Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 12:41 - পবিএ বাইবেল CL Bible (BSI)

41 চারশ ত্রিশ বছর যে দিন পূর্ণ হল সেই দিনই প্রভু পরমেশ্বরের প্রজাবাহিনী মিশর ছেড়ে বেরিয়ে এল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

41 সেই চার শত ত্রিশ বছরের শেষে, ঐ দিনে, মাবুদের সমস্ত বাহিনী মিসর দেশ থেকে বের হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

41 সেই 430 বছরের শেষে, সেদিনই, সদাপ্রভুর সব বাহিনী মিশর ছেড়ে এল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 ঐ দিনে, সদাপ্রভুর সমস্ত বাহিনী মিসর দেশ হইতে বাহির হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 প্রভুর সৈন্যরা 430 বছর পর সেই বিশেষ দিনে মিশর ত্যাগ করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

41 সেই চারশো ত্রিশ বছরের শেষে, ঐ দিনের, সদাপ্রভুর সমস্ত বাহিনী মিশর দেশ থেকে বের হল।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 12:41
29 ক্রস রেফারেন্স  

যীশু তাঁদের বললেন, পিতা স্বয়ং যে দিন এবং ক্ষণ নিজের কর্তৃত্বাধীনে স্থির করে রেখেছেন, তা নিয়এ কৌতূহল প্রকাশ করার অধিকার তোমাদের নেই।


তোমরা যাও পর্বে, আমি যাব না।


লিখে রাখ, কারণ এসব ঘটনা ঘটার সময় আসেনি এখনও। তবে, আর দেরী নেই! যা আমি তোমায় বলছি, সত্য হবে সে কথা। অপেক্ষা কর, এখনই না হলেও এ ঘটনা ঘটবেই, অধিক বিলম্ব হবে না তার।


তোমার স্বজাতিকে ও পবিত্র নগরকে পাপ ও দুষ্কর্ম থেকে মুক্ত করার জন্য ঈশ্বর সত্তর সপ্তাহ সময় দিয়েছেন। এই সময় পাপ ক্ষমা করা হবে। অন্যায়, অবিচার দূর করা হবে চিরতরে। প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার। যে দিব্য দর্শন তুমি দেখেছ ও যে ভাববাণী শুনেছ সেগুলি সত্য হবে। পবিত্র স্থান আবার উৎসর্গিত হবে প্রভুর উদ্দেশে।


নীরব থেক না প্রভু, করুণা কর সিয়োনের প্রতি, তার প্রতি দয়া করার এ-ই তো সময়, এখনই যে তার একান্ত প্রয়োজন।


তিনি বললেন, না, আমি প্রভু পরমেশ্বরের সেনাবাহিনীর অধিনায়ক রূপে এখানে উপস্থিত হয়েছি। যিহোশূয় তখন মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে প্রণিপাত করে বললেন, এ দাসের প্রতি প্রভুর কি আদেশ বলুন?


এই দিনেই প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের গোষ্ঠী অনুসারে দলে দলে ভাগ করে সকলকে মিশর থেকে উদ্ধার করে আনলেন।


এই নির্দেশগুলি তোমরা যথাযথভাবে পালন করব কারণ মনে রেখ, এই দিনে আমি তোমাদের সমগ্র জাতিকে মিশর থেকে উদ্ধার করে এনেছিলাম। তোমরা পুরুষানুক্রমে চিরকাল উল্লিখিত বিধি অনুযায়ী এই দিবস উদ্‌যাপন করবে।


ফারাও তোমাদের কথায় কান দেবে না। তখন আমি মিশরের উপরে আঘাত হানব এবং মিশরীদের চরম দণ্ড বিধান করে আমার প্রজাবাহিনী ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে আনব।


আমি এখন তোমাকে ফারাও-এর কাছে পাঠাব এবং আমার প্রজা ইসরালেয়ীদের মিশর থেকে উদ্ধার করে আনব।


তিনি মিশর দেশে, লোহিত সাগরে ও জনহীন প্রানতের চল্লিশ বৎসর ধরে নানা অলৌকিক কীর্তি সম্পাদন করে সেখান থেকে তাদের উদ্ধার করে আনলেন।


মিশরীদের কবল থেকে তাদের উদ্ধার করে সুজলা-সুফলা শস্য শ্যামলা সম্পদশালী বিস্তীর্ণ এক মনোরম দেশে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। সেই দেশ কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবুষীয় প্রভৃতি জাতির বাসভূমি।


ইসরায়েলীদের তুমি বল, আমি প্রভু পরমেশ্বর, আমিই তোমাদের মিশরের কঠোর শ্রম থেকে নিষ্কৃতি দেব। মিশরীদের দাসত্ব থেকে তোমাদের মুক্ত করব। আমার প্রসারিত বাহুর পরাক্রমে মিশরীদের চরম দণ্ড বিধান করে তোমাদের উদ্ধার করব।


পরে যোষেফ তার ভাইদের বললেন, দেখ, আমার মৃত্যুকাল আসন্ন। কিন্তু ঈশ্বর নিশ্চয়ই তোমাদের তত্ত্বাবধান করবেন। অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবকে তিনি যে দেশ দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখান থেকে তিনি তোমাদের সেই দেশে নিশ্চয়ই নিয়ে যাবেন।


হারোণ ও মোশি, এই দুজনকেই প্রভু পরমেশ্বর ইসরায়েলী গণবাহিনীকে সংগঠিত করে মিশর থেকে উদ্ধার করে আনার নির্দেশ দিয়েছিলেন।


মোশি ইসরায়েলীদের বললেন, আজকের এই দিনটি তোমরা বিশেষভাবে স্মরণে রাখবে। এই দিন তোমরা দাসত্বের আগার মিশর ছেড়ে বেরিয়ে এসেছ, প্রভু পরমেশ্বর মহাপরাক্রমে তোমাদের উদ্ধার করেছেন। এই দিনে খামিরযুক্ত কোন কিছুই খাওয়া চলবে না।


প্রভু পরমেশ্বরের নির্দেশ যাতে সর্বদা তোমাদের ওষ্ঠাগ্রে থাকে সেই জন্য হাতে ও কপালে ধারণ করা স্মারক চিহ্নের মতই এই অনুষ্ঠান হবে তোমাদের কাছে স্মারক স্বরূপ। কারণ প্রভু পরমেশ্বর মহাপরাক্রম প্রকাশ করে মিশর থেকে তোমাদের উদ্ধার করেছেন।


পরবর্তীকালে তোমাদের সন্তানসন্ততিরা যখন জিজ্ঞাসা করবে, এ সবের অর্থ কি? তখন তোমরা তাদের বলবে, প্রভু পরমেশ্বর নিজ শক্তিতে দাসত্বের আগার মিশর থেকে আমাদের উদ্ধার করে এনেছিলেন।


প্রভু পরমেশ্বরের এই মহান কীর্তি স্মরণে রাখার জন্য এর প্রতীক চিহ্ন তোমরা হাতে ও কপালে ধারণ করবে। কারণ প্রভু পরমেশ্বর নিজ পরাক্রমে মিশর থেকে আমাদের উদ্ধার করেছিলেন।


এর দ্বারা তোমাদের ভাবী বংশধরেরা জানতে পারবে যে আমি ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে এনে ছাউনিতে বাস করিয়েছিলাম। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।


ঈশ্বর মিশর থেকে ওদের উদ্ধার করে এনেছেন, শৃঙ্গ যেমন বন্যবৃষের শক্তি স্বরূপ, তেমনি ওদের পরাক্রমও তিনি।


মোশি ও হারোণের নেতৃত্বে ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠী বাহিনী মিশর ছেড়ে চলে আসার পর পর্যায়ক্রমে তাদের যাত্রার বিবরণ এই:


তোমাদের পিতৃপুরুষদের তিনি ভালবাসতেন তাই তাঁদের পরে তাঁদের বংশধরদের তিনি মনোনীত করেছেন এবং তিনি স্বয়ং মহাপরাক্রমে মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন।


তোমরা আবিব মাসে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে তারণোৎসব পালন করবে, কেননা আবিব মাসেই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর রাত্রিকালে তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছিলেন।


পরে আমি মোশি ও হারোণকে পাঠালাম, নানা অলৌকিক কীর্ত সাধন করে মিশরীদের দণ্ড দিলাম এবং সেখান থেকে তোমাদের উদ্ধার করে আনলাম।


ইসরায়েলীরা মিশর দেশ ছেড়ে চলে আসার চারশো আশি বছর পরে এবং ইসরায়েলীদের উপর শলোমনের রাজত্বের চতুর্থ বছরে সিব মাসে অর্থাৎ বছরের দ্বিতীয় মাসে শলোমন প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণের কাজ শুরু করেন।


যিহুদীয়ার সৈন্যবাহিনীকে নিয়ে রাজা আসা সুদানী সেনানীকে আক্রমণ করলে প্রভু পরমেশ্বর সুদানীদের পরাজিত করলেন। তারা পলায়ন করল।


মিশর থেকে যখন বেরিয়ে এল ইসরায়েল জাতির মানুষ যাকোবকুল যখন ছাড়া পেল ভিন্নভাষীদের কবল থেকে,


যিনি মিশরীদের মধ্য থেকে ইসরায়েলকে উদ্ধার করে এনেছিলেন, –চিরায়ত তাঁর অবিচল প্রেম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন