Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 20:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 মোশি তাদের বললেন, ভয় করো না, ঈশ্বর তোমাদের শুধু পরীক্ষা করার জন্য এবং তোমাদের মনে তাঁর প্রতি সম্ভ্রমবোধ জাগ্রত করে পাপাচরণ থেকে তোমাদের নিবৃত্ত করার জন্য আবির্ভূত হয়েছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 মূসা লোকদেরকে বললেন, ভয় করো না; কেননা তোমাদের পরীক্ষা করার জন্য এবং তোমরা যেন গুনাহ্‌ না কর, এজন্য তাঁর ভয়াবহতা তোমাদের দৃষ্টিগোচর করার জন্য আল্লাহ্‌ এসেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 মোশি লোকদের বললেন, “ভয় পেয়ো না। ঈশ্বর তোমাদের পরীক্ষা করতে এসেছেন, যেন পাপ করা থেকে তোমাদের বিরত রাখার জন্য ঈশ্বরভয় তোমাদের সহবর্তী হয়।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 মোশি লোকদিগকে কহিলেন, ভয় করিও না; কেননা তোমাদের পরীক্ষা করণার্থে, এবং তোমরা যেন পাপ না কর, এই নিমিত্তে আপন ভয়ানকতা তোমাদের চক্ষুর্গোচর করণার্থে ঈশ্বর আসিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 তখন মোশি তাদের বলল, “ভয় পেও না। প্রভু তোমাদের পরীক্ষা করতে আবির্ভূত হয়েছেন। তিনি চান তোমরা তাঁকে সম্মান কর, যাতে তোমরা পাপ কাজ না কর।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 মোশি লোকদেরকে বললেন, “ভয় কোরো না; কারণ তোমাদের পরীক্ষার জন্য এবং তোমরা যেন পাপ না কর, এই জন্য নিজের ভয়ানকতা তোমাদের চক্ষুগোচর করার জন্য ঈশ্বর এসেছেন।”

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 20:20
22 ক্রস রেফারেন্স  

তাহলে তোমরা সেই নবী বা স্বপ্নদ্রষ্টার কথা শুনবে না, কেননা তোমরা সমগ্র মনপ্রাণ দিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালবাস কিনা তা জানার জন্য প্রভু পরমেশ্বর হয়তো তোমাদের এভাবে পরীক্ষা করতে পারেন।


নিজেকে বেশী জ্ঞানী মনে করো না পরম প্রভুকে সম্ভ্রম কর, মন্দ থেকে দূরে থাক।


শমুয়েল তখন জনতাকে বললেন, ভয় করো না, অন্যায় যদিও তোমরা করেছ তবুও প্রভু পরমেশ্বরের ইচ্ছা পালনে বিরত হয়ো না। মনে প্রাণে তাঁরই ভজনা কর।


মনে রেখ, আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমি পবিত্র, একমাত্র আমাকেই তুমি ভয় ও ভক্তি করবে।


আনুগত্য ও বিশ্বস্ত আচরণে পাপমোচন হয়, আর ঈশ্বরভক্তি মানুষকে মন্দ থেকে দূরে রাখে।


মানুষকে তিনি বললেনঃ দেখ, পরমেশ্বরের প্রতি সম্ভ্রমবোধই হচ্ছে প্রজ্ঞা, আর মন্দকে পরিহার করাই হচ্ছে সুবিবেচনা।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই চল্লিশ বছর ধরে তোমাদের নত নম্র করার জন্য এবং তাঁর আদেশ পালন সম্পর্কে তোমাদের মনোভাব যাচাই করে দেখার জন্য প্রান্তরে যে সব পথে তোমাদের পরিচালনা করেছেন, সেই পথের কথা তোমরা স্মরণে রাখবে।


এই সব ঘটনার পরে ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করার জন্য ডাকলেন, অব্রাহাম। অব্রাহাম উত্তর দিলেন, আজ্ঞে, বলুন প্রভু।


ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি! আমি তোমার ঈশ্বর, হতাশ হয়ো না তুমি! আমি তোমায় শক্তিমান করব সাহায্য করব তোমায়, আমি তোমার রক্ষা করব, উদ্ধার করব তোমায়!


ঈশ্বরভক্তি প্রজ্ঞার প্রথম সোপান, কিন্তু মূর্খেরা অবজ্ঞা করে প্রজ্ঞা ও হিতোপদেশ।


কিন্তু আমার পূর্ববর্তী শাসকেরা লোকদের কাছ থেকে তাঁদের জন্য নির্দিষ্ট খাদ্য এবং পানীয় ছাড়াও চল্লিশ শেকেল রূপো নিয়ে তাদের উপর ভারী বোঝা চাপিয়ে ছিলেন। তাঁদের সহকারীরাও লোকদের উপর প্রভুত্ব চালাত। কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তিবশতঃ আমি ঐভাবে আচরণ করিনি।


অতএব তোমরা এখন প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম কর, নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে তাঁর সেবা ও আরাধনা কর। তোমাদের পূর্বপুরুষেরা ইউফ্রেটিস নদীর ওপারে এবং মিশর দেশে যে দেবতাদের পূজা-অর্চনা করত তাদের বর্জন করে কেবলমাত্র প্রভু পরমেশ্বরের সেবা কর।


হে ইসরায়েলকুল! শোন, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের কাছে কি প্রত্যাশা করেন? তাঁর প্রত্যাশা—তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম কর, তাঁর নির্দেশিত পথে চল ও তাঁকে ভালবাস। তোমাদের সমগ্র হৃদয়, মন ও প্রাণ দিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সেবা কর।


তোমরা পুত্র পৌত্রাদিক্রমে আজীবন তাঁর এই সমস্ত নির্দেশ ও বিধি, যা আমি তোমাদের জানালাম, পালন করবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করবে, তাহলে তোমরা দীর্ঘ জীবন লাভ করবে।


তোমরা যে দিন হোরেব পর্বতে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত হয়েছিলে, সেদিন প্রভু আমাকে বলেছিলেন, তুমি আমার কাছে ইসরায়েলীদের একত্র কর, তাদের কাছে আমার কিছু বক্তব্য আছে, তাহলে তারা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন আমাকে সম্ভ্রম করতে শিখবে এবং তাদের সন্তানসন্ততিদেরও সেই শিক্ষা দেবে।


দূত বললেন, বালকটির অঙ্গে তুমি হস্তক্ষেপ করো না, তার কোন ক্ষতি করো না, কারণ এবার আমি জানলাম যে তুমি ঈশ্বরকে সত্যিই সম্ভ্রম কর, আমার উদ্দেশে তুমি তোমার পুত্র—একমাত্র পুত্রকেও উৎসর্গ করতে দ্বিধা করো নি।


আমি ভেবেছিলাম যে এখানে কেউ ঈশ্বরকে সম্ভ্রম করে না, তাই হয়তো এখানকার লোকেরা আমার স্ত্রীর লোভে আমাকে হত্যা করবে।


মোশি তাদের বললেন, তোমরা ভয় পেয়ো না, সাহস কর, দেখ, প্রভু পরমেশ্বর আজ কি করে তোমাদের উদ্ধার করেন। মিশরীদের তোমরা আজ দেখছ বটে, কিন্তু ভবিষ্যতে আর কোনদিন তাদের দেখতে পাবে না।


আর তিনি আমাদের তাঁর এই সমস্ত বিধি পালন করতে এবং আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করতে আদেশ দিলেন যেন আজীবন আমাদের মঙ্গল হয় আর আজ যেমন তেমনি চিরকাল তিনি আমাদের রক্ষা করেন।


আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, আমি তোমায় দান করব শক্তি তুমি ভয় করো না, আমার সর্বজয়ী শক্তি তোমার সহায়।


তোমাদের পূর্বপুরুষেরা যা কখনও দেখে নি, সেই মান্না দিয়ে তিনি প্রান্তরে তোমাদের প্রতিপালন করেছেন। পরিশেষে তোমাদের কল্যাণের জন্যই তিনি তোমাদের অবনত ও পরীক্ষা করেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন