Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 22:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 যদি বন্য জন্তুর আক্রমণে পশুটি নিহত হয়, তবে সে তার প্রমাণ স্বরূপ পশুটির দেহের কোন অংশ উপস্থিত করবে। তখন বন্যজন্তুর আক্রমণে নিহত পশুটির জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 যদি সেটি কেটে ফেলা হয় তবে সে প্রমাণ করার জন্য তা উপস্থিত করুক; সেই কেটে ফেলা পশুর জন্য সে ক্ষতিপূরণ দেবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 সেটি যদি কোনও বন্যপশু দ্বারা বিদীর্ণ হয়েছে, তবে সেই প্রতিবেশী প্রমাণস্বরূপ সেটির দেহাবশেষ আনবে এবং সেই বিদীর্ণ পশুটির জন্য কোনও ক্ষতিপূরণ দিতে হবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 যদি সেটী বিদীর্ণ হয়, তবে সে প্রমাণার্থে তাহা উপস্থিত করুক; সেই বিদীর্ণ পশুর জন্য সে ক্ষতিপূরণ করিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 যদি কোন বন্য জন্তু প্রাণীটিকে মেরে ফেলে তবে তার দেহ প্রমাণ হিসেবে দেখাতে হবে। তাহলে প্রতিবেশীকে জরিমানা দিতে হবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 যদি একটি পশুকে টুকরো করা হয়, তবে সে প্রমাণের জন্য তা উপস্থিত করুক; সেই টুকরো করা পশুর জন্য সে ক্ষতিপূরণ দেবে না।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 22:13
6 ক্রস রেফারেন্স  

সিংহ ও সিংহী তার শাবকদের জন্য প্রচুর পরিমাণে শিকার করে আনত? শিকারের প্রাচুর্যে পূর্ণ হয়ে থাকত তার গুহা, নিহত পশুর ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে থাকত সেখানে।


জাতিসমূহের মাঝে বহু জাতি পরিবেষ্টিত যাকোবকুলের অবশিষ্টাংশ হবে, বনের পশুদের মাঝে সিংহের মত, মেষপালের মাঝে তরুণ কেশরীর মত। সে যখন আক্রমণ করে মেষের পালকে তখন তাকে পদদলিত করে ছিন্নভিন্ন করে ফেলে, তাদের উদ্ধারের কোনও পথ থাকে না তখন।


প্রভু বলেছেনঃ সিংহের মুখ থেকে মেষপালক যেমন মেষের দুটি পা কিম্বা একটি কান উদ্ধার করে আনে, শমরীয়ানিবাসী ইসরায়েলীদেরও তেমনি খাটের একটি বাজু বা পালঙ্কের একটা পায়ার মত সামান্য অংশই উদ্ধার করা হবে।


আমি তখন বললাম: হে প্রভু পরমেশ্বর, এভাবে আমি নিজেকে অশুচি করতে পারব না। শিশুকাল থেকে আমি কখনও মরা জন্তু বা অন্য পশুর মারা জন্তুর মাংস খাইনি। অশুচি কোন খাবার আমি কোনদিন খাইনি।


কিন্তু পশুটি যদি তার কাছ থেকে চুরি হয়ে যায়, তাহলে সে পশুর মালিককে ক্ষতিপূরণ দেবে।


কেউ যদি তার প্রতিবেশীর কাছ থেকে কোন পশু ধার নেয় এবং মালিকের অসাক্ষাতে যদি সেটি পঙ্গু হয়ে যায় বা মারা যায়, তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন