Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 19:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 প্রভু তাঁকে বললেন, তুমি গিয়ে লোকদের সাবধান করে দাও যেন তারা আমাকে দেখার জন্য সীমানা পার হয়ে কাছে না আসে, তাহলে তারা মারা পড়বে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 তখন মাবুদ মূসাকে বললেন, তুমি নেমে গিয়ে লোকদেরকে দৃঢ়ভাবে হুকুম কর, যেন তারা মাবুদকে দেখবার জন্য সীমা লঙ্ঘন করে তাঁর দিকে না যায় ও অনেকে মারা না পড়ে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 এবং সদাপ্রভু তাঁকে বললেন, “নিচে নেমে যাও ও লোকদের সাবধান করে দাও, পাছে তারা জোর করে সদাপ্রভুকে দেখতে যায় ও তাদের মধ্যে অনেকে প্রাণ হারায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি নামিয়া গিয়া লোকদিগকে দৃঢ় আদেশ কর, পাছে তাহারা দেখিবার জন্য সীমা লঙ্ঘন করিয়া সদাপ্রভুর দিকে যায়, ও তাহাদের অনেকে পতিত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 প্রভু মোশিকে বললেন, “নীচে গিয়ে লোকদের বলো ওরা যেন আমার কাছে না আসে। আমাকে যেন না দেখে। যদি তা করে তাহলে অনেকে মারা পড়বে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি নেমে গিয়ে লোকেদেরকে সতর্ক কর, পাছে তারা দেখার জন্য সীমানা লঙ্ঘন করে সদাপ্রভুর দিকে যায় ও তাদের অনেকে বিনষ্ট হয়।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 19:21
12 ক্রস রেফারেন্স  

পরে প্রভু পরমেশ্বর বেৎ-শেমেশের অধিবাসীদের মধ্যে কিছু লোককে আঘাত করলেন, কারণ তারা প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটির ভিতরে দৃষ্টিপাত করেছিল। তারা সংখ্যায় ছিল সত্তর জন। ফলে সমস্ত লোক শোকে অভিভূত হল কারণ প্রভু পরমেশ্বরের প্রচণ্ড আঘাতে তাদের সংহার করেছিলেন।


ঈশ্বর বললেন, আর এগিও না, তোমার পা থেকে জুতো খুলে ফেল, কারণ যে স্থানে তুমি দাঁড়িয়ে আছ পবিত্রভূমি।


পরমেশ্বরের মন্দিরে যাওয়ার সময় সতর্ক হও, সেখানে নির্বোধের মত বলিদান করতে যাওয়ার চেয়ে শিক্ষাগ্রহণ করতে যাওয়া অনেক ভাল। নির্বোধেরা জানে না যে তারা যা করছে, তা মন্দ।


তিনি আরও বললেন, তুমি আমার মুখ দেখতে পাবে না, কারণ কোন মানুষ আমার মুখ দেখলে জীবিত থাকতে পারবে না।


ঝোপটি কেন পুড়ছে না, পরম বিস্ময়কর এই দৃশ্য কাছে গিয়ে দেখার সঙ্কল্প করলেন মোশি।


তারা যেন এক মুহূর্তের জন্যও পবিত্র বস্তুসমূহ দেখতে শিবিরের ভিতরে না যায়, গেলে তাদের মৃত্যু অবধারিত।


সেই সময়ে তাঁর নির্দেশ তোমাদের অবগত করার জন্য আমিই প্রভু পরমেশ্বর ও তোমাদের মাঝে মধ্যস্থ করেছি, কেননা সেই অগ্নিশিখার ভয়ে তোমরা কেউ পাহাড়ে ওঠনি। প্রভু পরমেশ্বর বললেনঃ


এইভাবে শিবির তুলে যাত্রা করার সময় হারোণ ও তার পুত্রেরা পবিত্র স্থান এবং সেখানকার সাজসরঞ্জাম আসবাবপত্রাদি ঢেকে দেওয়ার পর গোষ্ঠীর লোকেরা সেগুলি বয়ে নিয়ে যাওয়ার জন্য যাবে। কিন্তু তারা কোন পবিত্র বস্তু স্পর্শ করবে না, তাহলে তাদের মৃত্যু হবে। সম্মিলন শিবিরের উক্ত দ্রব্যগুলি বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কোহাৎ গোষ্ঠীর উপরে থাকবে।


তোমরা লেবীয়দের মধ্য থেকে কোহাৎ গোষ্ঠীর লোকদের উচ্ছিন্ন হতে দিও না।


তারা যখন মহাপবিত্র বস্তুসমূহের সান্নিধ্যে যাবে, তখন তারা যাতে বাঁচে, মারা না যায় তার জন্য তোমরা এই ব্যবস্থা করবে: হারোণ ও তার পুত্রেরা শিবিরের ভিতরে গিয়ে তাদের প্রত্যেকের নির্দিষ্ট কাজ ও বোঝা বওয়ার দায়িত্ব স্থির করে দেবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন