Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 19:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 কেউ তাকে ছোঁবে না, পাথর ছুঁড়ে কিংবা তীর বিদ্ধ করে তাকে মারতে হবে। মানুষ হোক বা পশুই হোক, কাউকেই বাঁচতে দেওয়া হবে না। কিন্তু যখন শিঙার আওয়াজ হবে তখন সকলে পাহাড়ে উঠবে

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 কোন হাত তাকে সপর্শ করবে না কিন্তু সে অবশ্য পাথরের আঘাতে নিহত কিংবা তীর দ্বারা বিদ্ধ হবে; পশু কিংবা মানুষ সে যাই হোক না কেন সে বাঁচবে না। অনেকক্ষণ তূরীবাদ্য হলে পর তারা পর্বতে উঠবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 তাদের পাথর ছুঁড়ে বা তির নিক্ষেপ করে হত্যা করতে হবে; তাদের উপর যেন কোনও হাত না পড়ে। কোনও মানুষ বা পশুকে বেঁচে থাকার অনুমতি দেওয়া হবে না।’ একমাত্র যখন শিঙার সুদীর্ঘ শব্দ শোনা যাবে, তখনই তারা পর্বতের কাছে আসতে পারবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 কোন হস্ত তাহাকে স্পর্শ করিবে না, কিন্তু সে অবশ্য প্রস্তরাঘাতে হত, কিম্বা বাণ দ্বারা বিদ্ধ হইবে; পশু হউক কি মনুষ্য হউক, সে বাঁচিবে না। অধিকক্ষণ তূরীবাদ্য হইলে তাহারা পর্ব্বতে উঠিবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 কারও হাত তাকে স্পর্শ করবে না, কিন্তু সে অবশ্য পাথরের আঘাতে মারা যাবে, কিংবা তীর দিয়ে বিদ্ধ হবে; পশু হোক বা মানুষ হোক, সে বাঁচবে না। যখন বেশীক্ষণ তূরীবাদ্য হবে তাঁরা হয়তো পায়ে হেঁটে পর্বতে উঠবে।”

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 19:13
11 ক্রস রেফারেন্স  

কারণ ‘এমন কি কোন পশু যদি পর্ব স্পর্শ করে তবে তাকে প্রস্তরাঘাতে হত্যা করতে হবে’ —এই আদেশের তীব্রতা তারা সহ্য করতে পারেনি।


তূর্যনিনাদ তীব্র থেকে তীব্রতর হতে লাগল। তখন মোশি কথা বললেন, আর ঈশ্বর বজ্রগর্জনে তাঁকে উত্তর দিলেন।


তৃতীয় দিন সকাল থেকে বজ্রগর্জন ও বিদ্যুৎ স্ফুরণ হতে লাগল। পাহাড়ের উপর নেমে এল ঘন মেঘের পুঞ্জ, তূর্যনাদ হতে লাগল ঘোররবে। শিবিরের মধ্যে ইসরায়েলীরা মহাভয়ে হল সন্ত্রস্ত।


যখন উচ্চারিত হবে ঐশী আদেশ, ধ্বনিত হবে প্রধান দূতদের আহ্বান, নিনাদিত হবে ঈশ্বরের তূরীধ্বনি, তখন প্রভু স্বয়ং স্বর্গ থেকে অবতরণ করবেন এবং খ্রীষ্টাশ্রিত মৃতেরা প্রথমে পুনরুত্থিত হবে।


মুহূর্তে, চোখের পলকে, শেষ তূরীধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে এই ঘটনা ঘটবে। যখন তূরীধ্বনি হবে, মৃতেরা পুনরুত্থিত হবে, লাভ করবে অবিনশ্বরতা এবং আমরা হব রূপান্তরিত।


মোশি পাহাড় থেকে নেমে এলেন ইসরায়েলীদের কাছে এবং তাদের শুচি করলেন। তারা তাদের জামাকাপড় সব ধুয়ে ফেলল।


মোশি তখন ঈশ্বরের দর্শন লাভের জন্য ইসরায়েলীদের শিবির থেকে বার করে নিয়ে এলনে। তারা এসে দাঁড়াল পাহাড়তলীতে।


তোমার সঙ্গে কেউ আসবে না। পাহাড়ের কোথাও যেন কেউ না থাকে এবং পাহাড়গুলিতে যেন গরু ভেড়ার পালও দেখা না যায়।


এই সুযোগে লুকিয়ে থাকা সৈন্যদল অতর্কিতে গিবিয়া আক্রমণ করে নগরের সকল অধিবাসীকে হত্যা করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন