Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 18:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 মোশি তাঁর শ্বশুরের কথা মতই কাজ করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 তাতে মূসা তাঁর শ্বশুরের কথায় মনোযোগ দিলেন এবং তিনি যা কিছু বললেন, সেই অনুসারে কাজ করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 মোশি তাঁর শ্বশুরমশাই যিথ্রোর কথা শুনলেন এবং তিনি যা যা করতে বললেন সেসবকিছু করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 তাহাতে মোশি আপন শ্বশুরের কথায় মনোযোগ করিয়া, তিনি যাহা কিছু বলিলেন, তদনুসারে কর্ম্ম করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 যিথ্রো যা বলল মোশি তাই করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 তাতে মোশি নিজের শ্বশুরের কথা শুনলেন এবং তিনি যা কিছু বললেন, সেই অনুসারে সব কাজ করলেন।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 18:24
10 ক্রস রেফারেন্স  

সেইজন্য চোখ হাতকে বলতে পারে না, তোমাকে আমার দরকার নেই। আবার মাথাও পা দুটিকে বলতে পারে না, তোমাদের কোনও প্রয়োজন আর আমার নেই।


এই প্রবচনমালা জ্ঞানীরও পাণ্ডিত্য বৃদ্ধি করে ধীমানকে দেয় পথের নির্দেশ।


তখন ইষ্রা লেবীয় ও ইসরায়েলীদের সমস্ত গোষ্ঠী প্রধানদের শপথ করালেন যে তাঁরা শখনিয়ের প্রস্তাব অনুসারেই কাজ করবেন।


তখন এলম গোষ্ঠীর যিহিয়েলের পুত্র শখনিয় ইষ্রাকে বললেন, মিশ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে আমরা ঈশ্বরের কাছে বিশ্বাসভঙ্গ করেছি, কিন্তু তবু এখনও ইসরায়েলের জীবনে আশা আছে।


তুমি আমার কথা শোন, আমি তোমাকে সুপরামর্শই দেব, আর ঈশ্বরও তোমার সঙ্গে থাকবেন। তুমি হবে ঈশ্বরের কাছে জনসাধারণের প্রতিনিধি। তুমিই তাদের সমস্ত সমস্যা ঈশ্বরের কাছে উপস্থিত করবে।


এইভাবে তুমি যদি ঈশ্বরের নির্দেশ অনুযায়ী কাজ কর তা হলে তুমি টিকে থাকবে এবং লোকেরাও সন্তুষ্ট হয়ে ফিরে যাবে।


তিনি ইসরায়েলীদের মধ্য থেকে কর্মকুশল লোকদের বেছে নিয়ে তাদের পর্যায়ক্রমে এক হাজার, একশো, পঞ্চাশ ও দশ জনের নায়করূপে নিযুক্ত করলেন।


সেই সময়ে আমি তোমাদের বলেছিলাম, একা আমার পক্ষে তোমাদের ভার বহন করা সম্ভব নয়।


তিনি তাদের নিরাপদে পার করলেন, নিরুদ্বেগ ছিল তাদের অন্তর, কিন্তু তাদের শত্রুকুল নিমজ্জিত হল অতল সাগরে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন