Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 17:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 মোশির হাত অবশ হয়ে গেলে হারোণ ও হুর একটা পাথর এনে তার উপর মোশিকে বসালেন এবং তাঁরা দুপাশে দাঁড়িয়ে তাঁর হাত তুলে ধরলেন। সূর্যাস্ত পর্যন্ত মোশির হাত স্থির হয়ে রইল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আর মূসার হাত ভারী হতে লাগল, তখন তাঁরা একখানি পাথর এনে তাঁর নিচে রাখলেন, আর তিনি তার উপরে বসলেন এবং হারুন ও হূর এক জন এক দিকে ও অন্যজন অন্য দিকে তাঁর হাত ধরে রাখলেন। তাতে সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তাঁর হাত স্থির থাকলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 মোশির হাত দুটি যখন অবসন্ন হয়ে গেল, তখন তাঁরা একটি পাথর নিলেন ও সেটি তাঁর নিচে রেখে দিলেন এবং তিনি সেটির উপর বসে পড়লেন। হারোণ ও হূর তাঁর হাত দুটি—একজন একদিকে, অন্যজন অন্যদিকে—তুলে ধরে রাখলেন, যেন সূর্যাস্ত পর্যন্ত তাঁর হাত দুটি অবিচলিত থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আর মোশির হস্ত ভারী হইতে লাগিল, তখন উহাঁরা একখানি প্রস্তর আনিয়া তাঁহার নীচে রাখিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন; এবং হারোণ ও হূর এক জন এক দিকে ও অন্য জন অন্য দিকে তাঁহার হস্ত ধরিয়া রাখিলেন, তাহাতে সূর্য্য অস্তগত না হওয়া পর্য্যন্ত তাঁহার হস্ত স্থির থাকিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 কিছু সময় পরে হাত তুলে থাকতে থাকতে মোশি ক্লান্ত হয়ে উঠল। তখন হারোণ ও হূর একটা বিশাল পাথরে মোশিকে বসিয়ে তারা উভয়ে মোশির দুদিকে গিয়ে তার হাত তুলে ধরল। সূর্য না ডোবা পর্যন্ত তারা এইভাবেই মোশির হাত দুটোকে তুলে ধরে রইল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আর মোশির হাত ভারী হতে লাগল, তখন তাঁরা একটি পাথর এনে তাঁর নিচে রাখলেন, আর তিনি তাঁর উপরে বসলেন এবং হারোণ ও হূর একজন একদিকে ও অন্যজন অন্য দিকে তাঁর হাত ধরে রাখলেন, তাতে সূর্য্য না ডোবা পর্যন্ত তাঁর হাত স্থির থাকল।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 17:12
15 ক্রস রেফারেন্স  

ক্লান্ত বাহুতে দাও শক্তি দুর্বল কম্পিত পদে দাও সবল দৃঢ়তা


আমি আরও আনন্দিত হব কারণ আমি জানি, তোমাদের প্রার্থনা এবং যীশু খ্রীষ্টের আত্মার সহায়তায় এসব কিছুই আমার মুক্তির পক্ষে কার্যকরী হবে।


সুতরাং তেআমরা তোমাদের শিথিল বাহু তুলে ধর, অবসন্ন চরণ দুখানি সবল কর, দৃঢ় পদে উঠে দাঁড়াও।


বন্ধুগণ, আমাদের জন্য প্রার্থনা কর।


ভক্তজনের জন্য পবিত্র আত্মার সহায়তায় সর্ব অবস্থায় বিনতি ও প্রার্থনা কর। এই বিষয়ে সজাগ থাক।


তোমরাও প্রার্থনা করে আমাদের সাহায্য করো। অনেকের প্রার্থনার রফলে ঈশ্বরের যে অনুগ্রহ আমরা লাভ করব তা দেখে তারা সবাই যেন ঈশ্বরের প্রশস্তি করতে পারে।


কিন্তু মনে কোন সন্দেহ না রেখে বিশ্বাসে নিভ3র করে চাইতে হবে। কারণ যে সন্দেহ করে সে বায়ুতাড়িত ইতস্ততঃ বিক্ষিপ্ত সমুদ্র তরঙ্গের মত।


যারা আমার পশ্চাতে ধাবিত ঊর্ধ্বশ্বাসে, তাদের বিরুদ্ধে উদ্যত কর তোমার বর্শা ও রণকুঠার, তুমিই যে আমার পরিত্রাণ –এই প্রতিশ্রুতি দাও আমায়।


তোমরা সদাজাগ্রত চিত্তে ও কৃতজ্ঞ হৃদয়ে প্রার্থনা নিবিষ্ট থেক।


মোশি যখন হাত তুলে রাখেন তখন ইসরাযেলীরা জয়লাভ করে, আর তিনি হাত নামালেই অমালেকীদের প্রবল হয়ে ওঠে।


এইভাবেই যিহোশূয় অমালেকীদের যুদ্ধে পরাস্ত করলেন এবং তাদের লোকজনকে বধ করলেন।


প্রবীণদের তিনি বললেন, আমরা যতক্ষণ না তোমাদের কাছে ফিরে আসি, ততক্ষণ তোমরা আমাদের অপেক্ষায় এখানেই থাক। হারোণ ও হুর তোমাদের সঙ্গেই রইল, কারও কোন বিরোধ নিষ্পত্তির দরকার হলে তাদের কাছে যেতে পারবে।


অয়ের অধিবাসীরা যতক্ষণ না নিঃশেষে নিহত হল ততক্ষণ যিহোশূয় তাঁর হাতের বর্শা সেইভাবেই ধরে রইলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন