Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 16:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 ইসরায়েলীরা সেগুলি দেখে বলাবলি করতে লাগল, এগুলি কি? মোশি তাদের বললেন, এই সেই ঈশ্বর-দত্ত খাদ্য।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 আর তা দেখে বনি-ইসরাইল একে অপরকে বললো, ওটা কি? কেননা তা কি, তারা জানত না। তখন মূসা বললেন, ওটা সেই রুটি, যা মাবুদ তোমাদেরকে আহার করার জন্য দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 ইস্রায়েলীরা যখন তা দেখল, তখন তারা পরস্পরকে বলল, “এটি কী?” কারণ সেটি কী তা তারা জানতে পারেনি। মোশি তাদের বললেন, “এ হল সেই খাদ্য যা সদাপ্রভু তোমাদের খেতে দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 আর তাহা দেখিয়া ইস্রায়েল-সন্তানগণ পরস্পর কহিল, উহা কি? কেননা তাহা কি, তাহারা জানিল না। তখন মোশি কহিলেন, উহা সেই অন্ন, যাহা সদাপ্রভু তোমাদিগকে আহারার্থে দিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 তা দেখে ইস্রায়েলবাসীরা একে অপরকে জিজ্ঞাসা করতে শুরু করল, “এটা আবার কি জিনিস?” তারা জানত না সেটা কি। তাই তারা একে অপরকে কৌতুহলী হয়ে জিজ্ঞাসা করছিল। তখন মোশি তাদের বলল, “এটা এক ধরণের খাদ্যবস্তু যা প্রভু তোমাদের খাবার জন্য দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 আর সেটা দেখে ইস্রায়েল সন্তানরা একে অপরকে বলল, “এটা কি?” কারণ সেটা কি, তারা জানত না। তখন মোশি বললেন, “এটা সেই রুটি, যা সদাপ্রভু তোমাদেরকে খাবার জন্য দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 16:15
19 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আমি আকাশ থেকে তোমাদের জন্য খাদ্য বর্ষণ করব। ইসরায়েলীরা প্রতিদিন মাঠে গিয়ে তাদের দৈনিক রসদ কুড়িয়ে আনবে। আমি তাদের পরীক্ষা করে দেখতে চাই, তারা আমার বিধান মেনে চলে কি না।


এ-ই হচ্ছে স্বর্গ থেকে অবতীর্ণ খাদ্য। আমাদের পিতৃপুরুষেরা যে খাদ্য গ্রহণ করেছিলেন, এ তা নয়। তাঁরা আজ মৃত কিন্তু এই খাদ্য যে গ্রহণ করবে সে লাভ করবে অনন্ত জীবন।


ইসরায়েলীরা সেই খাদ্যের নাম দিল মান্না। এগুলি সাদা, ধনে বীজের মত এবং এর স্বাদ ছিল মধু দিয়ে তৈরী পিঠের মত।


তিনি তোমাদের অবনত করেছেন, ক্ষুধার্ত করেছেন, তারপর তোমাদের মান্না ভোজন করিয়েছেন, যার কথা তোমরা কিম্বা তোমাদের পিতৃপুরুষেরা আগে কখনও জানতে না, এই উদ্দেশ্যে যে তোমরা যেন জানতে পার যে মানুষ কেবল রুটিতে বাঁচে না, প্রভু পরমেশ্বরও মুখনিঃসৃত প্রতিটি বাক্যেই মানুষের জীবন বিধৃত।


তাঁরা সকলে একই আধ্যাত্মিক অন্ন ও আধ্যাত্মিক পানীয় গ্রহণ করতেন। তাঁরা শিলাখণ্ড থেকে জলপান করতেন, যা ছিল তাঁদের নিত্যসঙ্গী। খ্রীষ্টই সেই শিলাখণ্ড।


সকল কর্তব্যের দিয়েছিলে নির্দেশ আপন মহত্ত্বে পালন করেছ তাদের ক্ষুধায় মান্না আর তৃষ্ণায় জল দিয়ে।


ক্ষুধায় যখন কাতর হয়েছিল তারা দিয়েছিলে তুমি খাদ্য তাদের স্বর্গলোক থেকে পাষাণের বুক চিরে দিয়েছিলে তুমি তৃষ্ণার জল। যে দেশ তাদের দেবার জন্য করেছিলে অঙ্গীকার তুমি বলেছিলে তাদের, সেই দেশে যা, কর অধিকার।


প্রথম যে দিন তারা সেই দেশের উত্পন্ন শস্য আহার করল, সেই দিন থেকেই মান্না বর্ষণ বন্ধ হয়ে গেল। সেই বছর থেকে তারা কনান দেশের উত্পন্ন ফসল ভোগ করতে শুরু করল।


তোমাদের পূর্বপুরুষেরা মরুপ্রান্তরে মান্না ভোজন করেছিল। তারা আজ মৃত।


তোমাদের পূর্বপুরুষেরা যা কখনও দেখে নি, সেই মান্না দিয়ে তিনি প্রান্তরে তোমাদের প্রতিপালন করেছেন। পরিশেষে তোমাদের কল্যাণের জন্যই তিনি তোমাদের অবনত ও পরীক্ষা করেছেন।


তারা ঈশ্বর ও মোশির বিরুদ্ধে অভিযোগ করে বলল, এই মরু প্রান্তরে আমাদের মেরে ফেলার জন্যই কি তোমরা মিশর থেকে আমাদের বার করে এনেছ? এখানে খাদ্য কিংবা জল কিছুই নেই। এই একঘেয়ে খাবার খেয়ে আমাদের অরুচি ধরে গেছে।


মোশি হারোণকে বললেন, একটি পাত্রে এক ওমের পরিমাণ মান্না সংগ্রহ করে ভবিষ্যৎ বংশধরদের জন্য সেটি প্রভু পরমেশ্বরের পীঠস্থানে স্থাপন কর।


শোনার মত কান যার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন। যে জয়ী হবে তাকে আমি গুপ্ত মান্নার অংশ দেব। এক খণ্ড শ্বেতপাথরও দেব তাকে, সেই পাথরের উপর লেখা আছে এক নতুন নাম। সেই নাম যাকে দেওয়অ হয়েছে সে ছাড়া আরর কেউ জানে না।


এর মধ্যে ছিল সেআনার ধূপবেদী এবং আগাগোড়া সোনার পাতে মোড়া দশানুশাসন সম্বলিত চুক্তি সিন্দুক। তার মধ্যে ছিল মান্নায় পূর্ণ সোনার কলস, হারোণের মঞ্জরিত যষ্টি এবং সন্ধিচুক্তির শর্ত ক্ষোদিত দুটি প্রস্তর ফলক।


জগতের সমস্ত জাতিই এগুলির সন্ধানে থাকে। এগুলি যে তোমাদের দরকার —এ কথা তোমাদের পিতা জানেন।


এস, আমার সঙ্গে অন্ন গ্রহণ কর, আমি যে সুরা প্রস্তুত করেছি, পান কর।


তাদের ক্ষুধা নিবারণের জন্য বর্ষণ করলেন মান্না, তাদের জন্য দিলেন স্বর্গীয় শস্যসম্ভার।


তাদের ইচ্ছা পূরণের জন্য তিনি এনেছিলেন ভারুই পাখির ঝাঁক, স্বর্গীয় খাদ্যে তিনি তাদের করেছিলেন তৃপ্ত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন