Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 21:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 ঈশ্বরের এবং উপাসনার স্থানে নিয়ে যাবে। তাকে বাড়ির দরজা বা খুঁটির কাছে নিয়ে গিয়ে একটি সূঁচ দিয়ে তার কান ফুটো করে দেবে। তখন সে আজীবন তার মনিবের ক্রীতদাস হয়ে থাকবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তা হলে তার মালিক তাকে আল্লাহ্‌র কাছে নিয়ে যাবে এবং সে তাকে কপাটের কিংবা বাজুর কাছে উপস্থিত করবে। সেই স্থানে তার মালিক গুঁজি দ্বারা তার কান বিদ্ধ করবে; তাতে সে চিরকাল সেই মালিকের গোলাম থাকবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তবে তার মালিক অবশ্যই তাকে ঈশ্বরের সামনে নিয়ে যাবেন। মালিক তাকে দরজার কাছে বা দরজার চৌকাঠের কাছে নিয়ে যাবেন এবং একটি কাঁটা দিয়ে তার কান বিদীর্ণ করে দেবেন। তখন সে সারা জীবনের জন্য তাঁর দাস হয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তাহা হইলে তাহার প্রভু তাহাকে ঈশ্বরের নিকটে লইয়া যাইবে, এবং সে তাহাকে কপাটের কিম্বা বাজুর নিকটে উপস্থিত করিবে, তথায় তাহার প্রভু গুঁজি দ্বারা তাহার কর্ণ বিদ্ধ করিবে; তাহাতে সে চিরকাল সেই প্রভুর দাস থাকিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 যদি এরকম হয় তাহলে তার মনিব দাসটিকে ঈশ্বরের কাছে নিয়ে আসবে। তারপর তার মনিব তাকে একটি দরজা বা দরজার কাঠের কাঠামোর কাছে নিয়ে যাবে। তারপর ছুঁচালো একটি যন্ত্র দিয়ে মনিব তার দাসের কানে একটি ফুটো করবে। তাহলে সেই দাস সারাজীবন তার মনিবের সেবা করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তাহলে তার প্রভু অবশ্যই তাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে এবং সে তাকে দরজার কিম্বা দরজার চৌকাঠের কাছে উপস্থিত করবে, সেখানে তার প্রভু পেরেক মাধ্যমে তার কান বিদ্ধ করবে; তখন সে জীবনের বাকি দিন গুলিতে সেই প্রভুর দাস থাকবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 21:6
24 ক্রস রেফারেন্স  

তাহলে তুমি তাকে দরজার কাছে নিয়ে গিয়ে একটি সূচ দিয়ে তার কান বিদ্ধ করে দেবে তাহলে সে আজীবন তোমার দাস হয়ে থাকবে। ক্রীতদাসী সম্পর্কেও এই একই রীতি পালন করবে।


সে বেতনভোগী ভৃত্যের মত কিম্বা প্রবাসী ব্যক্তির মত তোমার কাছে থাকবে এবং জুবিলির বছর পর্যন্ত তোমার সেবা করবে।


দাউদ তাঁকে বললেন, ঠিক আছে, আপনি তাহলে স্বচক্ষেই আপনার দাসের কর্মক্ষমতা দেখতে পাবেন। আখিশ বললেন, আমিও তাহলে তোমাকে সারাজীবন আমার দেহরক্ষীর পদে বহাল করব।


তার আমলারা যেন বাঘের মত, তাদের কাছে ঘেঁষা যায় না। তার বিচারকেরা যেন ক্ষুধার্ত নেকড়ে সকাল পর্যন্ত তারা শিকারের কিছু বাকী রাখে না।


তাঁরা বললেন, আপনি যদি এই প্রজাদের সুখে স্বাচ্ছন্দে পালন করতে চান তাহলে তাদের অনুরোধ রাখুন। তারা চিরকাল আপনার অনুগত থাকবে।


আখিশ দাউদকে বিশ্বাস করতেন। তিনি ভেবেছিলেন যে দাউদ তার স্বজাতি ইসরায়েলীদের কাছে নিজেকে ঘৃণাস্পদ করে তুলেছে। সে চিরকাল তাঁরই দাস হয়ে থাকবে।


কিন্তু হান্না গেলেন না, তিনি তাঁর স্বামীকে বললেন, শিশুটি স্তন্যত্যাগ করা মাত্রই আমি প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাকে নিবেদন করে আসব, সে চিরকাল সেখানেই থাকবে।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের বিভিন্ন গোষ্ঠীতে যে সব নগর দান করবেন সেগুলিতে তোমরা বিচারক ও প্রশাসক নিয়োগ করবে, তারা ন্যায়সঙ্গতভাবে লোকের বিচার করবে।


তখন আমি তোমাদের বিচারক মণ্ডলীকে এই আদেশ দিয়েছিলাম: তোমরা তোমাদের জ্ঞাতিভাইদের অভিযোগ শুনবে এবং অভিযোগকারী ও তার জ্ঞাতিভাই কিম্বা তার প্রতিবেশী বিদেশীর ন্যায়বিচার করবে।


জমি চিরকালের জন্য কখনও বিক্রি হবে না, কেননা জমির স্বত্ব আমার, আর আমার দৃষ্টিতে তোমরা এ দেশে বসবাসকারী বিদেশী।


তোমরা ঈশ্বরকে ধিক্কার দেবে না বা স্বজাতির নেতৃস্থানীয় কোন ব্যক্তিকে অভিশাপ দেবে না।


মারামারির সময় কোন ব্যক্তি যদি গর্ভবতী কোন নারীকে আঘাত করে এবং তার ফলে তার গর্ভপাত হয়, কিন্তু তার আর কোন ক্ষতি না হয়, তাহলে দোষী সেই নারীর স্বামীর দাবী অনুযায়ী বিচারকদের দ্বারা নির্দিষ্ট জরিমানা দিতে বাধ্য থাকবে।


ঐ রাত্রে আমি মিশরের মধ্য দিয়ে যাব এবং মিশরের মানুষ ও পশু নির্বিশেষে সকলের প্রথমজাত সন্তানকে সংহার করব। আমি প্রভু পরমেশ্বর এইভাবেই মিশরের দেবতাদের দণ্ডবিধান করব।


বহুকাল আগে তোমাদের যে রকম শাসনকর্তা ও পরামর্শদাতা ছিল, সেই রকম শাসনকর্তা ও পরামর্শদাতা আমি তোমাদের দেব। তখন ‘জেরুশালেম ধর্মনিষ্ঠ সজ্জনের নগরী’ বলে আবার আখ্যাত হবে।


যদি কোন ক্রীতদাস বলে, আমি আমার মনিবকে ভালবাসি, আমার স্ত্রী ও ছেলেমেয়েদেরও ভালবাসি, আমি মুক্ত হতে চাই না, তাহলে তার মনিব তাকে


কেউ যদি তার কন্যাকে ক্রীতদাসীরূপে বিক্রি করে দেয়, তাহলে সেই দাসী কিন্তু ক্রীতদাসদের মত মুক্তিলাভ করবে না।


কিন্তু সেই দাস যদি তোমার কাছে সুখে থাকে এবং তোমাকে ও তোমার পরিবারের লোকজনকে ভালবেসে তোমাকে ছেড়ে যেতে না চায়,


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর দণ্ডায়মান তাঁর দিব্যসভায়, দেবগণের মাঝেই বিচার নিষ্পন্ন করবেন তিনি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন