Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 19:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তৃতীয় দিন সকাল থেকে বজ্রগর্জন ও বিদ্যুৎ স্ফুরণ হতে লাগল। পাহাড়ের উপর নেমে এল ঘন মেঘের পুঞ্জ, তূর্যনাদ হতে লাগল ঘোররবে। শিবিরের মধ্যে ইসরায়েলীরা মহাভয়ে হল সন্ত্রস্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 পরে তৃতীয় দিন প্রভাত হলে মেঘ-গর্জন ও বিদ্যুৎ এবং পর্বতের উপরে নিবিড় মেঘ হল, আর অতিশয় উচ্চরবে তূরীধ্বনি হতে লাগল; তাতে শিবিরস্থ সমস্ত লোক কাঁপতে লাগল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 তৃতীয় দিন সকালবেলায় বজ্রপাত হল ও বিদ্যুৎ চমকাল, একইসাথে ঘন মেঘে পর্বত ঢেকে গেল ও খুব জোরে শিঙার শব্দ শোনা গেল। শিবিরের মধ্যে প্রত্যেকে কেঁপে উঠল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 পরে তৃতীয় দিন প্রভাত হইলে মেঘগর্জ্জন ও বিদ্যুৎ এবং পর্ব্বতের উপরে নিবিড় মেঘ হইল, আর অতিশয় উচ্চরবে তূরীধ্বনি হইতে লাগিল; তাহাতে শিবিরস্থ সমস্ত লোক কাঁপিতে লাগিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 তৃতীয় দিন সকালে, পর্বতের চূড়া থেকে ঘন মেঘ নীচে নেমে এল। মেঘ গর্জন ও বিদ্যুৎ রেখায় উচ্চস্বরে শিঙা বেজে উঠল। শিবিরের প্রত্যেকে ভয় পেয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 পরে তৃতীয় দিনের সকাল হলে মেঘগর্জন ও বিদ্যুৎ এবং পর্বতের উপরে ঘন মেঘ জমলো, আর খুব জোরে তূরীধ্বনি হতে লাগল; তাতে শিবিরের সমস্ত লোক কাঁপতে লাগল।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 19:16
31 ক্রস রেফারেন্স  

এরপর আমি তাকিয়ে দেখলাম স্বর্গের একটি উন্মুক্ত দ্বার এবং তূর্যনির্ঘোষের মত যে কণ্ঠস্বর ধ্বনিত হল, ‘এখানে উঠে এস, এর পরে যা ঘটবে তা আমি তোমাকে দেখাব।’


বস্তুতঃ সেই দৃশ্য এমনই ভয়ঙ্কর ছিল যে মোশিও বলেছিলেন, ‘আমি আতঙ্কে কাঁপছি।’


এর পর স্বর্গে ঈশ্বরের মন্দির উন্মুক্ত হল। ভিতরে তাঁর চুক্তি সিন্দুকটি দেখা গেল। তখন বিদ্যুৎ চমকাতে লাগল, নানা ধরণের ভয়াবহ শব্দ, বজ্রনাদ, ভূমিকম্প ও প্রচণ্ড শিলাবৃষ্টি হতে লাগল।


তারপর সেই স্বর্গদূত বেদীর আগুনে সেই ধূপদানীটা ভরে দিলেন এবং পৃথিবীতে নিক্ষেপ করলেন। ফলে মেঘগর্জন, নানা রকমের শব্দ, বিদ্যুৎ-চমক ও ভূমিকম্প হতে লাগল।


সেই সিংহাসন থেকে নির্গত হচ্ছে বিদ্যুৎশিখা, ধ্বনিতরঙ্গ ও বজ্রনিনাদ। সিংহাসনের সম্মুখে জ্বলছে সাতটি দীপ্ত প্রদীপ, ঈশ্বরের সপ্ত আত্মা।


ঘূর্ণিবায়ুতে নিনাদিত হল তোমারবজ্রের ধ্বনি, বিদ্যুৎ ঝলকে ভুবন হল আলোকিত টলমল হল পৃথিবী মহাপ্রকম্পনে।


বৃষ্টিধারা বয়ে যাওয়ার জন্য কে খাত তৈরী করেছে? বজ্রবিদ্যুতের পথই বা কে করেছে রচনা?


বজ্রনাদ ও তূর্যধ্বনি শুনে এবং বিদ্যুৎস্ফুরণ ও ধূমায়মান পর্বত দেখে ইসরায়েলীরা ভয়ে কাঁপতে লাগল। তারা দূরে দাঁড়িয়ে রইল।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আমি ঘন মেঘের আড়ালে তোমার কাছে উপস্থিত হব যেন তোমার সঙ্গে আমার সমস্ত কথাবার্তা লোকে শুনতে পায়, তাহলে তারা চিরকাল তোমাকে বিশ্বাস করবে। মোশি তখন ইসরায়েলীয়দের বক্তব্য প্রভুকে জানালেন।


মোশি তাঁর লাঠি আকাশের দিকে তুলে ধরলেন আর প্রভু পরমেশ্বর শিলাবৃষ্টি করতে লাগলেন। বজ্রপাত হতে লাগল, আর এই ভাবেই তিনি সারা মিশর দেশে শিলাবৃষ্টি ঘটালেন।


আমি পবিত্র আত্মার আবেশে প্রভুর দিএনে ছিলাম। তখন আমার পিছনে তূর্যনির্ঘোষের মত তীব্র এক কণ্ঠস্বর শুনতে পেলাম।


আমি প্রভু পরমেশ্বর, কেন তোমরা আমাকে সম্ভ্রম কর না? কেন কম্পিত হও না আমার সম্মুখে? আমিই বালুকারাশি দিয়ে সমুদ্রের সীমানা বেঁধে দিয়েছি, চিরস্থায়ী সেই সীমা, সমুদ্র কখনও তা পার হয়ে আসতে পারবে না। সমুদ্র বিক্ষুব্ধ উত্তাল হবে, কিন্তু অতিক্রম করতে পারবে না তার সীমা। তার তরঙ্গ গর্জন করবে, কিন্তু ভাঙ্গতে পারবে না তার সীমানার বাঁধ।


তাঁর তড়িতপ্রভায় আলোকিত হয় জগত, এই দৃশ্য দেখে পৃথিবী হয় কম্পিত।


আমাদের ঈশ্বর আসছেন নীরব পদসঞ্চারে নয়, সম্মুখে তাঁর সর্বগ্রাসী অগ্নিশিখা, তাঁকে ঘিরে আছে প্রচণ্ড ঘূর্ণিঝড়।


তখন একখণ্ড মেঘ এসে সম্মিলন শিবিরটিকে আবৃত করল এবং প্রভু পরমেশ্বরের মহিমায় সমগ্র শিবির পরিপূর্ণ হল।


তূর্যধ্বনি সহকারে তিনি তাঁর দূতদের প্রেরণ করবেন। তাঁরা জগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পরিভ্রমণ করে পৃথিবীর চারদিক থেকে তাঁর মনোনীতদের একত্র করবেন।


তৃতীয় দিনে তারা সকলেই যেন প্রস্তুত থাকে, কারণ সেদিন সর্বসমক্ষে আমি, প্রভু পরমেশ্বর সিনাই পর্বতে নেমে আসব।


মোশি তাদের বললেন, তৃতীয় দিনের জন্য প্রস্তুত হও তোমরা, কেউ স্ত্রীসংসর্গ করো না।


মোশি তখন ঈশ্বরের দর্শন লাভের জন্য ইসরায়েলীদের শিবির থেকে বার করে নিয়ে এলনে। তারা এসে দাঁড়াল পাহাড়তলীতে।


ইসরায়েলীরা তবু দূরেই দাঁড়িয়ে রইল। মোশি নিবিড় ঘন মেঘের আড়ালে যেখানে ঈশ্বর ছিলেন সেই দিকে এগিয়ে গেলেন।


সেই সময়ে তাঁর নির্দেশ তোমাদের অবগত করার জন্য আমিই প্রভু পরমেশ্বর ও তোমাদের মাঝে মধ্যস্থ করেছি, কেননা সেই অগ্নিশিখার ভয়ে তোমরা কেউ পাহাড়ে ওঠনি। প্রভু পরমেশ্বর বললেনঃ


গগনমণ্ডল অবনত করে তিনি নেমে এলেন তাঁর পদতলে ছিল গাঢ় অন্ধকার।


পরমেশ্বর সহজে ক্রুদ্ধ হন না, মহাশক্তিশালী তিনি, অপরাধী তাঁর কাছে রেহাই পায় না। তাঁর পদক্ষেপে ওঠে ঘূর্ণিঝড়, আকাশ ভরে যায় ধূলিমেঘে।


হে আমার প্রজাবৃন্দ শোন, শোন আমার সাবধান বাণী হে ইসরায়েল, মন দাও আমার কথায়!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন