Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 22:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 কোন ব্যক্তি যদি তার গাধা, গরু, ভেড়া কিম্বা অন্য কোন পশু তার প্রতিবেশীর জিম্মায় রাখে এবং সেই পশুটি যদি মরে যায়, পঙ্গু হয় বা লুঠ হয়ে যায় আর তার কোন সাক্ষী না থাকে

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 কেউ যদি তার গাধা কিংবা গরু কিংবা ভেড়া কিংবা কোন পশু প্রতিবেশীর কাছে পালন করার জন্য রাখে এবং লোকের অগোচরে সে পশু মারা যায়, বা আঘাত পায়, কিংবা কেড়ে নেওয়া হয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 “যদি কেউ তার প্রতিবেশীর কাছে গাধা, বলদ, মেষ বা অন্য কোনো পশু গচ্ছিত রাখে এবং সেটি মারা যায় বা আহত হয় বা মানুষের অগোচরে চুরি হয়ে যায়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 কেহ যদি আপন গর্দ্দভ কিম্বা গোরু কিম্বা মেষ কিম্বা কোন পশু প্রতিবাসীর কাছে পালনার্থে রাখে, এবং লোকের অগোচরে সে পশু মরিয়া যায়, বা ভগ্নাঙ্গ হয়, কিম্বা তাড়িত হয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 “কোনও ব্যক্তি তার কোন প্রাণীর রক্ষণাবেক্ষণের জন্য তার প্রতিবেশীকে অল্প সময়ের জন্য ভার দিতে পারে। সেটা গাধা বা ষাঁড় বা মেষ হতে পারে কিন্তু যদি সেই প্রাণী আহত হয় বা মারা যায় বা কারো অলক্ষ্যে চুরি হয়ে যায় তাহলে কি করবে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 যদি একজন ব্যক্তি নিজের গাধা, গরু, ভেড়া অথবা কোন পশু প্রতিবেশীর কাছে পালন করার জন্য রাখে এবং লোকের অজানায় সেই পশু মরে যায়, বা কোনো অঙ্গ ভেঙে যায় অথবা দূরে কোথাও নিয়ে যাওয়া হয়,

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 22:10
6 ক্রস রেফারেন্স  

এবং এইজন্যই আমি এত দুঃখ বরণ করছি কিন্তু তবুও আমি লজ্জিত নই। কারণ যাঁর উপর আমি বিশ্বাস স্থাপন করেছি তাঁকে আমি জানি। এ সম্বন্ধে আমি সুনিশ্চিত যে আমার হাতে যা গচ্ছিত রয়েছে তা তিনি শেষের সেই দিন পর্যন্ত রক্ষা করতে সমর্থ।


সুতরাং জাগতিক ধনসম্পদ সম্বন্ধে যদি তুমি বিশ্বস্ত না হও, তাহলে প্রকৃত সম্পদ কে বিশ্বাস করে তোমার কাছে রাখবে?


কিন্তু যে না জেনে দণ্ডের যোগ্য কোন কাজ করে, তার দণ্ড লঘু হবে। যাকে বেশী দেওয়া হয়েছে, তার কাছ থেকে বেশী আদায় করা হবে। লোকে যাদের বেশী দেয়, তার কাছ থেকে তারা বেশী চাইবে। যাদের তার চেয়েও বেশী দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে তেমনি আরও বেশী প্রতিদান দাবী করা হবে।


তিনি একদিন তাঁকে বললেন, এস, আমার শয্যাসঙ্গী হও। কিন্তু যোষেফ প্রভু পত্নীর প্রস্তাব অগ্রাহ্য করে বললেন, আমার মনিবের কথা ভাবুন। তাঁর সংসারে আমি কি করছি না করছি তার কিছুই তিনি জানেন না। তিনি তাঁর সর্বস্ব আমার হাতে সঁপে দিয়েছেন।


গরু, গাধা, ভেড়া জামাকাপড় কিংবা হারানো জিনিসের মালিকানা সংক্রান্ত বিধি লঙ্ঘনের সমস্ত অভিযোগে ঈশ্বরের উপাসনার স্থানে উভয় পক্ষকেই উপস্থিত করতে হবে। ঈশ্বর যাকে দায়ী বলে নির্দেশ করবেন, সে অপর পক্ষকে দ্বিগুণ ক্ষতিপূরণ দেবে।


তাহলে সেই ব্যক্তিকে প্রভু পরমেশ্বরের দিব্য দিয়ে বলতে হবে যে সে প্রতিবেশীর সম্পত্তি আত্মসাৎ করে নি। পশুর মালিককে সে কথা মেনে নিতে হবে এবং এক্ষেত্রে কোন ক্ষতিপূরণ দিতে হবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন