Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 2:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 তাদের কাতরোক্তি শুনে ঈশ্বর অব্রাহাম,ইস্‌হাক ও যাকোবের সঙ্গে তাঁর সম্বন্ধের কথা স্মরণ করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 আর আল্লাহ্‌ তাদের আর্তস্বর শুনলেন এবং ইব্রাহিম, ইস্‌হাক ও ইয়াকুবের সঙ্গে কৃত তাঁর নিয়ম স্মরণ করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 ঈশ্বর তাদের কান্না শুনলেন এবং অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের সঙ্গে করা তাঁর নিয়মটি তিনি স্মরণ করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 আর ঈশ্বর তাহাদের আর্ত্তস্বর শুনিলেন, এবং ঈশ্বর অব্রাহামের, ইস্‌হাকের ও যাকোবের সহিত কৃত আপনার নিয়ম স্মরণ করিলেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 ঈশ্বর তাদের গভীর আর্তনাদ শুনলেন এবং তিনি স্মরণ করলেন সেই চুক্তির কথা যা তিনি অব্রাহাম, ইস‌্হাক এবং যাকোবের সঙ্গে করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 আর ঈশ্বর তাদের আর্তনাদ শুনলেন এবং অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের সঙ্গে করা তাঁর নিয়ম স্মরণ করলেন;

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 2:24
33 ক্রস রেফারেন্স  

এই দেশে তুমি প্রবাসী হয়ে থাক, আমি তোমার সঙ্গে থাকব, তোমাকে আশীর্বাদ করব। আমি তোমাকে ও তোমার বংশধরদের এই সমগ্র দেশটিই দান করব। তোমার পিতা অব্রাহামের কাছে আমি যে শপথ করেছিলাম,


কারণ তিনি স্মরণ করেছিলেন তাঁর পবিত্র অঙ্গীকার এবং তাঁর সেবক অব্রাহামের কথা।


মিশরীদের দাসত্বশৃঙ্খলে আবদ্ধ ইসরায়েলীদের আর্তনাদ শুনে আমি সেই সত্যের কথা স্মরণ করছি।


তাদের স্বার্থেই তিনি স্মরণ করলেন তাদের সঙ্গে স্থাপিত তাঁর সন্ধিচুক্তির শর্ত, অবিচল প্রেমের মাহাত্ম্যে তিনি পরিবর্তন করলেন তাঁর সঙ্কল্প।


তিনি শুনলেন বন্দীদের হাহাকার, মুক্তিদান করলেন মৃত্যুপথযাত্রীদের,


তিনি উপেক্ষা করেন না কখনও উৎপীড়িতের বেদনা, করেন না তাকে তুচ্ছজ্ঞান। উৎপীড়িতের প্রতি বিমুখ নন তিনি, কর্ণপাত করেন তিনি তার আর্তনাদে।


যেদিন আমি ডেকেছি তোমায়, তুমি দিয়েছ সাড়া আমার প্রাণে শক্তি দিয়ে তুমি আমায় করেছ শক্তিমান।


সেই রাতে প্রভু পরমেশ্বর তাঁকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার পিতা অব্রাহামের আরাধ্য ঈশ্বর, তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। আমার দাস অব্রাহামের মুখ চেয়ে আমি তোমাকে আশীর্বাদ করব ও তোমার বংশবৃদ্ধি করব।


তোমার কাছে আকূতি জানালে তাঁরা বিপদমুক্ত হতেন, তোমার উপর ভরসা করে তাঁরা কখনও হননি নিরাশ।


প্রভু পরমেশ্বর যখন তাদের উদ্ধারের জন্য কোন নেতার উত্থান ঘটাতেন তখন তিনি তাঁর সহায় হতেন এবং সেই নেতার আমলে তিনি শত্রুদের হাত থেকে ইসরায়েলীদের উদ্ধার করতেন। কারণ নিপীড়িত নির্যাতিত ইসরায়েলীদের আর্তনাদে প্রভু করুণাবিষ্ট হতেন।


অব্রাহাম হবে বিরাট ও শক্তিশালী এক জাতির জনক, তার মাধ্যমেই পৃথিবীর সকল জাতি আশীর্বাদ লাভ করবে।


তোমার সঙ্গে এবং পুরুষানুক্রমে তোমার বংশধরদের সঙ্গে আমি যে সন্ধির চুক্তিতে আবদ্ধ হব, তা হবে চিরস্থায়ী। আমি তোমার ঈশ্বর এবং তোমার বংশধরদেরও ঈশ্বর হব।


বন্দীদের আর্তনাদ পৌঁছাক তোমার কাছে আপন বাহুর মহাপরাক্রমে মৃত্যুপথযাত্রীদের বাঁচাও তুমি।


তোমার নাম হবে ইসরায়েল (ঈশ্বরের সঙ্গে যে যুদ্ধ করে)। কারণ তুমি ঈশ্বর ও মানুষের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছ। যাকোব তখন তাঁকে বললেন, দয়া করে আপনার নাম বলুন।


মিশরদেশে আমার প্রজাদের দুর্দশা আমি দেখেছি। শুনেছি তাদের আর্তনাদ। তাই আমি ওদের উদ্ধার করতে এসেছি। প্রস্তুত হও, আমি তোমাকে মিশর দেশে পাঠাব।


ঈশ্বর নোহকে এবং তাঁর সঙ্গে জাহাজে যে সব প্রাণী ছিল তাদের কাউকে ভোলেননি। তিনি পৃথিবীতে বায়ু প্রবাহিত করলেন। তার ফলে জল কমতে লাগল।


প্রভু পরমেশ্বর অব্রামকে বললেন, তুমি নিশ্চিত জেন যে তোমার বংশধরেরা পরদেশে প্রবাসী হয়ে থাকবে। তারা হবে ক্রীতদাস, চারশো বছর ধরে তারা হবে নির্যাতিত।


দেখ,তুমি গর্ভবতী,একটি পুত্রের জননী হবে তুমি, তার নাম রেখ ইশ্মায়েল, কারণ প্রভু তোমার আর্তনাদ শুনেছেন।


তুমি যেহেতু এই কাজ করলে, তোমার একমাত্র পুত্রকে উৎসর্গ করতে দ্বিধা করলে না, সেই হেতু প্রভু পরমেশ্বর বলছেন, আমি আমারই নামে শপথ করে বলছি,


গরারে চলে গেলেন। প্রভু পরমেশ্বর তাঁকে দর্শন দিয়ে বললেন, তুমি মিশরে যেও না, আমি তোমাকে যে দেশের কথা বলব, তুমি সেখানে বাস কর।


ঈশ্বর তাঁর নাম রাখলেন ইসরায়েল। বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি প্রজাবন্ত হও, বৃদ্ধিলাভ করে পরিণত হও মহান এক জাতিতে। তোমা থেকে উৎপন্ন হবে বহু জাতি, জন্মগ্রহণ করবে নৃপতিবৃন্দ তোমার বংশে।


আমি যে দেশ দিয়েছিলাম অব্রাহাম ও ইস্‌হাককে, সেই দেশ দেব আমি তোমাকে, দেব তোমার উত্তর পুরুষদের।


তখন আমরা প্রভু পরমেশ্বরের কাছে কান্নাকাটি, সাহায্যের জন্য কাতর আবেদন জানালাম, তিনি আমাদের আর্তনাদ শুনলেন এবং স্বর্গদূত পাঠিয়ে মিশর থেকে আমাদের উদ্ধার করে আনলেন। বর্তমানে আমরা আপনার রাজ্যের প্রান্তে অবস্থিত জনপদ কাদেশ-এ আছি।


আগামী কাল এমনি সময়ে বিন্যামীন প্রদেশের এক ব্যক্তিকে আমি তোমার কাছে পাঠাব, তুমি তাকে আমার প্রজা ইসরায়েলের নায়ক হওয়ার জন্য অভিষেক করবে। সে ফিলিস্তিনীদের কবল থেকে আমার প্রজাদের উদ্ধার করবে কারণ আমি আমার প্রজাদের দুর্দশা দেখেছি, তাদের আর্তরব আমার কাছে পৌঁছেছে।


কিন্তু প্রভু পরমেশ্বর অব্রাহাম, ইসহাক ও যাকোবের সঙ্গে চুক্তির দরুণ ইসরায়েলীদের উপর কৃপাপরবশ ছিলেন, তাই তাদের ধ্বংস হয়ে যেতে দেন নি বরং সাহায্য করেছিলেন। কোনদিন তিনি তাঁর প্রজাদের ভুলে যান নি।


সঙ্কটে বিমুখ হয়ো না আমার প্রতি, শোন আমার নিবেদন, যখন আমি ডাকি তোমায় বিলম্ব করো না প্রভু, তখনই দিও সাড়া।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন