Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 20:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর। আমিই দাসত্বের আগার মিশর থেকে তোমাকে উদ্ধার করে এনেছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আমি তোমার আল্লাহ্‌ মাবুদ, যিনি মিসর দেশ থেকে, গোলামীর গৃহ থেকে, তোমাকে বের করে আনলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “আমিই তোমার ঈশ্বর সেই সদাপ্রভু, যিনি তোমাকে মিশর থেকে, ক্রীতদাসত্বের সেই দেশ থেকে বের করে এনেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “আমিই প্রভু, তোমাদের ঈশ্বর। আমিই তোমাদের মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছি। তাই তোমরা এই নির্দেশগুলি মানবে:

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে, দাসত্বের ঘর থেকে তোমাকে বের করে আনলেন।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 20:2
50 ক্রস রেফারেন্স  

আমিই তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, আমিই মিশরের দাসত্বের আগার থেকে তোমাকে উদ্ধার করে এনেছি।


তোমরা যখন মিশরে ছিলে, তখন থেকেই আমি প্রভু পরমেশ্বর, তোমাদের ঈশ্বর। আমাকে ছাড়া কোনও ঈশ্বরকে তোমরা জানতে না, আমি ছাড়া তোমাদের ছিল না কোন পরিত্রাতা।


আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর, আমি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছি, মিশরীদের দাস হয়ে থাকতে দিই নি। আমিই তোমাদের কাঁধের জোয়াল ভেঙ্গে তোমাদের মাথা উঁচু করে চলবার সুযোগ দিয়েছি।


আমিই প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর, আমিই তোমাদের মিশর থেকে এনেছি উদ্ধার করে। পক্ষীশাবকের মত বিস্তার কর তোমাদের মুখ আমি পূর্ণ করে দেব পক্ষীমাতার মত।


মোশি ইসরায়েলীদের বললেন, আজকের এই দিনটি তোমরা বিশেষভাবে স্মরণে রাখবে। এই দিন তোমরা দাসত্বের আগার মিশর ছেড়ে বেরিয়ে এসেছ, প্রভু পরমেশ্বর মহাপরাক্রমে তোমাদের উদ্ধার করেছেন। এই দিনে খামিরযুক্ত কোন কিছুই খাওয়া চলবে না।


তোমরা সঠিক দাঁড়িপাল্লা, বাটখারা, এফা ও হিন রাখবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর, আমিই তোমাদের মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছি।


প্রভু পরমেশ্বর তোমাদের ভালবাসেন এবং তোমাদের পিতৃপুরুষদের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা তিনি রক্ষা করেছেন, সেই জন্যই তিনি সবল হস্তে তোমাদের উদ্ধার করেছেন, দাসত্বের আগার থেকে, মিশররাজ ফারাও-এর কবল থেকে তোমাদের মুক্ত করেছেন।


মনে রাকবে, মিশরে তুমিও ছিলে দাস কিন্তু তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সবল বাহু প্রসারণ করে সেখান থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন। এই জন্যই তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাকে বিশ্রাম দিবস পালন করার নির্দেশ দিয়েছেন।


এর দ্বারা তোমাদের ভাবী বংশধরেরা জানতে পারবে যে আমি ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে এনে ছাউনিতে বাস করিয়েছিলাম। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।


মনে রাখবে যে তুমিও এককালে মিশরে দাস ছিলে আর তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরই তোমাকে মুক্ত করেছেন। সেই জন্যই আজ আমি তোমাকে এই আদেশ দিলাম।


তাকে মারার জন্য তুমি পাথর ছুঁড়বে, কারণ তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি মিশর থেকে, দাসত্বের শৃঙ্খল থেকে তোমাকে মুক্ত করে এনেছেন তোমার অনুগামী হতে সে তোমাকে ভ্রষ্ট করতে চেয়েছে।


তোমরা নিজেদের জন্য কোন প্রতিমা তৈরী করবে না, খোদাই করা কোন প্রতিমূর্তি বা স্তম্ভ স্থাপন করবে না এবং পূজা করার জন্য দেশে কোন খোদাই করা পাথরের মূর্তি রাখবে না। কেননা আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।


এবার আমি ইসরায়েলীদের সঙ্গে যে নতুন সন্ধিচুক্তি স্থাপন করব, তা হল এই: তাদের অন্তরে আমি সঞ্চারিত করব আমার ধর্মানুশাসন, লিখে দেব বিধান তাদের হৃদয়-ফলকে,আমি হব তাদের ঈশ্বর, তারা হবে আমার প্রজা।


হে আমার প্রজাবৃন্দ, আমার কথা শোন, হে ইসরায়েলকুল, তোমার বিরুদ্ধে আমি অভিযোগ আনব। আমি ঈশ্বর–তোমাদের আরাধ্য ঈশ্বর।


কারণ ইহুদী ও গ্রীকের মধ্যে কোন প্রভেদ নেই, তিনি সকলের প্রভু যারা তাঁকে ডাকে তাদের সকলেরই প্রতি তিনি উদারহস্ত।


ঈশ্বর কি কেবল ইহুদীদের ঈশ্বর? তিনি কি অন্যান্য জাতিরও ঈশ্বর নন? নিশ্চয়, অন্যান্য জাতিরও ঈশ্বর তিনি।


প্রভু পরমেশ্বর বলেন, এমন সময় আসছে, যেদিন আমিই হব ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর ঈশ্বর এবং তারা হবে আমার প্রজা।


রাজা আহসের পাপের ফলে তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সিরিয়ার রাজার হাতে তাঁকে পরাস্ত করালেন এবং রাজ্য বহু সংখ্যক যিহুদীয়াবাসীকে বন্দী করে দামাস্কাসে নিয়ে গেলেন। এ ছাড়াও রমলিয়ের পুত্র ইসরায়েলরাজ পেকাহ্-এর হাতেও প্রভু পরমেশ্বর আহসকে পরাজিত করালেন এবং যিহুদীয়ার 120,000 জন বীর যোদ্ধাকে এক দিনে বধ করালেন। তাঁদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই ঘটনাকে সংঘটিত হতে দিয়েছিলেন কারণ যিহুদীয়ার অধিবাসী তাঁকে পরিত্যাগ করেছিল।


ইসরায়েলীদের তুমি বল, আমি প্রভু পরমেশ্বর, আমিই তোমাদের মিশরের কঠোর শ্রম থেকে নিষ্কৃতি দেব। মিশরীদের দাসত্ব থেকে তোমাদের মুক্ত করব। আমার প্রসারিত বাহুর পরাক্রমে মিশরীদের চরম দণ্ড বিধান করে তোমাদের উদ্ধার করব।


যাদের তুমি মুক্তিমূল্যে করেছ ক্রয় অপার করুণায় তুমিই তাদের করছ চালনা, আপন পরাক্রমে নিয়ে চলেছ তাদের তোমার পবিত্র পীঠস্থানে।


ভয় ও সন্ত্রাসে আচ্ছন্ন হল তারা, মহাপরাক্রান্ত তোমার বাহুবলে পাথরের মত হল নিশ্চল, যতক্ষণ না হে প্রভু, পার হয়ে গেল তোমার প্রজাকুল, পার হয়ে গেল তোমার আপন জনেরা।


তিনি বললেন, তোমরা যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশ সম্পূর্ণভাবে পালন কর, আমার দৃষ্টিতে যা ন্যায়সঙ্গত তা-ই কর, আমার নির্দেশ মেনে চল এবং আমার সমস্ত বিধি পালন কর, তা হলে মিশরীদের যে সব ব্যাধি দিয়ে আমি আঘাত করেছিলাম, সেই সব ব্যাধির আক্রমণ আমি তোমাদের উপর ঘটতে দেব না। আমি, প্রভু পরমেশ্বরই তোমাদের আরোগ্যদাতা।


প্রভু পরমেশ্বর বললেন,


তারা জানবে, আমি প্রভু পরমেশ্বর তাদের আরাধ্য ঈশ্বর, আমিই তাদের মিশর থেকে উদ্ধার করে এনেছি। আমি স্বয়ং প্রভু পরমেশ্বর, তাদের আরাধ্য ঈশ্বর।


আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর হওয়ার জন্যই মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছি। অতএব তোমরা পবিত্র হও, কারণ আমি পবিত্র।


প্রভুর দূত গিলগল থেকে বোখিমে এলেন। তিনি ইসরায়েলীদের বললেন, আমিই তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছি এবং তেমাদের পিতৃপুরুষদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই দেশে তোমাদের এনেছি। আমি বলেছি, তোমাদের সঙ্গে যে সম্বন্ধ আমি স্থাপন করেছি তা কখনও ভঙ্গ করব না,


কারণ আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম, যিনি রক্ষা করেন তোমায়। মিশর, সুদান ও সেবা দেশ আমি দিয়েছি তোমার মুক্তিপণরূপে।


আমার কথা তারা ভাবল না একবারও, আমি তাদের উদ্ধার করে আনলাম মিশর থেকে, মরুপ্রান্তরের মধ্যে দিয়ে নিয়ে এলমা পথ দেখিয়ে। মরুভূমি আর বালিয়াড়ি ভরা বন্ধুর পথ, ধূ ধূ মরুদেশ তিমির অন্ধকার, জনপ্রাণীর চিহ্ন সেখানে নেই, চলে না সে পথে কোনও পথচারী।


প্রভু পরমেশ্বর বলেন, শোন, যে আমি ইসরায়েলীদের মিশরভূমি থেকে উদ্ধার করে এনেছিলাম, এমন এক সময় আসছে যখন ইসরায়েলীরা জাগ্রত ঈশ্বর ‘প্রভু পরমেশ্বরের দিব্য’ এইভাবে আর আমার নামে শপথ নেবে না।


ইসরায়েলের ঈশ্বর আমাকে প্রজাদের বলতে বললেন, তোমাদের পিতৃপুরুষদের যখন আমি মিশর দেশ থেকে উদ্ধার করে এনে ক্রীতদাসত্ব থেকে মুক্তি দিয়েছিলাম, সেই সময় তাদের সঙ্গে একটি সন্ধিচুক্তি করেছিলাম। আমি তাদের বলেছিলাম,


আমি তাদের বলেছিলাম, তাদের প্রিয় অলীক মূর্তিগুলি ছুঁড়ে ফেলে দিতে, বলেছিলাম মিশরীদের উপাস্য অলীক মূর্তির সংস্পর্শে তারা যেন নিজেদের অশুচি না করে। কারণ আমিই তাদের প্রভু পরমেশ্বর।


আমিই তোমাদের প্রভু, তোমাদের ঈশ্বর। তোমরা আমার বিধান ও অনুশাসন পালন কর।


ইমোরীদের দেশে তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমিই তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছিলাম, চল্লিশ বছর প্রান্তরে তোমাদের করেছিলাম পরিচালনা।


পরবর্তীকালে তোমাদের সন্তানসন্ততিরা যখন জিজ্ঞাসা করবে, এ সবের অর্থ কি? তখন তোমরা তাদের বলবে, প্রভু পরমেশ্বর নিজ শক্তিতে দাসত্বের আগার মিশর থেকে আমাদের উদ্ধার করে এনেছিলেন।


আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর, আমিই তোমাদের কনান দেশের অধিকার দেওয়ার জন্য এবং তোমাদের আরাধ্য ঈশ্বর হওয়ার জন্য মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছি।


কারণ তারা আমারই সেবক, আমিই তাদের মিশর থেকে উদ্ধার করে এনেছি, তাদের কাউকে ক্রীতদাসের মত বিক্রি করা চলবে না।


কেননা ইসরায়েলীরা আমার সেবক, তারা আমার দাস, মিশর থেকে আমি তাদের উদ্ধার করে এনেছি। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।


তোমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি দেখ তাদের অশ্ব, রথ ও সৈন্য সংখ্যা তোমাদের চেয়ে বেশী, তাহলে ভয় পেয়ো না, কেননা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন, তিনিই তোমাদের সঙ্গে আছেন।


আমি তোমাদের বলেছি, আমি প্রভু, তোমাদের ঈশ্বর। যাদের দেশে তোমরা বাস করছ, সেই ইমোরীদের দেবতাদের আরাধনা তোমরা করো না। কিন্তু তোমরা আমার কথা শোননি।


এই ঘটনা দেখে লোকেরা মাটিতে উবুড় হয়ে পড়ে বলতে লাগল, ইসরায়েলের আরাধ্য পরমেশ্বরই প্রকৃত ঈশ্বর। তিনিই একমাত্র ঈশ্বর।


শমরিয়ার পতনের কারণ: ইসরায়েলীরা তাদের আরাধ্য প্রভু পরমেশ্বর, যিনি তাদের মিশররাজের হাত থেকে উদ্ধার করে মিশর থেকে বার করে এনেছিলেন, তাঁর বিরুদ্ধে পাপ করেছিল। তারা অন্যান্য দেবতার পূজা করত,


‘প্রতিমাপূজা করো না’—পরমেশ্বরের এই নিষেধাজ্ঞা তারা অমান্য করেছিল।


সঙ্কটের মাঝে তুমি আমায় ডাকলে, আর আমি তোমায় করলাম উদ্ধার, অন্তরাল থেকে সাড়া দিলাম তোমায় বজ্রের ধ্বনিতে, তোমায় পরীক্ষা করলাম আমি, মরিবার জলকুণ্ডের ধারে।


কিন্তু আমার প্রজাবৃন্দ কর্ণপাত করল না আমার রবে ইসরায়েল চাইল না আমাকে।


আমি যা বলছি ওদের জানিয়ে দাও। ইসরায়েলকে মনোনীত করার পর আমি তাদের কাছে একটি প্রতিজ্ঞা করেছিলাম। মিশরে আমি তাদের কাছে আত্মপ্রকাশ করেছিলাম। বলেছিলাম, আমিই তোমাদের প্রভু পরমেশ্বর।


আমি আমার বার্তা ঘোষণা করেছিলাম নবীদের কাছে, আমিই দিব্যদর্শনের বাহুল্য ঘটিয়েছিলাম, আমি আমার মনোভাব ব্যক্ত করেছি নবীদের মাধ্যমে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন