Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 14:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তাহলে ফারাও মনে করবে যে ইসরায়েলীরা পথ হারিয়ে দেশের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে এবং প্রান্তরের মধ্যে আটকে পড়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তাতে ফেরাউন বনি-ইসরাইলদের বিষয়ে বলবে, তারা দেশের মধ্যে অবরুদ্ধ হল, মরুভূমি তাদের পথ রুদ্ধ করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 ফরৌণ ভাববে, ‘ইস্রায়েলীরা মরুভূমি দ্বারা পরিবেষ্টিত হয়ে, ধন্দে পড়ে দেশে ইতস্তত বিচরণ করে বেড়াচ্ছে।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তাহাতে ফরৌণ ইস্রায়েল-সন্তানদের বিষয়ে কহিবে, তাহারা দেশের মধ্যে অবরুদ্ধ হইল, প্রান্তর তাহাদের পথ রুদ্ধ করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তাহলে ফরৌণ ভাববে যে ইস্রায়েলের লোকরা মরুভূমিতে হারিয়ে গেছে। ওদের আর কোথাও যাবার জায়গা নেই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তাতে ফরৌণ ইস্রায়েল সন্তানদের সম্বন্ধে বলবে, তারা দেশের মধ্যে ঘুরে বেড়াল, মরুভূমি তাঁদের পথ বন্ধ করল।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 14:3
15 ক্রস রেফারেন্স  

তুমি তোমার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী যে ঘটনাকে অবশ্যম্ভাবী রূপে নির্ধারণ করে রেখেছিলে, সেই ঘটনাকেই রূপায়িত করার জন্য তোমারই ইচ্ছায় ও ক্ষমতাবলে তাঁরা এখানে একত্র হয়েছিলেন।


বহুদিন আগে আমার দাসদের, ইসরায়েলের প্রবক্তা নবীদের মাধ্যমে যার সম্বন্ধে আমি ঘোষণা করেছিলাম, তুমিই সেই ব্যক্তি। তোমারই সম্বন্ধে আমি বলেছিলাম, একদিন আমি ইসরায়েলকে আক্রমণ করার জন্য একজনকে নিয়ে আসব। তুমিই সেইজন, সর্বাধিপতি প্রভু এই কথা বলেছেন।


আমার জিহ্বা কোন কথা উচ্চারণ করার আগেই হে প্রভু পরমেশ্বর সবই জান তুমি।


কখন আমি বসি, কখনই বা উঠি, সবই জান তুমি, দূর থেকেই তুমি বুঝতে পার আমার সঙ্কল্প।


ওরা বলেছে: ঈশ্বর ওকে পরিত্যাগ করেছেন, চল, ওর পিছনে ধাওয়া করে ধরে ফেলি ওকে, ওকে রক্ষা করার কেউ নেই।


আমার সম্বন্ধে অনেকেই বলছে: ওকে উদ্ধার করবেন না ঈশ্বর। সেলা


লোকে আমাকে বলেছে সে অত্যন্ত চতুর। তাই সে যে সব জায়গায় লুকিয়ে থাকে সেগুলি লক্ষ্য করবে এবং এখন সে কোথায় লুকিয়ে আছে তার সঠিক সংবাদ নিয়ে আমার কাছে আসবে। তখন আমি তোমাদের সঙ্গে যাব এবং সে যদি সেখানে থাকে তবে যিহুদার সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে তাকে আমি খুঁজে বার করবই।


শৌল সংবাদ পেলেন যে দাউদ কেয়িলায় এসেছেন। তিনি বললেন, ঈশ্বর এবার তাকে আমার হাতে সমর্পণ করেছেন কারণ দ্বার ও অর্গলযুক্ত নগরে প্রবেশ করে সে আটক হয়ে পড়েছে।


তারা যখন বহুবিধ অমঙ্গল ও সঙ্কটের সম্মুখীন হবে তখন এই গানই তাদের বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে, কারণ তাদের বংশধরদের মুখে অবিস্মরণীয় হয়ে থাকবে এই গান। যে দেশের প্রতিশ্রুতি আমি দিয়েছি সেই দেশে তাদের নিয়ে যাওয়ার আগে এখনই তারা মনে মনে যা ভাবছে তা আমি জানি।


এদিকে নগরে শিমশোন এসেছেন শুনে গাজার অধিবাসীরা চারিদিকে ঘেরাও করে নগরদ্বারে ওৎ পেতে বসে রইল। সকাল হলেই তাঁকে হত্যা করবে। এই ভেবে তারা সারা রাত তারা চুপ করে রইল।


তুমি ইসরায়েলীদের বল, তারা যেন ফিরে গিয়ে বেল-সফোনের পূর্ব দিকে মিগ্‌দোল ও সাগরের মাঝামাঝি পি-হা-হিরোতের সম্মুখে সাগর তীরে শিবির স্থাপন করে।


আমি ফারাও-এর বুদ্ধি বিকল করে দেব, সে ইসরায়েলীদের আক্রমণ করতে ছুটে যাবে, তখন আমি ফারাও ও তার সেনাবাহিনীকে আক্রমণ করে পরাস্ত করব। তখন লোকে আমার মহিমা বুঝতে পারবে। মিশরীরা তখন জানতে পারবে যে আমিই প্রভু পরমেশ্বর। ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের নির্দেশ পালন করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন