিষ্যতের কথা জানতে পারে বা জাদুবিদ্যা দিয়ে ভবিষ্যতের কথা বলে দিতে পারে বলে দাবী করে। তারা সকলেই ব্যাবিলনরাজের কাছে বশ্যতা স্বীকার করতে তোমাদের বারণ করবে।


তারা তোমাদের সঙ্গে প্রতারণা করবে এবং মাতৃভূমি থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করবে। আমি তোমাদের বিতাড়িত করব, ধ্বংস হয়ে যাবে তোমরা।


পুরুষ বা নারী - তোমরা কেউ পশু সম্ভোগ দ্বারা নিজেদের অশুচি করবে না। কারণ তা বিকৃত আচরণ।


‘পশুর সঙ্গে যে সংসর্গ করে সে হোক অভিশপ্ত।’— জনতা বলবে ‘আমেন’।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন