Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 18:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 আর তাঁর পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর তাঁর সহায় হয়েছিলেন এবং ফারাও-এর আক্রমণের হাত থেকে তাঁকে রক্ষা করেছিলেন বলে তিনি তাঁর আর এক পুত্রের নাম রেখেছিলেন ইলিয়েসর (ঈশ্বর আমার সহায়)।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আর একজনের নাম ইলীয়েষর (আল্লাহ্‌ সহায়), কেননা তিনি বলেছিলেন, আমার পিতার আল্লাহ্‌ আমার সহায় হয়ে ফেরাউনের তলোয়ার থেকে আমাকে উদ্ধার করেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 আর অন্যজনের নাম রাখা হল ইলীয়েষর, কারণ তিনি বললেন, “আমার পৈত্রিক ঈশ্বর আমার সাহায্যকারী হয়েছেন; তিনি আমাকে ফরৌণের তরোয়ালের হাত থেকে রক্ষা করেছেন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আর এক জনের নাম ইলীয়েষর [ঈশ্বর সহকারী], কেননা তিনি বলিয়াছিলেন, আমার পিতার ঈশ্বর আমার সহকারী হইয়া ফরৌণের খড়গ হইতে আমাকে উদ্ধার করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 দ্বিতীয় পুত্রের নাম ইলীয়েষর। নামকরণের কারণ হিসেবে দ্বিতীয় পুত্রের জন্মের সময় মোশি বলেছিল, “আমার পিতার ঈশ্বর, আমাকে সাহায্য করেছেন এবং ফরৌণের তরবারি থেকে রক্ষা করেছেন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আর এক জনের নাম ইলীয়েষর [ঈশ্বর-সহকারী], কারণ তিনি বলেছিলেন, আমার পিতার ঈশ্বর আমার সহকারী হয়ে ফরৌণের তরোয়াল থেকে আমাকে উদ্ধার করেছেন।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 18:4
19 ক্রস রেফারেন্স  

সুতরাং আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করব না, লোকে আমার কি করবে?


কিন্তু প্রভু আমার পাসে দাঁড়িয়ে আমাকে শক্তি দিয়েছিলেন যেন তাঁর বাণী আমি সর্বজাতির কাছে সম্পূর্ণভাবে প্রচার করতে পারি। আমি মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছি।


তখন পিতরের সম্বিৎ ফিরে এল। তিনি বললেন, এখন আমি বঝতে পারছি, এ ঘটনা সত্য। হেরোদের কবল থেকে ও তাঁর কবলে আমার নির্যাতন দেখার আশায় যে ইহুদীরা রয়েছে, তাদের হাত থেকে প্রভু তাঁর দূত পাঠিয়ে আমাকে যুক্ত করেছেন।


ঈশ্বর তাঁর দূত পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করে দিয়েছেন যেন তারা আমার কোন ক্ষতিসাধন করতে না পারে। মহারাজ, এর কারণ এই যে ঈশ্বর জানেন আমি নির্দোষ! তিনি জানেন যে আমি আপনার প্রতি কোন অন্যায় করি নি।


ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয় আমাদের শক্তি ও পরম সহায়। সাহায্যদানে তিনি সদা তৎপর।


আমি প্রার্থনা করেছিলাম প্রভুর কাছে, তিনি সাড়া দিয়েছেন আমার প্রার্থনায়, দূর করেছেন আমার সকল শঙ্কা।


তিনিই উদ্ধার করেছেন আমায় শত্রুদের কবল থেকে, বিজয়ী করেছেন বিরোধীদের উপরে, দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করেছেন আমায়।


হে প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তির আধার, তোমাকেই আমি ভালবাসি।


মোশির দুই পুত্র: গের্শোম ও ইলিয়েষর।


সেই ঘটনার কথা জানতে পেরে ফারাও প্রাণদণ্ড দেওয়ার জন্য মোশির খোঁজ করতে লাগলেন। এদিকে মোশি তখন ফারাও-এর রাজ্য ছেড়ে মিদিয়ন দেশে পালিয়ে গেলেন। সেখানে পৌঁছে তিনি একটি কুয়োর ধারে গিয়ে বসলেন।


এই কথা শুনে মোশি পালিয়ে গেলেন এবং মিদিয়ন দেশে প্রবাস জীবন বরম করলেন। এইখানেই তিনি দুটি পুত্রের জনক হয়েছিলেন।


লেলিহান অগ্নি নির্বাপিত করেছেন, তরবারির কবল থেকে নিষ্কৃতি পেয়েছেন, দুর্বলতারর মাঝেই শক্তি লাভ করেছেন, যুদ্ধে বিক্রম প্রদর্শন করেছেন, বিদেশী সেনাবাহিনীকে বিতাড়িত করেছেন।


তোমার পিতার আরাধ্য ঈশ্বরের দ্বারা, সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা, তিনি হবেন তোমার সহায়। তিনিই করবেন তোমাকে আশীর্বাদ- ঊর্ধ্বে আকাশ থেকে বর্ষিত, নিম্নে বিস্তৃত জলধি থেকে উৎসারিত, স্তন ও গর্ভ থেকে নিঃসৃত সকল আশিসে।


সিপ্পোরার একটি পুত্র হল, মোশি বিদেশে প্রবাসী হয়েছেন বলে তার নাম রাখলেন গেরশোম (প্রবাসী)।


মোশি তখন তাঁর স্ত্রী-পুত্রদের গাধার পিঠে চড়িয়ে ঈশ্বরদত্ত সেই লাঠিখানা হাতে নিয়ে মিশরের দিকে যাত্রা করলেন।


ইলিয়েষরের একটি মাত্র পুত্র রহবিয়। কিন্তু রহবিয় অনেক সন্তানের পিতা ছিলেন।


তিনি মোশিকে বললেন, আমার সামনে থেকে দূর হয়ে যাও, খবরদার, আর কোন দিন আমার কাছে আসবে না। যেদিন আসবে সেদিন তোমার মৃত্যু সুনিশ্চিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন