যাত্রাপুস্তক 17:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)13 এইভাবেই যিহোশূয় অমালেকীদের যুদ্ধে পরাস্ত করলেন এবং তাদের লোকজনকে বধ করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর ইউসা আমালেককে ও তার লোকদেরকে তলোয়ার দ্বারা পরাজিত করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 অতএব যিহোশূয় তরোয়াল দিয়ে অমালেকীয় সৈন্যদলকে পরাস্ত করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর যিহোশূয় অমালেককে ও তাহার লোকদিগকে খড়গধারে পরাজয় করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 আর যিহোশূয় অমালেকদের যুদ্ধে পরাজিত করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 আর যিহোশূয় অমালেককে ও তাঁর লোকেদেরকে তরোয়াল দিয়ে পরাজয় করলেন। অধ্যায় দেখুন |