Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 15:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 প্রভুই আমার সহায় ও শক্তি, তিনিই মুক্তিদাতা আমার, তিনিই আমার ঈশ্বর, আমি গাইব তাঁর জয়গান, আমার পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর তিনি, আমি করব তাঁর গুণকীর্তন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 মাবুদ আমার বল ও আমার গান, তিনি আমার উদ্ধার হলেন; তিনি আমার আল্লাহ্‌, আমি তাঁর প্রশংসা করবো; আমার পিতৃকূলের আল্লাহ্‌, আমি তাঁর প্রতিষ্ঠা করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “সদাপ্রভু আমার শক্তি ও আমার সুরক্ষা; তিনি হলেন আমার পরিত্রাণ। তিনি আমার ঈশ্বর, এবং আমি তাঁর প্রশংসা করব, আমার পৈত্রিক ঈশ্বর, এবং আমি তাঁকে মহিমান্বিত করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 সদাপ্রভু আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইলেন; এই আমার ঈশ্বর, আমি তাঁহার প্রশংসা করিব; আমার পৈতৃক ঈশ্বর, আমি তাঁহার প্রতিষ্ঠা করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 প্রভুই আমার শক্তি। তিনি আমার পরিত্রাতা এবং আমি তাঁর প্রশংসার গান গাইব। প্রভু আমার ঈশ্বর, আমি তাঁর প্রশংসা করব। প্রভু হলেন আমার পূর্বপুরুষদের ঈশ্বর। এবং আমি তাঁকে সম্মান করব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 সদাপ্রভু আমার শক্তি ও গান, তিনি আমার পরিত্রান হলেন; এই আমার ঈশ্বর, আমি তাঁর প্রশংসা করব; আমার পিতার ঈশ্বর, আমি তাঁকে মহিমান্বিত করব।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 15:2
64 ক্রস রেফারেন্স  

হে ঈশ্বর, আমার পরিত্রাতা, আমার ভরসা তুমিই আমি হব না ভীত, বিচলিত। প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তি, আমার পরিত্রাণের উৎস তুমিই।


তখন প্রভু পরমেশ্বরই হলেন আমার সহায়, আমার আনন্দ, তিনিই আমার পরিত্রাণ।


ধন্য সনাতন প্রভু পরমেশ্বর, গিরি আশ্রয় আমার। মহামহিম আমার পরিত্রাতা।


হে আমার শক্তির আধার, আমি তোমার প্রশংসা কীর্তন করব, হে ঈশ্বর, তুমি আমার দুর্গস্বরূপ, তুমিই আমার প্রেমময় ঈশ্বর।


হে প্রভু পরমেশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি তোমায় নিবেদন করব শ্রদ্ধা ও সম্মান, আমি গাইব তোমার স্তবগান। তুমি কত আশ্চর্য কর্ম করেছ সাধন, বহুকাল আগে রচিত পরিকল্পনা তোমার একান্ত নিষ্ঠায় করেছ সম্পাদন।


হে প্রভু পরমেশ্বর, আরাধ্য প্রভু আমার আমার মহাশক্তিমান রক্ষক, সংগ্রামের দিনে তুমি আচ্ছাদন করেছ আমার শির।


আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রশংসা কর, তাঁর পবিত্র পর্বতের উদ্দেশে কর প্রণিপাত, আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর পুণ্যময়।


তাঁরা ঈশ্বরের সেবক মোশির গীত এবং মেষশাবকের গীত গেয়ে স্তব করছিলেনঃ “মহান ও পরমাশ্চর্য তোমার কীর্তি, হে সর্বনিয়ন্তা প্রভু পরমেশ্বর! সর্বজাতির অধীশ্বর তুমি, তোমার সমস্ত আচরণ সুসঙ্গত ও সত্য।


সকল কণ্ঠ যীশু খ্রীষ্টকে ‘প্রভু’ বলে ঘোষণা করে পিতা ঈশ্বরকে গৌরবান্বিত করে।


তুমি আমার আরাধ্য ঈশ্বর, আমি তোমাকেই জানাব কৃতজ্ঞতা, তুমিই আমার ঈশ্বর আমি গাইব তোমার গৌরব গান।


আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রশংসা কর, তাঁর পাদপীঠতলে কর প্রণিপাত, তিনি পুণ্যময়!


প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর আমার সঙ্গে, সবে মিলে এস করি তাঁর নাম গান।


তিনিই তোমাদের ঈশ্বর, তাঁর স্তব করো। তোমরা স্বচক্ষে প্রত্যক্ষ করেছ তাঁর মহৎ ও ভয়াবহ কীর্তি, যা তিনি তোমাদেরই জন্য সাধন করেছেন।


তিনি আর‍ও বললেন, আমি তোমার পূর্বপুরুষ অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের আরাধ্য ঈশ্বর। তখন মোশি মুখ ঢেকে ফেললেন, কারণ ঈশ্বরের দিকে তাকাবার সাহস তাঁর হল না।


অর্থাৎ খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর নিজের সঙ্গে জগতের মিলন ঘটালেন, মানুষের কৃত অপরাধ তাদের বিরুদ্ধে গণ্য করলেন না। এবং তিনি এই মিলনের বার্তা ঘোষণার দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করলেন।


আর কারো দ্বারা মানুষের উদ্ধারসাধন সম্ভব নয় কারণ পৃথিবীতে মানব সমাজে এছাড়া আর কোন নাম নেই যার গুণে মানুষ উদ্ধার লাভ করতে পারে।


হে আমার ঈশ্বর, হে রাজন! আমি উচ্ছ্বসিত প্রশংসা করব তোমার, চিরকাল করব তোমার নামের গুণগান।


প্রভু পরমেশ্বর চিরজাগ্রত। ধন্য আমার আশ্রয়দুর্গ আমার পরিত্রাতা ঈশ্বরের মহিমা হোক।


মোশি তাদের বললেন, তোমরা ভয় পেয়ো না, সাহস কর, দেখ, প্রভু পরমেশ্বর আজ কি করে তোমাদের উদ্ধার করেন। মিশরীদের তোমরা আজ দেখছ বটে, কিন্তু ভবিষ্যতে আর কোনদিন তাদের দেখতে পাবে না।


তখন তুমি ফারাওকে বলবে, প্রভু পরমেশ্বর বলেছেন, ইসরায়েল আমার প্রথম সন্তান।


তাঁরই মাঝে সকলের সঙ্গে তোমাদেরও ঈশ্বরের আত্মিক আবাসরূপে গড়ে তোলা হচ্ছে।


প্রভু পরমেশ্বর বলেছেন আমায়, হে আমার দাস, আমি দেব তোমায় মহত্তর কর্মের মহান দায়িত্বভার। যাকোবের কুলকে পুনরুদ্ধার করে মহান জাতিরূপে প্রতিষ্ঠা করাই একমাত্র কাজ নয় তোমার, এ তো সামান্য কাজ। তুমি হবে আলোকস্বরূপ জাতিবৃন্দের কাছে, সারা জগতের কাছে তুমি পৌঁছে দেবে আমার পরিত্রাণ।


হে আমার আরাধ্য ঈশ্বর, নীরব থেক না তুমি।


প্রভু পরমেশ্বরই আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কার ভয়ে ভীত হব? তিনিই আমার জীবনের আশ্রয়দুর্গ, কার ভয়ে শঙ্কিত হব আমি?


তখন একখণ্ড মেঘ এসে সম্মিলন শিবিরটিকে আবৃত করল এবং প্রভু পরমেশ্বরের মহিমায় সমগ্র শিবির পরিপূর্ণ হল।


এর পরে আমি স্বর্গে বিরাট জনসমাবেশের কোলাহলের মত এক ধ্বনি শুনতে পেলাম, তারা ঘোষণা করছিলঃ “হাল্লেলুয়া, পরিত্রাণ, প্রতাপ ও পরাক্রমআমাদের ঈশ্বরের আয়ত্ত্বাধীন,


যিনি আমাকে শক্তি জোগান, তাঁর শক্তিতে আমি সব কিছু করতে পারি।


তাঁর ইচ্ছা এই যে, সকলে যেন পিতার মত পুত্রকেও সম্মান করে। পুত্রকে যে মান্য করবে না সে তাঁর প্রেরণ কর্তা পিতাকেও অমান্য করবে।


তোমরা, শমরীয়েরা, যাঁকে উপাসনা কর তাঁকে জান না। কিন্তু আমরা যাঁকে উপাসনা করি তাঁকে জানি। তাই ইহুদীদের মধ্যে থেকেই আসবে পরিত্রাণ।


আমার নয়ন যুগল দেখেছে তোমার পরিত্রাণ।


তুমি ঘোষণা করবে তাঁর প্রজাদের কাছে এই জ্ঞানের কথা: পাপ মোচনের পথে তারা লাভ করবে পরিত্রাণ।


সেই এক-তৃতীয়াংশকে আমি অগ্নিশুদ্ধ করব, রূপোর মত আমি তাদের শোধন করব, সোনার মত যাচাই করব। তারা আমায় ডাকবে, আমি সাড়া দেব তাদের ডাকে। আমি বলব, এরা আমার প্রজা, ওরা বলবে, প্রভু পরমেশ্বরই আমাদের আরাধ্য ঈশ্বর।


তখন তারা হবে আমার প্রজা এবং আমি হব তাদের ঈশ্বর।


এবার আমি ইসরায়েলীদের সঙ্গে যে নতুন সন্ধিচুক্তি স্থাপন করব, তা হল এই: তাদের অন্তরে আমি সঞ্চারিত করব আমার ধর্মানুশাসন, লিখে দেব বিধান তাদের হৃদয়-ফলকে,আমি হব তাদের ঈশ্বর, তারা হবে আমার প্রজা।


পর্বতশিখরে অলীক মূর্তি পূজা করে কোনও সাহায্যই পাইনি আমরা। একমাত্র আমাদের প্রভু পরমেশ্বরের কাছেই আছে ইসরায়েলের পরিত্রাণ।


প্রভু পরমেশ্বর বলেন, স্বর্গ আমার সিংহাসন, মর্ত্য আমার পাদপীঠ। এ ক্ষেত্রে পার কি তোমরা আমার জন্য গৃহ নির্মাণ করতে? এ কি সম্ভব? পার কি আমায় কোনস্থানে সীমাবদ্ধ রাখতে?


কিন্তু প্রভু পরমেশ্বর রক্ষা করেছেন ইসরায়েলকে, তাঁর বিজয় অনন্তকাল স্থায়ী, কখনও লজ্জিত হবে না তাঁর প্রজাবৃন্দ।


যতদিন না আমি খুঁজে পাই, প্রভু পরমেশ্বরের জন্য কোন আবাস ভূমি, নির্মাণ করি যাকোবের আরাধ্য মহাশক্তিমান ঈশ্বরের যোগ্য বাসস্থান।


আমাদের ঈশ্বর উদ্ধারকর্তা ঈশ্বর, তিনিই প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর, মৃত্যু থেকে উত্তরণ একমাত্র তাঁরই করতলগত।


হে প্রভু পরমেশ্বর, আমি গাইব তোমার প্রশংসা গান, কারণ তুমিই আমাকে করেছ উদ্ধার, রেখেছ শীর্ষে, দাওনি আমার শত্রুদের উল্লাসের সুযোগ।


প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বল, আপন অভিষিক্তজনের পরিত্রাতা।


জন্মাবধি তোমার হাতেই আমি সমর্পিত, মাতৃগর্ভ থেকে তুমিই আমার ঈশ্বর।


তবুও তুমিই পুণ্যময় অধিষ্ঠিত তুমি তোমার সিংহাসনে, ইসরায়েল গায় তোমার বন্দনা গান।


কিন্তু হে ঈশ্বর, তুমি কি সত্যিই পৃথিবীতে বাস করবে? স্বর্গলোকও যে তোমার ধারণ করতে পারে না, কেমন করে তোমায় ধারণ করবে আমার রচিত এই ক্ষুদ্র মন্দির!


তাই আমি তোমার জন্য সুমহান এক মন্দির করেছি রচনা! এখানেই বাস কর তুমি চিরদিন চিরকাল


তিনি তাঁর রাজাকে ভূষিত করেন মহাবিজয় গৌরবে। তাঁর অভিষিক্তের প্রতি, দাউদ ও তাঁর বংশের প্রতি প্রদর্শন করেন তাঁর অবিচল প্রেম।


যাও, আমার দাস দাউদকে গিয়ে বল, প্রভু বলেছেন, আমার মন্দির যে নির্মাণ করবে সেই জন তুমি নও।


তোমার সঙ্গে এবং পুরুষানুক্রমে তোমার বংশধরদের সঙ্গে আমি যে সন্ধির চুক্তিতে আবদ্ধ হব, তা হবে চিরস্থায়ী। আমি তোমার ঈশ্বর এবং তোমার বংশধরদেরও ঈশ্বর হব।


কারণ খ্রীষ্টেই ঈশ্বরের পূর্ণ সত্তা দৈহিকরূপে অধিষ্ঠিত।


হে প্রভু পরমেশ্বর তোমার পরিত্রাণের প্রতীক্ষায় রয়েছি আমি।


কীশোনের স্রোতে ভেসে গেল শত্রুদল, খরস্রোতা পুণ্যতোয়া কীশোন! আমি এগিয়ে যাব বীরদর্পে।


এই ঈশ্বরই আমাদের শাশ্বত ঈশ্বর, তিনিই চিরকাল আমাদের করবেন পরিচালনা।


তোমার প্রজাবৃন্দের উদ্ধারকল্পে, অভিষিক্তজনের পরিত্রাণের জন্যই তোমার এই অভিযান। তুমি দুষ্টের দলপতিকে নিধন করেছ, সমূলে উৎখাত করেছ তার অনুচরদের।


আমি তোমাদের নিজস্ব প্রজারূপে গ্রহণ করব, আমি হব তোমাদের ঈশ্বর। আর তোমরা জানবে যে আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর, আমিই তোমাদের মিশরের কঠোর নির্যাতন থেকে নিষ্কৃতি দিয়েছি।


তুমি চিরদিনের জন্য ইসরায়েলকে করেছ নিজের প্রজা আর হে প্রভু পরমেশ্বর, তুমি হয়েছ তাদের ঈশ্বর।


আমার ঈশ্বর, আমার সুদৃঢ শৈল, আমি তাঁরই শরণাগত। তিনিই আমার ঢাল, আমার পরিত্রাতা, আমার সুউচ্চ নিরাপদ আশ্রয়।


তিনিই আমাদের প্রভু, আমাদের পরমেশ্বর, সারা বিশ্বজুড়ে চলছে তাঁরই অনুশাসন।


আমি করব তোমার স্তুতিগান, তুমি সাড়া দিয়েছ আমার ডাকে, তুমিই হয়েছ আমার পরিত্রাতা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন