যাত্রাপুস্তক 20:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)2 আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর। আমিই দাসত্বের আগার মিশর থেকে তোমাকে উদ্ধার করে এনেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আমি তোমার আল্লাহ্ মাবুদ, যিনি মিসর দেশ থেকে, গোলামীর গৃহ থেকে, তোমাকে বের করে আনলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “আমিই তোমার ঈশ্বর সেই সদাপ্রভু, যিনি তোমাকে মিশর থেকে, ক্রীতদাসত্বের সেই দেশ থেকে বের করে এনেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “আমিই প্রভু, তোমাদের ঈশ্বর। আমিই তোমাদের মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছি। তাই তোমরা এই নির্দেশগুলি মানবে: অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে, দাসত্বের ঘর থেকে তোমাকে বের করে আনলেন। অধ্যায় দেখুন |
রাজা আহসের পাপের ফলে তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সিরিয়ার রাজার হাতে তাঁকে পরাস্ত করালেন এবং রাজ্য বহু সংখ্যক যিহুদীয়াবাসীকে বন্দী করে দামাস্কাসে নিয়ে গেলেন। এ ছাড়াও রমলিয়ের পুত্র ইসরায়েলরাজ পেকাহ্-এর হাতেও প্রভু পরমেশ্বর আহসকে পরাজিত করালেন এবং যিহুদীয়ার 120,000 জন বীর যোদ্ধাকে এক দিনে বধ করালেন। তাঁদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই ঘটনাকে সংঘটিত হতে দিয়েছিলেন কারণ যিহুদীয়ার অধিবাসী তাঁকে পরিত্যাগ করেছিল।
তিনি বললেন, তোমরা যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশ সম্পূর্ণভাবে পালন কর, আমার দৃষ্টিতে যা ন্যায়সঙ্গত তা-ই কর, আমার নির্দেশ মেনে চল এবং আমার সমস্ত বিধি পালন কর, তা হলে মিশরীদের যে সব ব্যাধি দিয়ে আমি আঘাত করেছিলাম, সেই সব ব্যাধির আক্রমণ আমি তোমাদের উপর ঘটতে দেব না। আমি, প্রভু পরমেশ্বরই তোমাদের আরোগ্যদাতা।