Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 15:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 তোমার ক্রুদ্ধ নিঃশ্বাসে স্তূপাকার হল জলরাশি, প্রচীরের মত স্থাণু হয়ে রইল, বহমান জলস্রোত, জমাট বেঁধে গেল সুগভীর সমুদ্রের তলদেশ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তোমার নাসিকার নিশ্বাসে পানি রাশীকৃত হল; সমস্ত স্রোত স্তূপের মত দণ্ডায়মান হল; সমুদ্র-গর্ভে পানির রাশি ঘনীভূত হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 তোমার নাকের বিস্ফোরণে জলরাশি স্তূপাকার হল। উথাল জলরাশি, এক প্রাচীর হয়ে দাঁড়াল; গভীর জলরাশি সমুদ্র-গহ্বরে জমাট বেঁধে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তোমার নাসিকার নিশ্বাসে জল রাশীকৃত হইল; স্রোত সকল স্তূপের ন্যায় দণ্ডায়মান হইল; সমুদ্র-গর্ভে জলরাশি ঘনীভূত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 আপনার নিঃশ্বাসের একটি সজোর ফুৎকারে জল জমে উঠেছিল। সেই জলোচ্ছ্বাস একটি নিরেট দেওয়ালে পরিণত হয়েছিল এবং সমুদ্রের গভীরতাও ঘন হয়ে উঠেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তোমার নাকের নিঃশ্বাসে জল এক সাথে জড়ো হল; স্রোতগুলি স্তূপের মত দাঁড়িয়ে গেল; সমুদ্রগর্ভে জলরাশি জমাট বাঁধলো।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 15:8
13 ক্রস রেফারেন্স  

ঈশ্বরের ক্রুদ্ধ নিঃশ্বাসের প্রবল ঝঞ্ঝায় ধ্বংস হয় তারা। তাঁর রোষ বহ্নির ঝলকে তারা হয় ভস্মীভূত।


সমুদ্রকে বিভক্ত করে তিনি তাদের নিয়ে গিয়েছিলেন অপর পারে দ্বিধা বিভক্ত জলরাশিকে তিনি প্রাচীরের মত রেখেছিলেন দণ্ডায়মান।


তখন সেই মূর্তিমান অধর্ম প্রকাশিত হবে এবং প্রভু যীশু তাঁর শ্রীমুখের নিঃশ্বাসে তাকে সংহার করবেন, তাঁর জ্যোতির্ময় আবির্ভাবে সে হবে বিধ্বস্ত।


দীন-দরিদ্রের ন্যায্য বিচার করবেন, রক্ষা করবেন তিনি অসহায় মানুষের অধিকার। তাঁরই আদেশে লোকে শাস্তি পাবে, মৃত্যু হবে দুষ্টজনের।


প্রভু পরমেশ্বরের হুঙ্কারে, তাঁর প্রচণ্ড ফুৎকারে সাগরের জল সরে গেল, প্রকাশিত হল পৃথিবীর ভিত্তিমূল।


প্রভু পরমেশ্বর সম্রাটের কাছে এক জনশ্রুতি পৌঁছে দেবেন। এই জনশ্রুতি শুনে সে নিজের দেশে ফিরে যাবে এবং সেখানেই প্রভু পরমেশ্বর তাঁর মৃত্যু ঘটাবেন।


ইসরায়েলীরা কিন্তু শুকনো মাটির উপর দিয়ে হেঁটে সমুদ্র পার হয়ে গেল। তাদের ডানদিকে ও বাঁদিকে দুপাশে জলরাশি দেয়ালের মত দাঁড়িয়ে রইল।


সমগ্র পৃথিবীর অধীশ্বর প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের বাহক পুরোহিতেরা জর্ডনের জলে পদার্পণ করা মাত্র জর্ডনের জলস্রোত বিভক্ত হয়এ যাবে, উঁচু থেকে যে জলস্রোত বয়ে আসছে তা রাশীকৃত হয়ে দাঁড়িয়ে থাকবে।


তিনিই করেছেন সংহত সমুদ্রের জলরাশিকে, সঞ্চিত রেখেছেন অতল জলধিবক্ষে।


অভিযানকালে তোমার বাহনের পদ তাড়নায় মহাসিন্ধু হল ফেনায়িত।


তখন উঁচু থেকে বয়ে আসা স্রোত অনেক দূরে সারেথানের কাছাকাছি জনপদ আদাম-এর কাছে এসে স্তূপীকৃত হয়ে রইল এবং আরাবা উপত্যকায় লবণ সাগরে যে স্রোত বয়ে যাচ্ছিল তা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। তার ফলে ইসরায়েলীরা যিরিহোর মুখোমুখি এসে নদী পার হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন